পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जब्ोख्न vම්(H রাস্তাবধি গ্রথিত হইয়া গঙ্গাতীরস্থ রাস্তাপধ্যস্ত ৫৫৬ ফুট দীর্ঘ এবং গঙ্গার সম্মুখ দিগে ২০০ ফুট প্রস্থ হইয়া তন্মধ্যে পঞ্চ শ্রেণী গুদাম এমত হইবে যে প্রত্যেক গুদাম ৪৮ ফুট চৌড় হইতে পারে। অধিকন্তু তাহ দোতাল করণার্থ প্রস্তাব হইয়াছে। তাহার নীচের তালা ১৯ ফুট উপর তালা ২৪ ফুট উচ্চ হইবে এবং তাহার স্তম্ভ ও কড়ি সকল লৌহময় করা যাইবে । ঐ বাটী নিৰ্ম্মাণার্থ ৪ লক্ষ টাকারো বরং অধিক লাগিবে এমত অনুমিত হইয়াছে এবং তন্মধ্যস্থ কুঠরীতে ৫৪,০০০ টন অর্থাৎ ১৬ লক্ষ মোনেরো অধিক মাল থাকিতে পরিবে । ( ২৬ নবেম্বর ১৮৩৬ । ১২ অগ্রহায়ণ ১২৪৩ ) কার্পাসের ক্লষি —বোম্বাইর শ্ৰীলশ্ৰীযুত গবর্নর বাহাদুর হজর কৌন্সেলে পুণ্যনগর জিলা ও সোলাপুরের ডেপুটি কালেক্টরের এলাকার মধ্যে ও আহম্মদনগর জিলার মধ্যে কার্পাসের কৃষির বাহুল্যকরণেচ্ছু হইয়া এমত হুকুম দিয়াছেন যত ভূমিতে জলসেচন হউক বা না হউক বর্তমান বৎসরে এবং তৎপরে পাচ বৎসরপর্য্যস্ত অর্থাৎ ফসলী ১২৫১ সালপৰ্য্যস্ত তাহার রাজস্ব লওয়া যাইবে না । ( ১৮ মার্চ ১৮৩৭ ৬ চৈত্র ১২৪৩ ) এতদ্দেশীয় উত্তম কাপাস জন্মান —উত্তর পশ্চিম প্রদেশে উৎকৃষ্ট আমেরিকীয় কাপাস উৎপাদনার্থ শ্ৰীযুত কর্ণল কালবিন সাহেব যে উদ্যোগ করিয়াছেন তাহাতে বিলক্ষণ কতকাৰ্য্য হওয়া গিয়াছে এইপৰ্য্যস্ত কাপাস জন্মানের যে সকল উদ্যোগ ও পরীক্ষাদি হইয়াছিল তাহাতে তাদৃশ ভরসা ছিল না যেহেতুক সাধারণ ব্যক্তিরদের বোধ ছিল যে উৎকৃষ্ট কার্পাসের বীজ এতদ্দেশে বপন করিলে ক্রমে এমত মন্দ হইয়া যাইবে যে পরিশেষে তাহ অত্যপক্লষ্ট কাপাসের তুল্য হইবে । কিন্তু সংপ্রতি শ্ৰীযুত কালবিন সাহেব আগ্রিকলতুরাল সোসৈটিকে আমেরিকাহইতে আমদানী করা বীজজাত পঞ্চমবর্ষীয় কাপাস প্রদান করিয়াছেন এবং ঐ কাপাস সোসৈটির কএক জন স্থবিজ্ঞ মেম্বরেরদের নিকটে উৎকর্ষণপকর্ষ বিবেচনার্থ প্রেরণ করা গিয়াছিল তাঙ্গতে শ্ৰীযুত ডাক্তর ষ্টুয়র [ Dr. Speirs ] সাহেব স্বক্ষ বিবেচনা করিয়া দেখিলেন যে এতদেশীয় উৎকৃষ্ট কাপাস অপেক্ষ তাহার আঁশ কিছু লম্বা আছে কিন্তু তাহার মধ্যে কিঞ্চিৎ২ ছোট আঁশের কাপাসও আছে তাহাতে শ্ৰীযুত কর্ণল কালবিন সাহেব কহিলেন যে এই কাপাস যাহারা তুলিয়া থাকে তাহারা কিছুই দেশীয় কাপাসও ইহাতে মিশ্ৰিত করিয়াছিল। ফলতঃ শ্ৰীযুত ডাক্তর ষ্টুয়র সাহেব কহিলেন যে ক্ষুদ্র আঁশের কাপাস ব্যতিরেকে আর২ কার্পাসের আঁশ আমেরিকীয় কার্পাসের আঁশের তুল্য লম্বা সূক্ষাংশও তুল্য কিন্তু কিঞ্চিৎ কম জোর । শ্ৰীযুত উলিস সাহেব লেখেন যে ইহা নিতান্ত অপ্লাণ্ড জজিয়া কাপাস এবং উত্তরামেরিকার উৎকৃষ্ট কাপাস অপেক্ষাও উত্তম এবং তাহার বোধ হয় যে পশ্চিম প্রদেশে যে সামান্য কাপাস জন্মে তদপেক্ষ এই কার্পাসের শতকরা ২৩।২৫ টাকা অধিক মূল্য ইঙ্গলগু দেশে হইতে পারে।