পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

.ममांछ \9ృ(t হইয়াছে। কিন্তু আপনকার অল্প গ্রহপূর্বক আমাকে যে প্রশংসা করিয়াছেন আমি তাহার যোগ্য নহি । আমার এইমাত্র প্রশংসা হইতে পারে যে আমার অবশ্য কৰ্ত্তব্য যে কাৰ্য্য তাহ প্রাণপণে নিৰ্বাহ করা গিয়াছে। যদ্যপি আমার আমলে কোন বিষয়ে কৃতকাৰ্য্যও হইয়া থাকি তবে জমীদার লোক এবং জিলাস্থ অন্যান্য মান্ত মহামুভব অর্থাৎ প্রজালোকের স্বাভাবিক প্রভু মহাশয়েরদের নিয়ত সাহায্যক্রমেই তাহ সম্পন্ন হইয়াছে । ঐ জিলার উন্নতি ও তন্নিবাসিরদের মঙ্গল এবং আপনারদের স্বাস্থ্য ও কুশল আমি নিয়তই ইচ্ছা করি । - আপনারদের পরম মিত্র। ডেবিড কারমাইকল স্মিথ । இ. ( ৪ জুলাই ১৮৩৫ । ২১ আষাঢ় ১২৪২ ) কুষ্ঠির চিকিৎসালয় —নেটিব হাসপাতালের অধ্যক্ষেরা জররোগির নূতন চিকিৎসালয়ের বিষয়ে পৌষ্টিকতা করিতে ক্ষম হন এতদৰ্থ কুষ্ঠ রোগির চিকিৎসালয় উঠাইয়া দেওনের প্রস্তাব করিতেছেন কিন্তু এই অতিকৰ্ম্মণ্য চিকিৎসালয় বজায় থাকা অত্যাবশ্বক বিষয় । অতএব গত সোমবারের দিস্বিত্ত চারিটেবল সোসৈটির সাধারণ কমিটির বৈঠকে এই বিষয়ের প্রস্তাব উত্থাপিত হইল এবং তদ্বিষয়ে এতদেশীয় লোকেরদের অনুরাগ জননাথ শ্ৰীযুত বাবু দ্বারকানাথ ঠাকুর ও শ্ৰীযুত বাবু রসময় দত্তজ কুষ্ঠির চিকিৎসালয়ের কমিটিতে নিযুক্ত হইলেন । ঐ চিকিৎসালয়ে মাসিক ৬০০ টাকা ব্যয় হইয়া থাকে ইহাতে আমারদের ভয় হইতেছে যে এত টাকা চাদার দ্বারা প্রতিমাসে উৎপন্ন করা ভার হইবে । তথাপি ঐ মহাদুঃখি ও দয়াপাত্র ব্যক্তিরা যাঙ্গতে কলিকাতানগরে ইতস্ততঃ ভিক্ষার্থ ভ্রমণ না করে ইহা অবশু কৰ্ত্তব্য । ( ৫ মার্চ ১৮৩৬ । ২৩ ফাল্গুন ১২৪২ ) শ্রীরামপুরের হাসপিটালের চাদ। —শ্রীরামপুরের চিকিৎসালয় স্থাপনেতে যে মহাশয়েরা অর্থ প্রদান করিয়াছেন তাহারদের নাম পশ্চাল্লিখিত মতে আমরা অত্যাহ্নাদপূর্বক প্রকাশ করিতেছি । এই নগরস্থ অনেক মহাশয়েরদের অত্যন্ত বদান্ততা দেখিয়া পরমসস্তোষ জন্মিয়াছে এবং আমারদের ভরসা হয় যে চাদাতে যাহারা স্বাক্ষর করেন নাই তাহারাও ঐ আদর্শদৃষ্টে স্বাক্ষর করিবেন। স্বাক্ষরকারিরদের নাম দণতা বার্ষিক মাসিক শ্রীরামপুরের গবর্ণমেণ্ট 6: о а অনিরবল কর্ণল জে রিলিং 為s o ডাক্তর মাস্ত মেন & о (t