পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\లిaty মgবাদ পত্রে মোকালের কথা অধিক কাল বিলম্বের বিষয় নহে ইহাতে পরওয়ানার পেয়াদার মেয়াদ ৫ রোজ পাওয়া অতিঅসঙ্গত কাছারিতে জমীদারের মোফ তার হাজির থাকে তাহাকে পরওয়ানা দিয়া রসিদ লইলে নাহক জেরবারী হয় না ডাকাইতদিগকে দমন করা এদেশের জমিদারের আমলা ও প্রজার সাধা নহে জমিদারি কাছারিতে ডাকাইতী করিয়া খুনখারাব করে থানার আমলা অপাত্রপ্রযুক্ত তৎকালে ভয়ে পলায়ন করে দস্থ্যরা তাহারদিগকে মশক পিপীলিকা জ্ঞান করে পল্টনের সারজন সিপাই রোদগস্তি করিলে দস্থ্যরদিগের ভয় প্রদর্শন হইতে পারে অথবা হিন্দুস্থানি বলবান সাহসি জোঁয়ান জমাদার ও বরকন্দাজ থানায় নিযুক্ত হইয়া চৌকি পহরার ও রোদগস্তির বিহিত তদারক করিলে প্রতুল হইতে পারে কিমধিকং বিজ্ঞেম্বিতি । ( ১৪ নবেম্বর ১৮৩৫ । ২৯ কাৰ্ত্তিক ১২৪২ ) শ্ৰীযুত দর্পণপ্রকাশক মহাশয়বরাবরেষু —.জিল নদীয়ায় ইহার পূর্বে ১৮৩৪ সাষ্ট্রে সাবেক মাজিস্ত্রেট সাহেবের আমলে এক বৎসরের মধ্যে ২২ স্থানে ডাকাইতি হইয়া আমরা নদীয়া জিলাস্থ তাবল্লোক বিশেষতঃ যাহারদিগের কিঞ্চিৎ সংস্থান আছে তাহারা দস্থ্যভয়ে এমত ভীত ছিলেন যে কেহ রাত্রিকালে স্বচ্ছন্দে নিদ্রা যাইতে পারিতেন না । বরঞ্চ কেহ২ সপরিবারে রাত্ৰিযোগে আপন২ ধন কড়ি দ্রব্যসামগ্ৰী লইয়া আত্ম গৃহ পরিত্যাগপূর্বক দরিদ্র লোকের কুটীরঘরে জাগৃতরূপে কালযাপন করিত ও সৰ্ব্বদা পথে ঘাটে বিশেষতঃ রাত্ৰিযোগে গ্রামান্তর যাইতে হইলেই প্রাণসংশয় হইত ইহাতে উক্ত সাহেবের কিছু দোষ ছিল না বরঞ্চ হজরের প্রধান২ আমলার এ বিষয়ের নিবারণে অচেষ্ট থাকিয়া দুষ্ট লোকেরদিগের সহায়তাবলে কলে কৌশলে সাহেবকে একে আর শুনাইয়। এমত চেষ্টা পাইতেন না যে সম্যকপ্রকারে দুষ্টদমন শিষ্ট পালন হয় । এবং আমারদিগের মন্দপ্রালব্ধজন্যই এমত ঘটনা হইয়াছিল। এইক্ষণে নদীয়া জিলাস্থ তাবৎ লোকের অত্যন্ত সৌভাগ্যজন্য অতিস্থপণ্ডিত পক্ষপাতরহিত বিচারক্ষম নিরুপম শ্ৰীযুত রাবট হালকেট সাহেবের উক্ত পদে উক্ত জিলায় শুভাগমনহওয়াতে উপরের লিখিত দস্থ্যভয় এককালে রহিত হইয়াছে। দস্থ্যভয় কি ক্ষুদ্র২ চৌর্য্যভয় যাহা কোনপ্রকারে কোন হাকিমের আমলে নিবারণ হয় নাই তাহার এমত স্বল্পতা হইয়াছে যে আর কিয়দিন উক্ত পক্ষপ তেরহিত হাকিমের অবস্থিতি ঐ জিলায় হইলে । এককালে নিবারণ হইতে পারে এবং সাহেবমৌসুফের এক প্রধান গুণ এই যে কোন আমলার কথা শুনিয়া কৰ্ম্ম করেন না আপন চক্ষে তাবৎ কাগজপত্র দৃষ্টি করিয়া মোকদ্দমার হুকুম দেন ইহাতেই এমত সুশৃঙ্খলব্ধপে দস্থ্যভয় নিবারণ হইতেছে । পরন্তু উক্ত বিচারকর্তার রুপায় ও উত্তম আয়োজনে উলা ও গোবরডাঙ্গাপ্রভৃতি গণ্ড ও ক্ষুদ্র গ্রামসকলে এমত রাস্ত ও পন্থা ও পুলসকল বান্ধাইয়া দিতেছেন যে তদদ্বারা পরস্পর গ্রামসকলে বাণিজ্য সম্বন্ধীয় লোকেরদিগের গমনাগমনের অত্যন্ত স্থযোগ হইয়া দ্রব্যাদির তুমূল্যতার দিনং লাঘবতা ও হাট বাজার গোলা গল্পের উত্তরোত্তর উন্নতি হইতেছে। সাহেবের গুণ এ ক্ষুদ্র কত