পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ • \కNA অধিক ১৮১৭ সালে ইঙ্গলওঁীয় কারবারসম্বন্ধীয় কারবার প্রায় রহিত হয় ফরাশিস এবং ওলেন্দাজদিগের কুঠী সব ইহার অনেক বৎসর পূর্ব বন্ধ হয় মলমল কাপড় প্রস্তুতকরণে ইহারদিগের পরিশ্রম বিশেষরূপ আছে বিশেষতঃ স্থতাকাটন অতিআশ্চৰ্য্য অঙ্গুলির দ্বারা অল্প বয়স্ক স্ত্রীলোকসকল পোলাতনিৰ্ম্মিত টেকুয়ার দ্বারা স্থত। কাটে তাহার সময় কেবল প্রাতে শিশির যাবৎ ভূমিতে থাকে । এরূপ সে স্থত স্থঙ্ক যে স্থৰ্য্যোদয়ে কাটা যায় না । এক রতি তুলাতে এরূপ কাটা যায় যে তাহাতে আশী হাত লম্ব স্থত হয় যাহা কাটুনীরা এক টাকা আট আনা করিয়া ভরি বিক্রয় করিত রিফুকরসকল শিল্প বিষ্ঠায় এমত পারদর্শী যে এক থান উত্তম মলমলহইতে এক খেই স্থত বাহির করিয়া পুনৰ্ব্বার সেই সুতাথেই থানে লাগাইত। এই উত্তম স্থত জন্মিবার স্থান ঢাকার অন্তঃপাতি বিশেষতঃ সোণার গ৷ এমত আশ্চৰ্য্য বস্ত্র প্রস্তুতকরণের কল কেবল হস্তমাত্র হায় কি খেদের বিষয় অতিউত্তম মলমল করণের বিদ্যা লোপ হইল এবং ঐ সকল সূত্ৰ নিৰ্ম্মাণকারি স্ত্রীগণের এবং উক্ত শিল্পশীলেরদিগের গতি ব{ কি হইবে । কস্যচিৎ নগরবাসিনঃ —সং চং ( ২৩ জুলাই ১৮৩১ । ৮ শ্রাবণ ১২৩৮ ) ইউনিয়ন ব্যাঙ্ক —গত ১৪ বুহম্পতিবার ইউনিয়ন ব্যাঙ্কে অংশিরদের এক সাধারণ সমাজ হয় তাহাতে দৃষ্ট হইল যে শ্ৰীযুত ব্রুস ও শ্ৰীযুত কলন ও শ্ৰীযুত হরি ও শ্ৰীযুত সটন সাহেব ও শ্ৰীযুত বাবু রাধামাধব বন্দ্যোপাধ্যায়ের ঐ পদ ধারণের মিয়াদ গত হইয়াছে অতএব তাহারদের পরিবর্তে শ্ৰীযুত আর ব্রেীণ ও শ্ৰীযুত আর এচ. ব্রেীণ ও শ্ৰীযুত সাগু ও শ্ৰীযুত স্মিথসন সাহেব ও শ্ৰীযুত বাৰু দ্বারকানাথ ঠাকুর তৎপদে নিযুক্ত হইলেন । ( ২৩ জাকুয়ারি ১৮৩৩ । ১২ মাঘ ১২৩৯ ) কমরস্তল বাঙ্ক —শ্ৰীযুত দ্বারকানাথ ঠাকুর এইক্ষণে সকলকে জ্ঞাপন করিতেছেন যে কমরস্তল বাঙ্কের যে সকল মোট আছে এবং ঐ বাঙ্কের উপর যত দাওয়া আছে তাহা তিনি পরিশোধ করিবেন এবং ঐ বাঙ্কের যত পাওনা আছে তাহা তিনি লইবেন । শযুত দ্বারকানাথ ঠাকুর । কলিকাভা ১৮৩৩ ৫ জামু আরি । ( ১৫ জুন ১৮৩৯ । ২ আষাঢ় ১২৪৬ ) এতন্মহানগরস্থ ব্যাঙ্ক [ অফ বেঙ্গল ৷ শাখা ব্যাঙ্ক সংস্থাপনার্থ শ্ৰীযুত দেওয়ান রামকমল সেন বাবুকে মৃজাপুর প্রেরণ করেন সেই দেওয়ানজী মুজাপুরহইতে এতস্নগরে আগমন করিতেছেন দিন স্বয় বা এক দিন মধ্যে এই স্থানে উপস্থিত হইবেন । সংপ্রতি সম্বাদ জ্ঞাত হইলাম যে উক্ত ব্যাঙ্ক বিষয়ে ৮ সহস্র মুদ্রণ লভ্য থাকে। 8\○