পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जधांछ \లిg( ( ২২ জানুয়ারি ১৮৩৪ । ১০ মাঘ ১২৪০ ) নুতন লাইফ অসুরেন্স সমাজ –গত সপ্তাহের কলিকাতানগরীয় ইউরোপীয় সম্বাদপত্রের দ্বারা অবগত হইয়া আমরা পরমাপ্যায়িত হইলাম যে গবর্ণমেণ্টের কতৃত্বাধীনে কলিকাতায় এক লাইফ আস্বরেন্স সোসৈটি স্থাপনের উপযুক্তাল্পপযুক্ততার বিবেচনাপূৰ্ব্বক রিপোর্টকরণার্থ এক কমিটি নিযুক্ত হইয়াছেন । নীচে লিখিত মহাশয়গণ ঐ কমিটির অন্তঃপাতি হইয়াছেন শ্ৰীযুত ডরিন সাহেব ও ডিকিন্স সাহেব ও ত্ৰিবিলিয়ন সাহেব ও ডবস সাহেব ও বেগসা সাহেব ও ডবলিউ প্রিন্সেপ সাহেব ও কর্ণল কেনডি সাহেব ও কাপ্তান হেগুসন সাহেব ও শ্ৰীযুত বাবু রামকমল সেন । বহুকালাবধি গবর্ণমেণ্টের কৰ্ম্মকারক সাহেবেরদের এমত বিবেচনা হইয়াছে এবং লাডবল সোসৈটির অতিঘূণার্থবিবাদ হওন অবধি অন্তেরদেরও এমত মানস হইয়াছে যে এতদ্রুপ কোন সমাজ গবর্ণমেণ্টকতৃক এমত দৃঢ়নিৰ্ব্বন্ধে স্থাপিত হয় যে তাহাতে সৰ্ব্বসাধারণ লোকের প্রত্যয় জন্মে। এতৎসময়ে লাডবল সোসৈটির বিষয়ে পুনৰ্ব্বার বিবাদ আরম্ভহওয়াতে ঐ মানস আরো দৃঢ়ীভূত হইয়াছে। এবং আমারদের ভরসা হয় যে শ্ৰীলশ্ৰীযুত গবর্নর জেনরল বাহাদুর অন্যান্য বিষয়ে যেরূপ অত্যুৎসাহপূর্বক মনোযোগ করেন তদ্রুপ এতদ্বিষয়কও করিবেন । অপর ঐ কমিটির অন্তঃপাতিমধ্যে শ্ৰীযুত বেগস সাহেবের নাম দেখিয়া আমারদের বিশেষ আহলাদ জন্মিয়াছে যেহেতুক তিনি এই বিষয়ে বিশেষ মনোযোগী আছেন এবং গবর্ণমেণ্ট এতদ্বিষয় উত্থাপনকরণের পূৰ্ব্বে তিনি এক জাইণ্ট ষ্টক সোসৈটির পাণ্ডুলেখ্য প্রস্তুত করিয়াছিলেন অতএব তদ্বিষয়ে বিলক্ষণ অনুসন্ধানের ফল যে সকল সস্বাদ তিনি প্রাপ্ত হইয়াছেন তাহা কমিটিতে স্থাপন করিয়া কমিটির কার্য্যের অনেক সুগম করিতে পারিবেন । । ( ১৮ এপ্রিল ১৮৩৫ ৬ বৈশাখ ১২৪২ ) গবর্ণমেণ্টের লাইফ ইনস্থরন্স আপীস —হরকল্প সম্বাদপত্রের দ্বারা অবগত হওয়া গেল যে গবর্ণমেণ্টের লাইফ ইনস্বরন্স আপীস আগামি মাসের প্রথম সপ্তাহে স্থাপিত হইয়৷ কৰ্ম্মারম্ভ হইবে । ( ৭ মার্চ ১৮৪০ । ২৫ ফাস্তুন ১২৪৬ ) আমরা অবগত হইলাম যে কএক ব্যক্তি এতদ্দেশীয় ধনি এবং বিজ্ঞ মহাশয়রা হিন্দুদিগের উপকারার্থ এক লাইফ ইনস্থরেনস নামক সভা স্থাপন করণের মানস কলিয়াছেন এবং অত্যন্নদিবসের মধ্যে অনুষ্ঠান পত্র প্রকাশ হইবে এবং তদৃষ্টে উক্ত সভাদ্বারা অম্মদাদির ষে লভ্য হইবে তাহ প্রকাশ করিব । [ জ্ঞানান্বেষণ ] 88