পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ । צט'פא উপস্বত্বের অৰ্দ্ধেকের অধিক কর বসান যাইবে না । অতএব ভূম্যধিকারিরদের সনন্দ কৃত্রিম হইলেও যদি তাহারা অৰ্দ্ধেক উপস্বত্ব ভোগী হন তবে বোধ করি যে ভূমি বাজেয়াপ্ত করণেতে র্তাহারদের প্রতি যে নির্দয়াচরণের ভয় ছিল তাহা দূর হইবেক । কিন্তু এই আজ্ঞা প্রকাশ হওনের পূর্বে যে সকল ব্যক্তিরদের ভূমিতে অধিক কর নির্দিষ্ট হইয়াছে র্তাহারদের বিষয়ে কি করিতে হইবে । আমরা বিলক্ষণরূপে জানি যে র্তাহারাও গবর্ণমেণ্টের নিকটে এমত দরখাস্ত করিবেন যে এইক্ষণে অন্যান্য ভূম্যধিকারিরা যেরূপ ভোগবান হইবেন তদ্রুপ অনুগ্রহ আমরাও পাইতে পারি। গবর্ণমেণ্ট যদ্যপি তাহারদের প্রার্থনা সফল করেন তবে আমারদের পরম সন্তোষ জন্মিবে। এইক্ষণে ভূমির কর মৃন করণ বিষয়ক আজ্ঞা আমরা নীচে প্রকাশ করিলাম । “আমার প্রতি নিষ্কর ভূমির উপস্বত্বের অৰ্দ্ধেক কর বসাওন বিষয়ক এই আজ্ঞা প্রকাশ করণের হুকুম হইয়াছে যে শ্ৰীলশ্ৰীযুক্ত কৌন্সলের প্রসিডেন্ট সাহেব শ্ৰীলশ্ৰীযুক্ত গবরনর জেনরল বাহাদুরের সম্মতিক্রমে আজ্ঞা করিয়াছেন যে বঙ্গদেশ ও বিহার ও উড়িষ্যার দেশের মধ্যে বাজেয়াপ্ত করণের হুকুম অনুসারে যে সকল নিষ্কর ভূমি কর বসাওনের যোগ্য এবং চিরকালীন বন্দোবস্তের উপযুক্ত হয় সেই সকল ভূমির বন্দোবস্ত যদ্যপি পূৰ্ব্বকার লাখেরাজদারেরদের সঙ্গে হয় তবে রায়তেরা যে খাজনা দেয় তাহার অৰ্দ্ধেক কর স্বরূপ বসান যাইবে কিন্তু যদি পূৰ্ব্বকার লাখেরাজদার অপনি ঐ ভূমিতে কৃষি করেন তবে তাহার উপস্বত্বের অৰ্দ্ধেক কর বসান যাইবে । “কোন্সলের শ্ৰীলশ্ৰীযুক্ত প্রসিডেন্ট সাহেব আজ্ঞা করিয়াছেন যে গত জুলাই মাসের ১৫ তারিখে আমার যে পত্র তোমার নিকটে প্রেরিত হইয়াছে এবং তাহাতে এমত হুকুম ছিল যে যেপৰ্য্যন্ত এই কল্প সম্পন্ন না হয় সেই পৰ্য্যন্ত এই২ প্রকার ভূমির উপরে উপস্বত্বের অৰ্দ্ধেকের অধিক কর বসান যাইবে না সেই পত্র তোমারদের প্রাপ্ত হওনের তারিথে বঙ্গদেশের শ্ৰীলশ্ৰীযুক্ত ডেপুটি গবরনর সাহেব কর্তৃক যে সকল ভূমির বন্দোবস্ত মঞ্জুর হয় নাই সেই ভূমির বিষয়ে উপরি লিখিত হুকুম চলিবেক ।” ( ১৮ জানুয়ারি ১৮৪ ও । ৬ মাঘ ১২৪৬ ) নিষ্কর ভূমি —কিয়ৎকাল হইল পাঠকমহাশয়েরদিগকে জ্ঞাপন করিয়াছিলাম যে গবর্ণমেণ্ট অতি বদান্তত পূৰ্ব্বক এই নিশ্চয় করিয়াছেন যে ১৮৩৮ সালের জুলাই মাসের পর অবধি যত ভূমি বাজেয়াপ্ত হইয়াছিল তাহার উপর কেবল অৰ্দ্ধেক কর বসান যাইবে । এই অনুগ্ৰহেতে যে সকল লোকের ভূমির উপরে কোন কর স্থাপন হয় নাই তাহারদের মহা সন্তোষ জন্মিল এইক্ষণে শুনা গেল যে ঐ সন্তোষ সৰ্ব্বসাধারণের হয় এই নিমিত্ত গবৰ্ণমেণ্ট স্থির করিয়াছেন ষে ১৮২৮ সালের ৩ আইন ক্রমে যত নিষ্কর ভূমির উপর কর নিদ্ধাৰ্য্য হইয়াছে সেই তাবৎ ভূমির উপর অৰ্দ্ধ কর নিরূপিত হইবে । ইহা হওয়াতে আমারদের বোধ হয় যে 8●