পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిః zBB zBBY BBBDDD DB aLL কাৰ্য্য অতিসতর্কতা ও নৈপুণ্যরূপে নিৰ্বাহ করাতে এই জিলার মধ্যে পূৰ্ব্বে ষে সকল অনিষ্ট জন্মিয়াছিল তাহার অধিকাংশ বিলুপ্ত হইয়া প্রজারদের প্রাণ ধন রক্ষা পাইয়াছে । এবং নানাবিধ উপকারাহঁ ইমারত ও রাস্তা ও পুল নিৰ্ম্মাণকরণ দ্বারা গমনাগমনের সুগম করাতে আপনি এই জিলার সৌন্দৰ্য্য ও সমৃদ্ধতার বৃদ্ধি করিয়াছেন এবং বহুতর পুষ্করিণী খনন করাতে আমারদের ক্লেশ দূর করিয়াছেন ইত্যাদি নানা কাৰ্য্যেতে অম্মদাদির ও সাধারণ লোকের যাদৃশ উপকার করিয়াছেন তাহাতে আমরা আপনকার নিকটে অত্যন্ত বাধ্যতা স্বীকার করি । এবং আমারদের আরো এই বিষয়ে বাধ্যভা স্বীকার করিতে হইতেছে যে আপনি এই জিলাতে অনেক ইঙ্গরেজী পাঠশাল স্থাপন করিয়াছেন এবং তাহাতে এই জিলার মহোন্নতি ও চিরকালীন সন্ত্রম হইবে এবং যদ্যপি আমারদের বাধ্যতা স্বীকারের আর কোন কারণ নাও থাকিত তথাপি আমারদের এই এক প্রধানবিষয়ক উপকারের দ্বারা চিরস্মরণ থাকিবে যে আমরা কিপর্য্যন্ত আপনকার নিকটে বাধf হইয়াছি । পরিশেষে নিবেদন করিতেছি যে কুপ্রিম কৌন্সেল আপনকার মহা২ গুণ বিষয় অবগত হইয়া আপনাকে যে মঙ্গেচ্চ পদাভিষিক্ত করিয়াছেন এবং তদ্বারা পূৰ্ব্বাপেক্ষ অধিক লোকের উপকারকরণেপায় ক্ষমতা প্রদান করিয়াছেন ইহাতে আমারদের পরমসস্তোষ জন্মিয়াছে । অতএব আমারদের সতত অভিলাষ এই যে আপনকার যেমন গুণ তেমনি নিয়ত উন্নতি হয় এবং আপনি স্বাস্থ্যপূর্বক দীর্ঘজীবী হউন এবং যেমন হুগলি জিলানিবাসি লোকেরদের নিকটে আপনি চিরকাল পর্য্যন্ত অতিসন্ত্রান্তরূপে স্মরণীয় থাকিবেন তেমনি উপকারের দ্বারা অন্যান্যস্থানীয় লোকের দিগকেও চিরবাধ্য করিবেন । ব্ৰজনাথ বাবু। প্রাণচন্দ্র রায় । নবকিশোর বাড়ুৰ্য্যে। প্রতাপনারায়ণ রায় । শিবনারায়ণ রায় । গঙ্গানারায়ণ রায় ; যুগলকিশোর বাড়ুষ্যে । নরেন্দ্রনাথ বাবু। ছকুরাম সিংহ । নন্দকিশোর ঘোষাল । কালীনাথ চৌধুরী ! বৈকুণ্ঠনাথ চৌধুরী। স্বারকানাথ ঠাকুর । প্রসন্নকুমার ঠাকুর । রাধা প্রসাদ রায় । শিবনারায়ণ ঘোষ । রামধন বাড়য্যে । দেবেন্দ্রনাথ বাবু। অন্নদাপ্রসাদ বাড়য্যে । নবকৃষ্ণ সিংহ। ইন্দ্রকুমারী দেবী । জয়কৃষ্ণ মুখোপাধ্যায় । সৈয়দ আহম্মদ খা বাহাদুর । নীলমাধব পালিত । - এবং হুগলি জিলানিবাসি প্রায় ২০০ জনের নিবেদন । অস্তোত্তরং । হুগলি জিলা নিবাসি জমীদার ও অন্যান্য লোকের প্রতি আগে – আপনকারা অনুগ্রহপূর্বক আমাকে যে প্রশংসাপত্র প্রদান করিয়াছেন তাহা শ্ৰীযুত বাৰু দ্বারকানাথ ঠাকুরের দ্বারা পাইয়া আমি পরমসন্তুষ্ট হইলাম। এই সৰ্ব্বসাধারণ সন্তোষজনক পত্র প্রাপ্তিতে আমার পরমাহনাদ জন্মিয়াছে তাহাতে আমার মনে এই পরমাহলাদক অনুভব হইল ষে বহুকালপৰ্য্যস্ত আমি ঐ জিলাতে যে সকল নিয়ম করিয়াছিলাম তাহা লোকের সস্তোষজনক হইয়াছে এবং ঐ সকল নিয়ম ঐ স্থানীয়েরদের কিঞ্চিৎ উপকারক