পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

wog\, CDDD CBJ SBBBD DB LLL ( ১৬ জানুয়ারি ১৮৩৬ । ৪ মাঘ ১২৪২ ) ফসল –বৰ্ত্তমান বৎসরে বঙ্গদেশীয় ধান্তের ফসলসকলই এইক্ষণে প্রায় কাটা গিয়াছে এবং সকলই অবগত আছেন যে এই বৎসরে যেমন বাহুল্যরূপে ফসল জন্মিয়াছে প্রায় এমন বহুবৎসরাবধি হয় নাই । লোকের প্রাণধারণের এই প্রধান উপায় শস্য দূর২ দেশে কিরূপ মূল্যে বিক্রয় হইতেছে তাহ অবগত হইতে পারা যায নাই কিন্তু কলিকাতার সন্নিহিত ইতস্ততঃ প্রদেশে টাকায় ধান্য ৪ মোন এবং তণ্ডুল ২ মোন করিয়া বিক্রয় হইতেছে ইহাতে অম্মদাদির বোধ হয় যে পূৰ্ব্ব পঞ্চাশ বৎসরেও এতাদৃশ স্থমূল্য হয় নাই। এতদেশীয় লোকেরা ঈশ্বরের এই দয়া শ্ৰীলশ্ৰীযুক্ত সর চার্লস মেটকাপ সাহেবের অল্পকালীন রাজশাসনের সঙ্গে ঐক্য করিয়া এতদ্রুপে সাহেবের রাজ্যসময় চিরস্মরণীয় করিতে ইচ্ছুক আছেন । এতদ্রপে তাহার নাম ও চরিত্র বর্ণনকরণ অত্যুপযুক্ত বোধই হইতেছে যেহেতুক কি দুঃগি কি সামাজিক লোকেরদিগকে ঐ শ্ৰীলশ্ৰীযুক্ত সাহেব যেমত টাকা বিতরণ করিয়াছেন সে রাজারই অনুরূপ বরং অতিরিক্তও কহিতে পারা যায় অতএব তাহার রাজ্যসময়ের বিষয়ে ইহা অপেক্ষা অতিরিক্ত উপযুক্ত কি কহ। যাইতে পারে যে তাহার রাজ্যশাসন যে বৎসরে সে বৎসরে সৰ্ব্বাপেক্ষা জীবের জীবন শস্য অতিস্থমূল্য ছিল । ঢাকার এক জন নবাবের বিষয়ে এমত কথিত হইয়াছিল যে শস্য স্থমূল্য করিয়া তিনি একটা দ্বার বন্দ করিয়া এই হুকুম দিলেন যে আমার আমলের পর ইহাঅপেক্ষ যে নবাব আপন আমলে শস্য অধিক স্বমূল্য করিতে পরিবেন কেবল তিনিই এই দ্বার খুলিতে ক্ষম হইবেন এ অত্যুত্তম কথা বটে এবং ইহার ভাবও নিয়ত লোকের স্মরণ রাখা উচিত। ( ৭ মে ১৮৩৬ । ২৬ বৈশাখ ১২৪৩ ) - বাণিজ্য কার্ধ্যের রীতি পরিবর্তন —শুনিয়া আপ্যায়িত হওয়া গেল যে কলিকাতাস্থ বণিক ও মহাজনেরা আপনারদের তাবৎ হিসাব কোম্পানির টাকাতে রাথিতে স্থির করিয়াছেন তেমনি ওজনের বিষয়ে আশী তোলার সেরের চল্লিশ সেরা যে নুতন মোন হইয়াছে ঐ মোন ব্যবহার করিতে স্থির করিয়াছেন। এইক্ষণে অপর যে এক প্রস্তাব হইয়াছে তাহা আমর ভদ্র কহিতে পারি না । সকলই অবগত আছেন যে বহুকালাবধি এমত ব্যবহার আছে যে ভারি বিক্রয় হইলে নগদ টাকাতে হয় । তাহার বিলের উপরে তিন চারি মাসের মিয়াদ দেওয়া যায় কিন্তু সে নামমাত্র যেহেতুক ক্রেতাব্যক্তি সন্ত্রম থাকুক বা না থাকুক জিনিস লওনসময়ে বিল ডিসকেন্ট করিয়া টাকা দেয়। তাহার এই ফল দৃষ্ট হইয়াছে যদ্যপি জিনিসের মূল্যের অনেক নূ্যনাধিক্য হইয়াছে তথাপি বোম্বাই ও শিঙ্গাপুর অঞ্চলে ধাতু ও কাপড়প্রভৃতি ব্যবসায়িরদের মধ্যে যেমন দেউলিয়া হইয়াছে তদ্রুপ কলিকাতায় হয় নাই অতএব কলিকাতার বাণিজ্য স্থির নিয়মানুসারেই হইতেছে। কিন্তু তথাপি ঐ রূপ হিসাব কিতাব বিলের ডিসকৌন্ট ইত্যাদি অনর্থক করিতে হইত। সংপ্ৰতি এই নূতন নিয়ম হইয়াছে যে নীল