পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जभtज्ज \LHA পতিত ও রাজজঙ্গল ছিল এক্ষণে কাহার জমাদারীর মধ্যে তাদৃশ পতিত বা গরআবাদি জঙ্গল দেখাইতে পরিবেন না তাহার এক প্রধান প্রমাণ পত্তনে তালুক। দেখ জমাদারের মুনাফাস্বদ্ধ তাবৎ মালগুজারী সনং আদায় করে অথচ পাচ গুণের নান নহে পণদিয়া পত্তনে তালুক লয় তার পর দরপত্ত নে সে পত্ত নে চাহার পঞ্চম পত্ত নেপৰ্য্যন্ত তালুকদার হইয়াছে ইহার কারণ কেবল ভূমি হাসিলহওয়া নিশ্চয় জানিবেন অতএব সওদাগরির হিত হইলে এ তাবৎ পত্তনে উঠিয়া গিয়া পুনৰ্ব্বার জমাদারীমধ্যে রাইয়ত নূতন পত্তন করিতে হইবেক অতএব আমরা বিশেষ বিবেচনা করিয়াছি জৰ্মীদার লোক সওদাগরি করিলে দেশের পরম মঙ্গল নচেৎ কিঞ্চিংকাল পরেই ছারখার হইবেক তৎপরে কলনাইজ অর্থাৎ এ মুলুক আবাদকরণার্থ নানা দিগদেশীয় লোক আসিয়া চাসবাস করিবেক এবং জমীদার হইবেক অধিক কি লিখিব ।-চঞ্জিকা । * ( ১৫ জানুয়ারি ১৮৩৪ । ৩ মাঘ ১২৪০ ) ক্রুটিগুন কোং —অতিখেদপূর্বক জ্ঞাপন করা যাইতেছে যে কলিকাতাস্থ প্রধান২ কুঠার যে শেষ এক কুঠী ছিল তাহাও পতিত হইয়াছে। গত শুক্রবারে ক্রুটেণ্ডন মেকিলপের ইনসালবেণ্ট আদালতে যাইতে হইল । ( ৯ আগষ্ট ১৮৩৪ ৷ ২৬ শ্রাবণ ১২৪১ ) পত্রপ্রেরকের স্থান হইতে প্রাপ্ত —আমরা আহলাদপূর্বক প্রকাশ করিতেছি এতদেশীয় কতক মৰ্য্যাদাবস্ত মহাশয়ের এক্ট প্রশংসিত অভিপ্রায় করিয়াছেন যে তাহার এক বাণিজ্যের কুঠী স্থাপন করিয়া ঠাকুরান কোম্পানি [ 'Tagore and Company ] নামে ঐ কুঠার কার্য্য চালাইবেন ইহাতে বোধহয় এদেশের মঙ্গলাকজিক্ষ লোকেরা সাধারণের উপকারজনক এই অত্যাশ্চর্য্য সাহসিক উদ্যোগের অসংখ্য প্রশংসা করিবেন এবং আমরা অকুমান করি এই দৃষ্টান্ত দর্শনে এতদ্দেশীয় লোকেরদের মন এইরূপ উত্তম কৰ্ম্মে প্ৰবৰ্ত্ত হইয়া বাণিজ্য কাৰ্য্য করত পুনশ্চ হিন্দুস্থানকে অতিসমৃদ্ধ ও মর্য্যাদাশালী করিবে যাহারা প্রথম ২ নম্বরের জ্ঞানাম্বেষণ পাঠ করিয়াছেন তাহারদিগের স্মরণ থাকিতে পারে যে আমরা কতকতবার লিখিয়াছি অভাগা অনিচ্ছাপ্রযুক্তই এদেশের ধনি লোকেরা বাণিজ্য কাৰ্য্যের পরিশ্রমে প্ৰবৰ্ত্ত হন না কিন্তু এইক্ষণে বড় আহলাদিক্ত হইলাম ঐ লোকেরা যে অবশ বুদ্ধিতে এবিষয়ে নিদ্রিতের ন্তায় ছিলেন তাহ সারিয়া আপনারদের কৰ্ত্তব্য অথচ উপকার জনক কৰ্ম্মে মনোযোগ দিলেন একৰ্ম্ম যে তাহারদিগের কৰ্ত্তব্য তাহার কারণ এই যে সাধ্যানুসারে দেশের উপকার করাতে সৎ লোক মাত্রই বাধ্য আছেন এবং হিন্দুস্থানীয় লোকেরদের শিল্পাদি নিৰ্ম্মিত বস্তু ক্রয় বিক্রয় করাতে আপনারদের ধন সংলগ্ন করাই সকল স্বাধীন হিন্দুরদের উচিত আর উপকারজনক বলিবার কারণ এই যে অন্যান্য দেশীয় বাণিজ্যকারি লোকেরদের সহিত সমান ভাবে কৰ্ম্ম করা ভিন্ন অন্য কোন বিষয়ে হিন্দুস্থানীয় লোকদের বিশেষ উপকার হয় না এবং আর২