পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ లsరి শুনিয়া পরম আহলাদিত হইলাম ষে চু চূড়ানিবাসি অতি ধনি এক বাবু কালীকিঙ্কর পালিত ] উক্ত রাস্ত নিৰ্ম্মাণার্থ অনূ্যন ৬০ ০০ টাকা প্রদান করিয়াছেন । ( ৭ ডিসেম্বর ১৮৩৯ , ১৩ আগ্রহায়ণ ১২৪৬ ) বহু আফিসের মুচ্ছদি শ্ৰীযুত বাবু কালীকিঙ্কর পালিত সম্প্রতি চন্দননগরের কিঞ্চিৎ পশ্চিমাংশে অমরপুর গ্রামে যে বিদ্যালয় সংস্থাপন করিয়াছেন সেই পাঠশালায় হিন্দুকলেজের ন্যায় ১০ শত বালক উক্ত বাবুর ব্যয়ে ইঙ্গরেজী বিদ্যা শিক্ষণ করিতেছেন । জেনরল কমিটি ইনিষ্টিটিউসনের অধ্যক্ষ উক্ত পাঠশালার সুসিদ্ধতা সনদর্শনে ঐ পাটশালী কমিটির অধীনস্থ করত এক সেক্রেটরি নিযুক্ত করিয়াছেন । উক্ত পাঠশালা সংস্থাপনে আমরা কতজ্ঞতা পূর্বক প্রকাশ করিতেছি যে অতি প্রধান জিলা হুগলিতে গত ৪ বর্ষ মধ্যে বিদ্যালয় মাত্র ছিল BS BB BBBB BBBB BBB BB KBBBBBB BBDDD BBBBB BB BBBBBS ংস্থাপন হইয়াছে —জ্ঞানান্বেষণ । ( ৮ জুন ১৮৩৯ ৷৷ ২৬ জ্যৈষ্ঠ ১২৪৬ ) অামারদিগের পাঠকবর্গের শ্রবণ করিয়া আহলাদিত হইবেন যে ভবানীপুরনিবাসি এক ব্যক্তি মানু ধনি বিদ্বান নহেন তথাপি তিনি হাজার২ লোকেরদিগের জল কষ্ট দেখিয়া এক দীর্ঘিকা প্রস্তুত করণার্থ মানস করিয়াছেন এবং ঐ দীর্ঘিকার চতুৰ্দিগকে সোপান করিয়া দিবেন। এতদ্ব্যতিরিক্ত ঐ বাবু এক পাকা রাস্তা প্রস্তুত করিতেছেন সেই রাস্তায় সন্ন্যাসি ও জাপক পূজার্থি ব্যক্তিরা অনায়াসে স্বচ্ছন্দে কালীঘাটে গমন করিতে পারিবেন তিনি উত্তম বিদ্বান নহেন তথাপি যে হটাৎ এমত সতকৰ্ম্ম করিয়াছেন ইহাতে আমরা চমৎকৃত হুইয়াছি এবং তাহার এই সততা সন্দর্শনে ঐ অঞ্চলস্থ ব্যক্তিদিগের ঐরূপ কার্য্যে প্রবৃত্তি হইবেক আর আমরা অনুমান করি যে এমত কার্য্যে গবর্ণমেণ্টের দৃষ্টিপাত হইবেক । [ জ্ঞানান্বেষণ ] - { ১০ আগষ্ট ১৮৩৯ ৷৷ ২৬ শ্রাবণ ১২৪৬ ) যশোহর ।—.গত ২২ জুলাই তারিখে যশোহর নিবাসি লোকেরদের এক বৈঠক হয় তাহার অভিপ্রায় যে ঐ স্থানের সৌষ্ঠব করণার্থ এবং ঐ অত্যাবখ্যক কাৰ্য্য নিৰ্ব্বাহাৰ্থ অর্থ ংগ্রহ করণের উপায় নিশ্চয় করেন । তাহাতে শ্ৰীযুত শাণ্ডিস সাহেব সভাপতি হইলে এই প্রস্তাব হইল ষে জিলা যশোহরের সদর স্থানের স্বপ্রতিষ্ঠা করণার্থ নীচে লিখিতব্য মহাশয়েরা কমিটি স্বরূপ নিযুক্ত হন বিশেষতঃ ।