পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७१२ BBD CBB BBBDD DBB LL ( ৮ আগষ্ট ১৮৩৫ । ২৪ শ্রাবণ ১২৪২ ) কলিকাতার মাজিস্ত্রেট —এতদ্দেশীয় ও ইষ্টিণ্ডিয়ান মহাশয়েরদিগকে মাজিস্ত্রেটা কৰ্ম্মে নিযুক্ত করিতে পার্লিমেণ্ট যে আজ্ঞা দিয়াছিলেন তাহ প্রতিপালনার্থ গবর্ণমেণ্ট নিশ্চয় করাতে এই সপ্তাহে নীচে লিখিতব্য মহাশয়েরা কলিকাতার মাজিস্ত্রেটা কৰ্ম্মে স্বকৃতিকরণপূর্বক নিযুক্ত হইলেন। বিশেষতঃ শ্ৰীযুত বাবু দ্বারকানাথ ঠাকুর ও শ্ৰীযুক্ত বাবু রাধাকাস্ত দেব ও শ্ৰীযুত জেম্স স্কিড সাহেব । - ( ৮ মার্চ ১৮৩৪ ৷ ২৬ ফাল্গুন ১২৪০ ) শ্ৰীযুত দর্পণপ্রকাশক মহাশয় সমীপেষু —.পূৰ্ব্বে এ প্রদেশে অর্থাৎ বঙ্গদেশে লোকসকলের গমনাগমনবিষয়ে দুষ্ট লোকদিগের ভয়প্রযুক্ত অত্যন্ত শঙ্কার বিষয় ছিল তাহাতে মনুষ্যসকল নির্ভয়চিত্তে গমনাগমন করিতে পারিত না পরে যদবধি শ্ৰীলশ্ৰীযুক্ত রাজ্যাধিপতি অর্থাৎ ইঙ্গরেজ বাহাদুর রাজ্য প্রাপ্ত হইয়াছেন তদবধি ক্রমশঃ বিশেষরূপ অনুসন্ধান ও শাসনকরাতে অনেক নিবারণ হইয়া যদ্যপিস্যাৎ গমনাগমনের বিষয়ে আশঙ্কা প্রায় রহিত হইয়াছিল তথাচ জিলা মুরশিদাবাদের নিকটবৰ্ত্তি পলাসিনামক প্রচরন্দ্রপ বিখ্যাত এক স্থান আছে তৎস্থানস্থ দস্থ্যভয় ব্যাপককালপর্য্যস্ত সম্যকপ্রকারে নিবারণ হয় নাই তদনুরূপ জিলা কৃষ্ণনগরের শামিল বাগের খালনামক এক প্রসিদ্ধ স্থান এবং কলিকাতার সান্নিধ্য কোননগর জাড়িয়াদহ টিটেগড় এবং চাপদানিপ্রভৃতি এই সকল স্থানেও মধ্যে২ শঙ্কা ছিল কিন্তু বিশেষরূপ ব্যাপককালপর্য্যন্ত জিলা হুগলির শামিল ডুমুরদহনামক এক প্রচরন্দ্রপ স্থান ঐ স্থানঅবধি গুপ্তিপাড়াপর্য্যন্ত ইহার অন্তঃপাতি কামারডেঙ্গির খালপ্রভৃতি মধ্যে২ যে সমস্ত স্থান আছে ইহাতে জলপথে কি স্থলপথে নিৰ্ব্বিল্পে গমনাগমনের অত্যন্ত ব্যাঘাত ছিল যদ্যপি রাজশাসনের দ্বারা অনেক নিবারণ হইয়াছিল তথাপি মধ্যে২ ঐ দুরাত্মা নিৰ্দ্দয়দিগের নিষ্ঠুরতা ব্যবহার প্রকাশহওয়াতে বিশেষরূপে শঙ্কা নিবারণ হয় নাই কারণ হিন্দুদিগের ভারতবর্ষীয় মহোৎসব শ্ৰীশ্ৰীy শারদীয়া পূজার প্রাক্কালে জুরাত্মাদিগের কুকৰ্ম্ম ক্রমিক প্রকাশ হইয়াছে এই স্কুল লিখিলাম। যদি সম্পাদক মহাশয় অনুগ্রহপূর্বক ভাষান্তর অর্থাৎ ইঙ্গরেজী ভাষায় মুদ্রাঙ্কিত করিয়া দুষ্টদিগের দমনপ্রযুক্ত রাজার স্বগোচরার্থ আপনকার প্রশংসনীয় পত্রে প্রকাশ করেন তবে ইহাতে তাবৎ লোকের আহলাদ জন্মে এবং উপকার আছে এই সমস্ত বিষয় শাসনের নিমিত্তে কএক নিয়ম প্রস্তাব করিতেছি যদ্যপি রাজার গ্রাহোপযুক্ত হয় তবে গ্রাহ করিলেও করিতে পারেন । , তদ্বিশেষ ঐ দুরাত্মাসকলে শূন্তোপরি ভ্রমণ অথবা বাস করে এমত নহে বিশেষরূপ রাজশাসনের দ্বারা অবশ্য নিবারণ হওয়া কোন বিচিত্রকথা পূৰ্ব্বে যেমত অত্যন্ত অত্যাচার ছিল তাহাও রাজশাসনের দ্বারা ক্রমে অনেক লাঘব হইয়াছিল এতদ্বর্ষে উভয় পাশ্বে রাজধানীঅবধি স্থানে২ ঐ সকল কুকৰ্ম্মশালি দুরাত্মা ব্যক্তিদিগের প্রাচুর্তাব অত্যন্ত