পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अमोंऽङ्ग VHIV হয় ঐ সকলের গুণ লোকেকে বিদিত করিলে তাহাতে মনাকর্ষণ হইবেক এ কারণ ঐ সভায় জুন মাসে কৃত কাৰ্য্যের বিবরণ পুস্তক হইতে চুম্বক গ্রহণপূর্বক নিম্নে প্রকাশ করিলাম. । ইঙ্গরাজি ১৮২০ সালে যখন এগ্রিকলটুরেল ও হার্টিকলটুরেল সোসৈটি নামে ঐ সভা সংস্থাপিত হয় তদবধিই সভার প্রধান উদ্যোগ এই আছে যে চিনি রেশম তামুক তুলা ইত্যাদি প্রধান বাণিজ্য দ্রব্য যে কোন অন্য দেশে উত্তম জন্মে তাহাই ভারতবর্ষে জন্মাইয়া এদেশের ধন বৃদ্ধি করেন এবং দেশের ধন বৃদ্ধি করিলে রাজারও লভ্য আছে এমত রাজমন্ত্রিরদিগের অবগতি করাইলে এসভা নিৰ্ব্বাহাৰ্থ রাজ্যাধিপ সভাকে বিংশতি সহস্র মুদ্র প্রদান করেন ও তাহাতেই ঐ সভাকর্তৃক ক্লষি কৰ্ম্মের পরীক্ষার্থ এক চাষ বাটী নিৰ্ম্মাণার্থ ৪৫০০০ টাকা ও তাহার কৰ্ম্ম নিয়মিত নিৰ্ব্বাহহেতু বার্ষিক দশ সহস্র টাকা দানাঙ্গীকার করেন । এই ধন সভার হস্তগত হওয়াতে তত্ৰাধ্যক্ষেরা এমত এক তালিকা প্রকাশ করেন যে যে ব্যক্তিরা পূৰ্ব্বোক্ত দ্রব্যাদি উত্তম জন্মাইয়া সভায় কৃতকাৰ্য্যত দর্শাইতে পারিবেন তাহারা খুরস্কার প্রাপ্ত হইবেন কিন্তু কি ক্ষোভের বিষয় যে ১৮৩০ সালে যখন এই বিষয়ক কৰ্ম্ম উত্তমরূপে নিৰ্ব্বাহ হইতে লাগিল তাহার দুই বৎসর পরেই অর্থাৎ ১৮৩৩ সালেই সভার পূৰ্ব্বোক্ত ধন যাহা এক প্রধান বাণিজ্যালয়ে লিপ্ত ছিল তাহ দেউলিয়া হওয়াতে সভাও ধনহীন হইলেন তন্নিমিত্ত সভা যেমত আশা করিয়াছিলেন তাহ সিদ্ধ হইল না এবং চাষ পরীক্ষ স্থানের কৰ্ম্ম অগত্যা রহিত করিতে হইল । এই সভাকর্তৃক কৃষি কৰ্ম্মের যখন উত্তমালোচনা হইতেছিল তখন শ্ৰীযুত কোর্ট অফ ডৈরেকটরের আমেরিকা দেশীয় অর্থাৎ আকলগু জিয়র্জিয়া সি আইলেণ্ড এবং ডেমরের নামক স্থানস্থ তুলার বীচ তুলা পরিষ্কারের এক যন্ত্র সম্বলিত কলিকাতার চাষ বাটতে ঐ সভার অধীনে প্রেরণ করেন অপিচ ১৮৩১ সালে তদ্রুপ বীচ আরো প্রেরণ করেন ঐ তুলার বীচ নানা দেশে রোপণার্থ কলিকাতার কৃষি সমাজ স্থানে২ প্রেরণ করেন তাহাই নানা দেশে রোপিত হইয়া যেমত ফলিয়া যে রূপ লভ্যকর হইয়াছে তাহার বিবরণ ১৮৩২ সালের আগষ্ট মাসের ঐ সভার বৈঠকে বিজ্ঞাপ্তি হয় যে তুলার প্রসিদ্ধ বাণিজ্যকার শ্ৰীযুত উইলিস সাহেব এইমত কহেন যে কলিকাতার নিকটে শ্ৰীযুত হেষ্টি সাহেব পরনেস্কুকে নামক আসল বীচ যাহার মূল্য ৭। পেনি তাহাই পূৰ্ব্বোক্ত বীচের দ্বারা উৎপত্তিতে ৬। পেনী পৰ্য্যস্ত মূল্য হইয়াছে। দ্বিতীয়ত পশ্চিম দেশ হইতে শ্ৰীযুত হগিন্স সাহেব লেখেন যে আমেরিকা দেশীয় তুলার বীচ হইতে যে গাছ তদেশে উৎপত্তি হইয়াছে তাহার শিম মূল্য বীচের শিমাপেক্ষা দ্বিগুণ বৃহৎ এবং তাহাতে যেমত উত্তম ভূল জন্মিয়াছিল তাহা সভাতে পাঠাইয়া নিবেদন করেন যে সভ্যেরাই তদগুণে চক্ষুস হইবেন । তৃতীয়তঃ টেবর দেশ হইতে তথাকার কমিস্তনর সাহেব লেখেন যে পরনেমুক যাহা তিনি স্বাধীনেই তদেশে রোপণ করাইয়াছিলেন তাহা তত্রস্থ লোকেরদের এত মনোরম্য হইয়াছে যে তাহাতে পুনৰ্ব্বার যে বীচ জন্মে তাহা যত কুড়াইতে পারিয়াছিল সে সমুদয়ই পুনৰ্ব্বার রোপণ করিয়াছে এবং তদেশস্থ লোকেরা যে ইহা এত প্রেরণ করিয়াছে তাহার কারণ এই কহে যে ইহাতে সার অধিক থাকে এবং