পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Wooly- সংবাদ পত্রে মেকান্ডেনৰ কথা ইঙ্গলওঁীয়েরদের প্রথমাবস্থায় গবর্ণমেণ্টকতৃক এতদ্দেশীয় লোকেরদিগকে যদ্রুপ পরাক্রম ও বেতন প্রদত্ত হয় তাহা প্রায় অবিশ্বাস্ত । তৎকালীন ইঙ্গলওঁীয় কৰ্ত্ত মহাশয়েরদের এমত বোধ হইল যে এতদ্দেশীয় লোকের প্রতি যত অধিক পরাক্রম অর্পণ হইতে পারে তত অধিক দেশের মঙ্গল ও ইঙ্গলওঁীয়েরদের রাজ্যের স্থৈৰ্য্যসম্ভাবনা । দেশীয় মুখ্য শাসনকৰ্ম্ম কৌন্সেলি সাহেবেরদের হস্তে অৰ্পিত থাকিল বটে কিন্তু তাবৎ প্রকৃত পরাক্রম অর্থাৎ সাধারণ ব্যক্তিরদের চক্ষুগোচর দেদীপ্যমান যে পরাক্রম তাহা দেশীয় লোকেরদের হস্তেই অৰ্পণ হইল । তিন স্ববাসম্পৰ্কীয় তাবৎ আদালতের কার্য্য বিনাপ্রতিবন্ধকতায় ও বিনাশায়নরূপে এতদ্দেশীয় লোকেরদিগকে দেওয়া গেল এবং এতদেশীয় প্রধান কৰ্ম্মকারক সাম্বৎসরিক ৯ লক্ষ টাকার নূ্যন নহে বেতন পাইতেন অর্থাৎ এইক্ষণকার তাবৎ ভারতবর্ষের গবর্নর জেনরল বাহাদুরেরদের বেতনাপেক্ষ তিন গুণ অধিক । কিন্তু তৎপর কএক বৎসরের মধ্যে একেবারে ঐ নিয়মের সমূল পরিবর্তন হইল এবং গবর্ণমেণ্ট বিরুদ্ধপক্ষ অবলম্বন করিলেন । পূৰ্ব্বে এতদেশীয় লোকেরদের হস্তে তাবৎ পরাক্রমই অৰ্পিত ছিল পরে বিশ্বাস্ত ও ঝুকির সমুদায় কাৰ্য্যহইতে হঠাৎ এতদ্দেশীয় লোকেরদিগকে রহিত করিতে নিয়ম করিলেন । তৎসময়ে কর্তা মহাশয়েরদের মনে এমত জ্ঞানোদয় হইল যে সরকারীকাৰ্য্য নির্বাহাৰ্থ যদনুসারে এতদেশীয় লোকের নিযুক্ত হন তদনুসারে প্রজাগণের দুঃখবৃদ্ধিহওনের সম্ভাবনা অতএব অসীম দানশোঁওতার পথ পরিত্যাগ করিয়া তাহারা অতিসঙ্কুচিত কাপণ্যবত্মর্ণবলম্বী হইয়া সন্ত্রম ও লাভজনক সমগ্র কৰ্ম্মহইতে দেশীয় লোকেরদিগকে চু্যত করিলেন । এবং এতদেশীয় যে কৰ্ম্মকারক সৰ্ব্বাপেক্ষ উচ্চপদস্থ র্তাহাকে ৫০০ টাকার নূ্যন বেতন নিৰ্দ্ধাৰ্য্য করিলেন। এতদ্রুপে দেশীয় লোকেরদিগকে বহিস্করণসময়েই ইউরোপীয় সিবিলসম্পৰ্কীয় সাহেবেরদের অপূৰ্ব্ব রূপ বেতন বৃদ্ধি হইল ঐ বৃদ্ধির কারণ সম্প্রতিকার সদর দেওয়ানী আদালতের জজ শ্ৰীযুত কোর্টনি স্মিথ সাহেব পার্লিমেণ্টের কমিটি সাহেবেরদের সমক্ষে ব্যক্তকরত কহিলেন যে অন্যায়রুপে টাকা লওনের কোন ওজোর না থাকে এইনিমিত্ত বেতন বৃদ্ধি হয় । এইক্ষণে সরকারীকার্য্যের নিয়মের পুনৰ্ব্বার রূপান্তর হইয়াছে প্রায় চল্লিশ বৎসরাবধি এতদেশীয় লোকেরদিগকে গবর্ণমেণ্টের কার্য্য স্পর্শ করিতেও না দিয়া এইক্ষণে দৃষ্ট হইল । ষে তাহারদের কি জ্ঞান কি সভ্যতা প্রায় বৃদ্ধি হয় নাই এবং এইক্ষণে উপলব্ধি হইতেছে ষে পূৰ্ব্বাপেক্ষ তাহারদিগকে অধিক পরাক্রম ও গৌরব ও অধিক বেতন দেওয়া সৰ্ব্বতোভাবেই উচিত। অতএব এই বিবেচনা সফলকরণার্থ তাহারা বিচারাসনে উপবেশন করিতে এবং ইউরোপীয়েরদের সহকারিতারূপে বিচার করিতে এবং অতিগুরুতর , মোকদ্দমাসকল নিম্পত্তি করিতে ক্ষমতাবিশিষ্ট হইলেন । নিয়মের এতদ্রুপ পরিবর্তনহওয়াতে আমারদের পরমহলাদ হইয়াছে কারণ এই যে পরিশেষে ইহাতে দেশের পরমমঙ্গল হইবে এমত প্রত্যয় আছে। আমারদের আরো এই প্রত্যয় আছে যে গবর্ণমেণ্ট পূৰ্ব্ববং বিরুদ্ধবত্মাবলম্বন করিয়া