পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Nථරැුෆ মংবাদ পত্রে সেনকালেনর কথা ওটাহিটার অত্যাশ্চৰ্য্য বৃহৎ ইক্ষু শ্ৰীযুত শ্লিমন সাহেবের উদ্যোগে জবলপুরে উত্তমরূপ জন্মিয়াছে এবং এইক্ষণে পশ্চিম প্রদেশ ব্যাপিয়া ক্রমেই তাহার কৃষি হইতেছে। এতদ্দেশীয় রুষাণেরা তাহা বহুমূল্য জ্ঞান করে যেহেতুক দেশীয় সাধারণ ইক্ষু অপেক্ষ তাহাতে অধিক প্রাপ্তি হয় অতএব ভরসা করি ষে এইক্ষণে এই অত্যুৎকৃষ্ট ইক্ষু তাবৎ পশ্চিম প্রদেশ ব্যাপ্ত হইবে। এবং এতদ্দেশীয় চিনির উপরে ইঙ্গলগু দেশে যে ভারি মাস্থল নির্দিষ্ট ছিল তাহ উঠিয়া যাওনেতে এতদ্দেশজাত চিনি অত্যাধিক্যরূপে ইঙ্গলণ্ড দেশে বিক্রয় হইতে পরিবে । : ( صلى الله عليه وسلم دrtویبط; چ | ১৯ আষাঢ় ১২৪৪ ) শ্ৰীযুত দর্পণপ্রকাশক মহাশয়েষ্ণু।—ইঙ্গরাজ কোম্পানি বাহাদুরের রাজ্যে লবণের ব্যবসা একচেটিয়া না রাখিলে মুলুকের খাজনা হয় না রাজ্যের শাসন ও প্রজার পালন আবশ্যক এজনী একচেটিয়া রাখা উচিত । শুনিতে পাওয়া যায় বিলাতে অনেক সাহেবের এ বিষয়ে সম্মতি দিয়াছেন সে ভালুই। পূৰ্ব্বে শালিয়ানা পঞ্চাশ লক্ষ মোন নীলামে বিক্ৰী হইয়াও ব্যাপারির আড়ঙ্গে অকুলান হইত। তখন ব্যাপারের নানা মুখ ছিল লবণ নীলামে খরিদ করিয়া ধরাট পাইয়া বিক্ৰী হইত এমত দুই তিন হাত ফিরিলে সকলে কিছু২ পাইত। যে সকল ব্যক্তি লবণ ভাঙ্গিয়া লইয়। আড়ঙ্গে বিক্ৰী করিত তাহারা ওজন সরফ দরের তফাতি ওগয়রহ ব্যাপারে মুনাফা করিত। এখন সে সকল ব্যাপার তাবৎ লোপ হইয়া ভারি ব্যাপারির লাভের বিস্তর কমতা হইয়াছে দালালের রোজগার বন্দ হইয়াছে । নিরিকদর হওয়াতে খুজরা ব্যাপারির পক্ষে ভাল । কারণ যাহারদিগের ১ , ১ ০y মোন খরিদ করিবার সামর্থ্য নাহি তাহারা অনায়াসে ২৫০) মোন খরিদ করিয়া লইয়া মফঃসলে মুনাফা করে কিন্তু যাহারা তাহ অপেক্ষণ গরিব তাহারদিগের কোন ভরসা নাই । অনেকে এমত আছে ৫০ এ মোন হইলে খরিদ করিতে পারে কিন্তু তাহা কোম্পানির হুকুম নাই। এজন্য পারে না । হিজলি তমলুকের নেমক মহলে এমত কটকিনা হইয়াছে যে সেখানে সরফ ওজন পূৰ্ব্বমত পাওয়া যায় না । ২৪ পরগনার ও যশোহরের অনেক ঘাট উঠিয়া গিয়াছে পরে ভাল কি মন্দ হয় বলা যায় না । ভলু চট্টগ্রাম এদেশী ব্যাপারির পৈটমত লবণ ভাঙ্গিবার আড়ঙ্গ নহে । সালিখা অতিভারি ঘাট এখানে হরেক রকম নমক মেলে কিন্তু যে প্রকার দর চড়ত তাহাতে মুনাফ করা ভার এঘাটে পাঙ্গা ও করকচ সকল রকম আছে। কিন্তু বলা উচিত নহে গায়ের জালায় না বলিলেও চলে না। কটক বালেশ্বর ও খোরদায় পাঙ্গার ভাও ৪৬৪।৪৬৫ । ৪৬৯ । মান্দ্রাজে করকচের দর ৪০৫ টাকা নিরিক করিয়াছেন কিন্তু ঐ সকল নমক এওল দম সেম চাহরেম পঞ্চম আছে। গোলায় ছাড় রওয়ানা লইয়া গেলে ঐ সকল নমকের উপর প্রধান কৰ্ম্মকারকেরদের আলাহিদা দর অগ্ৰে অমুক বাবুর মারফত রফা হইলে তবে ওজন পাওয়া যায় নচেৎ ৫৭ দিন ছাড় পড়িয়া থাকে । কিস্তির গহুরিতে অনেক নোকসান হয় যে