পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ । - ©ኔም¢ হাওয়ালি জিলা এবং চব্বিশপরগনা জিলা এই দুই জিলা স্বতন্ত্রের ন্যায় গণ্য হইবে না কিন্তু চিৎপুর ও মাণিকতলা ও তাজীরহাট ও নয়হাজারি ও শালিকার থান চব্বিশপরগনার শামিল হইবে এবং এইরূপে যে জিলা নির্দিষ্ট হইল তাহা উত্তর কালে চব্বিশপরগনা জিলা নামে খ্যাত হইবে । ( ৯ জানুয়ারি ১৮৩৩ । ২৭ পৌষ ১২৩৯ ) শ্ৰীযুত দর্পণসম্পাদক মহাশয়েষ্ণু —নিবেদনমিদং আসামদেশান্তর্গত বড়নগর, বড়পেটা, বগড়িবাড়ী, বাউশী, নগরবেড়া, নামক পাচ পরগনা যাহা পূর্বে লোঅর আসামান্তঃপাতি ছিল সংপ্রতি বৰ্ত্তমান কমিস্তনরসাহেবের আজ্ঞানুসারে জিলা রঙ্গপুরের মোকাম গোয়ালপাড়ার কালেক্টরসাহেবের অধিকারভুক্ত হইয়াছে...ইতি ২২ দিসেম্বর সন ১৮৩২ । J. S. গুয়াহাটী আসাম । । سمیه ( ২৫ মে ১৮৩৩ । ১৩ জ্যৈষ্ঠ ১২৪০ ) ঢাকা জলালপুর জিলা ঢাকা জিলার শামিল হইল । r ( ১৬ ফেব্রুয়ারি ১৮৩৩ । ৬ ফাল্গুন ১২৩৯ ) অন্ত্যেষ্টিক্রিয়ার ক্লেশমোচন –এতন্মহানগরস্থ হিন্দুবর্গের শবসংস্কারক ব্রাহ্মণ ও মৰ্দ্দারফরাশপ্রভৃতিকতৃক অধিক মূল্য গ্রহণজন্ত অত্যন্ত ক্লেশ ছিল তাহ সৰ্ব্বজনহিতৈষি পরমদয়ালু শ্ৰীযুক্ত ডেবিড মেকফালন সাহেব ও শ্ৰীযুক্ত কাপ্তান জে ষ্টিল সাহেবের দ্বারা উক্ত ক্লেশনিবারণহেতুক হিন্দুবর্গ মহাশয়েরা আগামি শনিবার ১৬ ফেব্রুআরি তারিখে বেলা তিন ঘণ্টার সময়ে পোলীসের ঘরে প্রশংসাপত্র দিবেন অতএব পাঠকগণকে স্থগোচর করা গেল ইহাতে শ্ৰীলশ্ৰীযুক্ত মহারাজ কালীকৃষ্ণ বাহাদুরপ্রভৃতি প্রায় তিন শত মহুষ্যের সহী আছে ।–চন্দ্রিকা । - - ( ৫ অক্টোবর ১৮৩৩ । ২০ আশ্বিন ১২৪০ ) এতদেশীয় আসিষ্টান্ট চিকিৎসক —অতিবিশ্বাস ও সন্ত্রম ও লাভের পদ এতদ্দেশীয় লোকেরদিগকে প্রদানকরণের দ্বারা ভারতবর্মের মঙ্গল বৃদ্ধিকরণার্থ কি পৰ্য্যস্ত গবৰ্ণমেণ্টের চেষ্টা আছে তাহ পাঠকবর্গ জ্ঞাত থাকিবেন । সংপ্ৰতি এতদ্দেশীয় লোকেরদিগকে ডেপুটি কালেক্টর ও প্রধান সদর আমিনপ্রভৃতির কৰ্ম্মে নিযুক্ত করাই গবর্ণমেণ্টের স্বমানসের এক সুস্পষ্ট প্রমাণ । এইক্ষণে আমরা অত্যন্তাহলাদপূৰ্ব্বক আমারদের শ্ৰীলশ্ৰীযুত গবর্নর জেনরল বাহাদুরের পরমশিষ্ট ও দয়ালু পরমহিতৈষিতার অন্য এক চিহ্ন আমরা প্রকাশ করিতেছি। সৈন্তেরদের প্রতি সংপ্ৰতি যে এক আজ্ঞা হয় তাহাতে শ্ৰীলশ্ৰীযুত হুকুম দিয়াছেন ৰে 8忒