পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ $. ৩৫৭ তাহাতে জুরীর সাহেবের স্থানান্তর হইয় অল্পক্ষণের মধ্যেই প্রত্যাগতোত্তর কহিলেন যে উভয় আসামীই দোষী । পরে শ্ৰীযুত সর জন আডরি সাহেব আবদুল আমীনের প্রতি কহিলেন যে ইনি ৭ বৎসরপর্য্যন্ত দ্বীপান্তর অর্থাৎ মরিচ উপদ্বীপে প্রেরিত হউন এবং পীর খ৷ হাজি গী ৩ বৎসর কঠিন পরিশ্রম যুক্ত হরিণ বাটীতে কয়েদ থাকুন। [ গেজেট, জুলাই ১৫ ] ( ১১ জানুয়ারি ১৮৪০ । ২৮ পৌষ ১২৪৬ ) আমরা শুনিলাম যে কলিকাতার এক জন জমীদার বারাণস হইতে স্বগৃহে আগমন কালীন ভগল পুরের বাজারে ৪০ টাকা মূল্যে এক গোলাম ক্রয় করিয়া লইয়া আসিয়াছেন । এবং তিনি কহিলেন যে তদিবসে সেই বাজারে দাসদাসী প্রায় ২০২৫ জন বিক্রয় হইয়াছিল । [ জ্ঞানাম্বেষণ ] ( ৯ জানুয়ারি ১৮৩৬ । ২৬ পৌষ ১২৪২ ) রাণীগঞ্জের কয়লার আকর –আলেকজান্দর কোম্পানির ইষ্টেটসম্পকীয় রাণীগঞ্জের কয়লার আকর গত শনিবারে নীলামহওয়াতে বাবু দ্বারকানাথ ঠাকুর ৭০ ০০০ টাকাতে তাহা ক্রয় করিয়াছেন। ঐ আকর পূৰ্ব্বে অত্যুৎসাহি জোন্স সাহেবের ছিল। ঐ সাহেব প্রথমেই এতদ্দেশে কয়লা বাহিরকরাতে ভারতবর্ষীয় লোকের তাহার অত্যন্ত বাধ্য হইয়াছেন । ( ৩০ জানুয়ারি ১৮৩৬ । ১৮ মাঘ ১২৪২ ) চুচুড়ায় বরফ —স্কট সাহেবের গেজেটে প্রকাশিত এক পত্রে দৃষ্ট হইতেছে যে জাস্থআরি মাসের প্রথম ২০ দিবসপৰ্য্যন্ত চুচুড়ার বরফকুণ্ডে ২১৮৬ মোন বরফ উৎপন্ন হইয়াছে এবং ঐ বরফ মোন করা ১০ টাকা অবধি ১৩ টাকাপৰ্য্যস্ত বিক্রয় হইতেছে । ( ১৮ মার্চ ১৮৩৭ ৬ চৈত্র ১২৪৩ ) ধন প্রাপণার্থ মৃত্তিকাখনন —সকলই অবগত আছেন দিল্লীনগরের আট অংশের একাংশ লোকেরদের এতদ্রুপে দিনপাত হয় যে ঐ সকল লোক স্ব২ গৃহহইতে অতিপ্রত্যুষে গিয়া দিল্লীর প্রাচীন২ ভগ্ন অট্টালিকা স্থান খনন করিয়া যাহা পায় তাহ লইয়া দিবাবসানে গৃহে আইসে এবং যদ্যপি তাহারা তাহাতে ধনী না হউক তথাপি অনায়াসে গুজরান করিতে পারে কিন্তু কখনই এমত বহুমূল্য বস্তুও পায় যে তস্থার একেবারে ধনী হয় । [ দিল্লী গেজেট ] ( ১৬ সেপ্টেম্বর ১৮৩৭ ৷ ১ আশ্বিন ১২৪৪ ) বাবু প্ৰসন্নকুমার –.মেদিনীপুর জিলায় ভুয়ামুতা পরগনে বাবু প্রসন্নকুমার ঠাকুরের হুদা পশ্চিম মশারানামক যে তালুক তাহার বার্ষিক রাজস্ব ৩২৮৭ টাকা দেওয়া যায়।.