পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y©ጫ¢ মংবাদ পত্রে ক্টেনকালের কথা রক্ষণজন্য যে হুকুম ছাদের হইবেক তাহ আগামি পত্রে প্রকাশ পাইবেক বিজ্ঞাপন মিতি তারিখ ১ জুন ১৮৩৪ সাল। কস্যচিদর্পণপাঠকস্ত । মোকাম হুগলি । ( ১৩ সেপ্টেম্বর ১৮৩৪ ৷ ২৯ ভাদ্র ১২৪১ ) ...শ্ৰীযুত ডেবিড ক্রেমিকেল স্মিথ সাহেব সাবেক সেসন জজ ধৰ্ম্মাবতারের বিচারে রাধা সরদারের বিধিমত দুশ্চরিত্র বিশেষতঃ পূৰ্ব্বোক্ত কবিরহাটর গঞ্জে রাজকৃষ্ণ দের গোলাতে ডকাইতী করিয়া রূপচাদ চৌকিদারকে বধকরা মোকদম রাধার উপর নিশ্চিত সাব্যস্ত হইয়া চূড়ান্ত হুকুম সাদের জন্ত সন হালের ৭ জুলাই তারিখে শ্ৰীযুক্ত হাকেমান আলিসান সদর নিজামতের হুজুরে মিছিল প্রেরিত হইয়াছিল। তাহাতে হাকেমান ধৰ্ম্মাবতারেরদের সূক্ষ্মবিচারে সেসন জজসাহেবের রায় এক্য হইয়া দুষ্টের দমন ও প্রজাবর্গের আপদ নিবারণজন্য রাধা সরদারের প্রাণদণ্ডকরণ ও তৎসঙ্গিগণের মধ্যে মঙ্গরু ও সেবক চামারকে দ্বীপান্তর প্রেরণ এবং মধু মালা ও গোপাল চঙ্গকে যাবজ্জীবন কারাগারে বদ্ধরাখণ ও রাধার কালাস্তক সেথ গোলাম হোসেন নাজিরকে ৩০ ০ ও থানা বঁাশবেড়ের দারোগা গোলাম আলীকে ১১০ এবং তৎসমভিব্যাহারি বরকন্দাজপ্রভৃতিকে যথাসম্ভব পারিতোষিকে পুরস্কৃতকরণের হুকুম আসিবাতে ১৮৩৪ সালের ২৫ আগস্ত মোতাবেক ১২৪১ সালের ১০ ভাদ্র সোমবারে দশ ঘণ্টাসময়ে উদ্বন্ধনে রাধা সরদারের প্রাণদণ্ড হইয়াছে। সকলের আনন্দজনক দুষ্ট দুরাত্মার প্রাণদণ্ডদর্শনে যাদৃশ লোকের সমৃদ্ধি হইয়াছিল বোধ হয় মহা২ বারুণীযোগে ত্রিবেণীতে ৬ ভাগীরগীস্বানে এবং ৬ দফর খ৷ গাজী পীরের মেলাতেও তাদুশ সমারোহ হয় না ।. ( ১৪ জুন ১৮৩৪ । ১ আষাঢ় ১২৪১ ) শ্ৰীযুত দর্পণপ্রকাশক মহাশয় সমীপেযু। জিলা চব্বিশপরগনার মাজিস্ত্রেটসাহেব চুরি ডাকাইতি রহিতের নিমিত্তে ঘাট ও রোদগস্তি এবং প্রতি গ্রামে সকল পাড়াতে নাগরা তৈয়ার করিয়া রাথিতে এবং সকল চৌকীদারদিগকে এক২ নাগরা ও তির ধতুক ও বল্লম তৈয়ার করিয়া দিতে এবং জমীদারের আমলা ও মণ্ডল প্রজারদিগকে হাতিয়ারবন হইয়া সমস্ত রাত্রি রোদগস্তি করিতে এবং সকল ঘাটতে এক২ ঘর করিতে দফ২ পরওয়ানা জারী করিতেছেন পরওয়ানার হুকুম মাফিক জমীদারের আমলা মণ্ডল ও প্রজা ঘাট ও রোদগস্তি করিয়া রাত্ৰিজাগরণে প্রাণান্ত এবং অশেষমতে খুবচান্ত হইতেছে তাহাতে দস্থ্যভয়নিবারণ ও প্রজাবর্গের ধন প্রাণ রক্ষণ হইতে পারে না কারণ দস্থ্যর সঙ্গোপনে ডাকাইতি করে না অকুতোভয়ে মশাল জালাইয়া দ্বার ভাঙ্গিয় ডাকাইতি করে তাহারদিগের ভয়ানকদর্শনে ও চীৎকারশব্দে গ্রামস্থ লোক হৃৎকম্পে মরে গ্রামের লোক নাগরার শব্দে একত্র হইয়া কি করিতে পারে তৎকালে দস্থ্যরদিগের নিকটে যাওয়া যমালয় গমনকরা সমান সহস্র ছাগল এক ব্যঞ্জকে কি