পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ মgখাদ শত্রে সৈনকালের কথা শ্ৰীযুত রামনারায়ণ ভট্টাচাৰ্য্য 6 о ঐ দেবদত্ত ভট্টাচাৰ্য্য 戟● ঐ চন্দ্রকুমার ভট্টাচাৰ্য্য § e ঐ কালীপ্রসন্ন ভট্টাচাৰ্য্য \o e ঐ রামহরি ভট্টাচাৰ্য্য S в ঐ দীননাথ ভট্টাচাৰ্য্য - S e ঐ তারাশঙ্কর ভট্টাচাৰ্য্য : е ( ৩ আগষ্ট ১৮৩৯ | ১৯ শ্রাবণ ১২৪৬ ) মেষ্টর মোয়ের সাহেব যিনি অনেক বার দানশীলতা প্রযুক্ত iস্বখ্যাত আছেন তিনি ংস্কৃত পাঠশালার ছাত্রদিগকে দুইশত কবিতা দ্বারা ভূগোল বিবরণ বর্ণনা করিতে কহিয়া ৫০ টাকা পারিতোষিক প্রদানার্থ কল্পনা করিয়াছেন । এই প্রকার পারিতোষিক অঙ্গীকার করাতে আমরা সংস্কৃত পাঠশালার ছাত্রেরদিগের প্রতি অনুরোধ করি যে তাহারা এতদ্বিযয়ে সক্ষম হইবেন । [ জ্ঞানান্বেষণ ] ( ৩ আগষ্ট ১৮৩৯ | ১৯ শ্রাবণ ১২৪৬ ) আমরা আহলাদপূর্বক প্রকাশ করিতেছি যে শ্ৰীযুক্ত পণ্ডিত মধুসূদন তর্কালঙ্কার গবর্ণমেণ্টের সংস্কৃত পাঠশালার এসিষ্টেণ্ট সিক্রেটরি পদে নিযুক্ত হইয়াছেন এই নিযুক্ত করণার্থ যিনি প্রস্তাব করিয়াছিলেন তাহার সদগুণের জ্ঞানের অতিশয় প্রশংসার নিমিত্ত এই নিয়োগ হইবে অতএব আমরা এই নিযুক্ত বিষয়ে আহলাদিত হইয়াছি বিশেষতঃ গবর্ণমেণ্ট ইঙ্গল ষ্ট্ৰীয় উত্তম জ্ঞানি বোধ করিয়া যাহাকে নিযুক্ত করেন তিনিও পণ্ডিতের সাহায্য ব্যতিরেকে এক পংক্তিও লিখিতে সমর্থ হয়েন না কেবল বাহিরে উপদেশ দেন বিশেষতঃ আমারদিগের অতিশয় আহলাদজনক হইয়াছে কারণ এতদেশীয় যে২ ব্যক্তি যখন ২ উত্তমরূপে আপনারদিগের গুণ ও জ্ঞান প্রকাশ করিতে পারেন তখন তাহারদিগকে আ২ পদে নিযুক্ত করেন।—জ্ঞাং নাং । ( ২২ ফেব্রুয়ারি ১৮৪৪ । ১১ ফণজ্বন ১২৪৬ ) মহাখেদার্ণবে নিমগ্নচিত্ত হইয়া লেখনী ধারণ করিয়া সম্পাদকীয় ধৰ্ম্ম রক্ষার্থ প্রকাশ করিতেছি যে সংস্কৃত কালেজস্থ স্যায় শাস্ত্ৰাধ্যাপক শ্ৰীলশ্ৰীযুত নিমাইচন্দ্র শিরোমণি এতল্লোক পরিত্যাগ করিয়াছেন উক্ত মহাশয়ের বিজ্ঞতার কথা কি কহিব যাহাকে ব্যাকরণ অলঙ্কার ন্যায় স্থতি বেদাস্ত প্রভৃতি দুরূহ শাস্ত্রগণ বিলক্ষণ জানিতেন এবং এতদ্দেশের অদ্বিতীয় दिख्ख-••॥-खांमांप्श्वयथ् ।