পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩১২ মgৱাদপত্রে-মেকালের কথা ব্যাপ্য দেশের মধ্যে যে সকল কৰ্ম্ম করিয়াছেন তদ্বিষয়ে নীচে লিখিতব্য বিবরণ সৰ্ব্বসাধারণ লোকের জ্ঞাপনার্থ প্রকাশ করিতে হইবে । ভিন্ন ২ লোকের দ্বারা সৰ্ব্বসাধারণ লোকের উপকারজনক কৰ্ম্মের বিবরণ পত্র । •• • শ্ৰীলশ্ৰীযুত গবর্নর জেনরল বাহাদুরের বাঞ্ছা ছিল যে যাহার এতদ্রুপে সৰ্ব্বসাধারণের হিতজনক কৰ্ম্ম সম্পাদনার্থ বিরাজমান হন তাহারদিগকে গবর্ণমেণ্টের সন্তোষজনক কোন বিশেষ চিহ্ন প্রদান করা যায় । এবং এই বাঞ্ছিত বিষয় সফলকরণার্থ ১৮৩৪ সালের জানু আরি মাসে হুকুম হয় যে কলিকাতা রাজধানীর অধীন তাবৎ জিলায় এক রিপোর্ট প্রস্তুত হয় এবং তাহাতে গত কএক বৎসরের মধ্যে ভিন্ন২ লোকেরা নিজব্যয়েতে সৰ্ব্বসাধারণের উপকারক যে সকল কৰ্ম্ম করিয়াছেন তাহ নির্দিষ্ট থাকে । ঐ রিপোর্ট দৃষ্ট হইয়া অতিসন্তোষ জন্মিল যে সকল কাৰ্য্য বিষয়ের রিপোর্ট হইয়াছে যদিও তাহীর মধ্যে কোন এক কার্ষ্য অতিবৃহৎ নহে তথাপি তাহার মধ্যে এমত গুরুতর* কাৰ্য্য আছে যে তাহার সংখ্যা বাহুল্যক্রমে ভারতবর্ষের মধ্যে যে সকল হিতজনক ব্যাপার হইয়াছে বা হইতেছে তাহা ইহার দ্বারা আরো বুদ্ধি হইল । উক্ত প্রধান২ কার্য্যের সংখ্যা বিবরণ এই । প্রথম –৪ লৌহময় সাকো । দ্বিতীয় —৮৬ ইষ্টকনিৰ্ম্মিত সাকো । তৃতীয় —৭০ নানা রাস্তা এবং তন্মধ্যে কোন২ রাস্ত ১২।১৪ ক্রোশ করিয়া দীর্ঘ । চতুর্থ।—৪১২ পুষ্করিণী । পঞ্চম –১১৩ চৌবাচ্চা । घर्छ !-->०१ बॉछे । সপ্তম –পথিকেরদের উপকারার্থ ১৫ সরাই এতদ্বতিরিক্ত নানা রাজপথের উভয় পাশ্বে বৃক্ষরোপণ । এবং পথিকের উপকারক ও সৰ্ব্বসাধারণের হিতজনক অন্যান্য নানা ব্যাপার । যে মহাকুভব মহাশয়ের স্বদেশের উপকারার্থ এমত যত্ন করিয়াছেন উচিত হয় যে - র্তাহারদের নাম সৰ্ব্বত্র প্রকাশ হয়। অতএব শ্ৰীলশ্ৰীযুত গবর্নর জেনরল বাহাদুর হুকুম করিয়াছেন যে পশ্চাল্লিখিত তফসীলে যে সকল মহাশয়েরদের নাম লিখিত হইয়াছে তাহারদের নাম সৰ্ব্বত্র প্রকাশ পায় কিন্তু শ্ৰীলশ্ৰীযুত এই অতি সম্রাস্ত ব্যক্তিরদের মধ্যে যদি বিশেষ বাচনি করিয়া অগ্রগণ্য ব্যক্তিরদের নাম না লেখেন তবে তাহার ক্রটি হইতে পারে । নীচে লিখিতব্য মহাশয়েরা এতদ্বিষয়ে সৰ্ব্বাপেক্ষা অগ্রগণ্য হইয়াছেন । বৰ্দ্ধমানের yপ্রাপ্ত রাজা তেজশ্চন্দ্র বাহাদুর । vপ্রাপ্ত মহারাজ দৌলত রাও সিন্ধিয়ার ভগিনী শ্ৰীমতী বালা বাই ।