পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২৬ seৱাদপত্রে মেনকালের কথা গর্ভিণী স্ত্রীলোকদিগের উপকারার্থ এক চিকিৎসালয় সংস্থাপন করিয়াছেন এবিষয় আমারদিগের সম্বাদ পত্রে প্রকাশের উপযুক্ত হইয়াছে । পাঠকবর্গ মনোযোগ করহ যে স্থূলাকার এবং অতি মান্য জমীদারের পিত্রাদি শ্রাদ্ধে এবং বিবাঙ্গাদি উপলক্ষে লক্ষ মুদ্র ব্যয় করিয়া থাকেন যাহাতে সাধারণ লোকের দুরবস্থার নূ্যনত হয় এমত বিষয়ে কদাচ এক পয়সা দিতে পারেন না অতএব এই মহাত্মাব্যক্তির দানের মাহাত্ম্য যাহা এইক্ষণে জনমণ্ডলীমধ্যে প্রকাশ পাইবার যোগ্য হইয়াছে। অনেক বিষয়ে জানা গিয়াছে যে এই বাৰু বিধবা স্ত্রী গণের পরম বন্ধু কারণ কিয়ংকাল হইল উক্ত বাবুজী বিধবাদিগের বিবাহাৰ্থ অত্যন্ত উদযোগ করিয়াছিলেন কিন্তু তাহাদিগের অনর্থক অভিমানদ্বারা এবিষয় সম্পন্ন হইল না । এই বাবুর এই প্রকার সৎকৰ্ম্ম অতিশয় প্রশংসনীয় হইয়াছে এবং ইহাতে আমরা প্রত্যয় করি যে বিধবা গর্ভিণী স্ত্রীগণের মহোপকার এবং তদ্ভিন্ন স্ত্রীগণের অসংখ্য উপকার হইতে পারে। বাবুজী বিলক্ষণ অবগত আছেন যে হিন্দু স্ত্রীগণের বিধবাবস্থায় গর্ভবতী হইলে তাহার কুটুম্বাদির অতি অপমান হয় এবং সেই বিধবা চিকিৎসালয়ে গমনাপেক্ষ বরং প্রাণত্যাগ করিতে উদ্যত হয় । [জ্ঞানান্বেষণ ] আর্থিক অবস্থা ( ৮ মে ১৮৩০ । ২৭ বৈশাখ ১২৩৭ ) শ্ৰীযুত বঙ্গদূতসম্পাদক মহাশয় সমীপেযু।...আমি কোন কৰ্ম্মক্রমে খাজরা গিয়াছিলাম কিন্তু গমনকালীন তমোবিশিষ্ট য়ামিনীজন্ত ইতস্ততঃ সকল দৃষ্টি হয় নাহি পুনরাগমনকালীন দৃষ্টি হইল নদীর পশ্চিমতীরে এক উত্তম স্থান এবং অতি বৃহৎ এক উচ্চ অট্টালিকা দূরহইতে এমত বোধ হইল যে এ অট্টালিকা সাধারণ কোন সাহেবলোকের বাসস্থান না হইবেক যেহেতুক অত্যুত্তম উচ্চ অট্টালিকা উচ্চ ব্যক্তি হইতেই নিৰ্ম্মিত হইয়া থাকিবেক অনন্তর বিশেষাবগত হইবার জন্তে তত্রস্থানে তীরে তরি লাগাইয়া অট্টালিকার নিকটবর্তী হইয়া দেখিলাম যে কোন ভাগ্যবান ইঙ্গরেজের কারখানা বাটী হইবেক তত্রস্থ লোকদ্বারা অনুসন্ধান লইবায় কহিলেক যে এস্থানের নাম ফোর্ট গ্লাষ্টর কেহ বা চড়া মাদারিয়া কহে অথবা বাউড়্যা কহিয়া থাকে এবং এই যে বৃহৎ অট্টালিকা দেখিতেছ ইহা মিং জেমস স্কাট কোম্পানির ইয়ার্ড অর্থাৎ জাহাজের কারখানা ছিল । এইক্ষণে ইংল্পগুহইতে স্থতা ও নানাবিধ কাপড় যেমত যন্ত্রদ্বারা প্রস্তুত হইয়া আসিয়া থাকে তদ্রুপ এক নূতন যন্ত্র যাহা এইস্থানে স্থাপিত হইল ইহার দ্বারা স্থতা ও কাপড় প্রস্তুত হইবেক এবং বিলাতি বস্ত্র অপেক্ষাও এখানে অল্পমূল্যে পাওয়া যাইবেক আমিও তথায় প্রবেশ করিয়া কল দেখিয়া চমৎকৃত হইলাম যেহেতুক এমত কল কখন দৃষ্টিগোচর হয় নাই পরস্তু