পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जमtज्ज లిyళవ বঙ্গদেশে নিদিষ্ট হইয়াছিল এবং যদ্যপি তদ্বারা গবর্ণমেণ্টের হস্তে অতিবড় পরাক্রম অপিত হইয়াছিল তথাপি সে সকল প্রবল ছিল না এবং তাহা সকলের ঘূণার্হই ছিল ঐ আইনের দ্বারা গবর্ণমেণ্টের প্রতি স্বেচ্ছাক্রমে কৰ্ম্মকরণের অনুমতি ছিল এবং গবৰ্ণমেণ্টের এমত পরাক্রম থাকা ইঙ্গলওঁীয়েরদের সর্বস্থানেই ঘূণ্যাবিষয়। যদ্যপি কোন গবর্ণমেণ্ট ঐ আইন জারী করিতেন তবে সৰ্ব্বসাধারণ লোকের অভিপ্রায়ের বিপরীত কৰ্ম্ম করাই হইত। শ্ৰীযুত লার্ড উলিয়ম বেন্টাঙ্ক কাৰ্য্যবশতঃ ছাপার কৰ্ম্মে স্বচ্ছন্দতার অনুমতি দেওনের পর কোন গবর্ণমেণ্ট ঐ আইন জারী করিতে পারিতেন না তবে যদি হাস্যাম্পদ ও অপমান হওনের বিষয়ে কিঞ্চিম্মাত্রও লজ্জা না থাকিত তবেই তাহ জারী করিতে পারিতেন । অতএব যদ্যপি ঐ আইন উত্তম হইত তথাপি তাহ অকৰ্ম্মণ্য এবং ঐ আইনের দ্বারা গবর্ণমেণ্ট কেবল ঘৃণাপাত্র হইতেন এইপ্রযুক্ত ঐ আইন বজায়রাখণ কেবল উন্মত্তত । এইক্ষণে ঐ আইনের বিষয় উত্থাপন করাতে যে সাহেব ঐ আইন নিৰ্দ্ধাৰ্য্যকরণ সময়ে গবর্নর জেনরল ছিলেন অর্থাৎ আদম সাহেব তাহার বিষয়ে আমার কিঞ্চিৎ বক্তব্য ঐ আইনের মূলই তিনি ইহা বলিয়া সকলে তাহার প্রতি দোষার্পণ করেন কিন্তু তিনি পৃথিবীর মধ্যে সৰ্ব্বাপেক্ষা উত্তম ও সরলাস্তঃকরণ ও হিতৈষিরদের মধ্যে এক জন গণ্য ছিলেন এবং তাহার আয়ুর মধ্যে অন্যান্য কৰ্ম্মবিষয়ে যেমন অতিসরলাভিপ্রায় এই প্রস্তাবিত আইনের বিষয়েও তেমন সরল নিৰ্ম্মল ছিল যদি তিনি এইক্ষণে জীবদ্দশায় থাকিতেন এবং সৰ্ব্বাপেক্ষা উচ্চপদস্থ থাকিতেন তবে ঐ আইন রহিতকরণের বিষযে তিনি অগ্ৰেই প্রস্তাব করিতেন ঐ অাইন তৎসময়ে অত্যাবশ্বক বোধ করিয়াছিলেন কিন্তু এইক্ষণে বর্তমান থাকিলে দেখিতেন যে তাহার কিছু প্রয়োজন ছিল না। ঐ আইনের বিষয়ে কিপর্য্যস্ত লোকের ঘৃণা আছে তাহা ইহাতে অতিস্পষ্ট দৃষ্ট হইতেছে যে তদ্বারা এ প্রাপ্ত ঐ আদম সাহেব অত্যন্তাপমানিত হইয়াছিলেন । ঐ সাহেব সৰ্ব্বপ্রকারেই প্রশংসার যোগ্য অত্যন্ত গুণশালী এবং সরকারী কার্য্যেতেও অতিসন্ত্রাস্ত হওয়াতে তিনি সন্ত্রম ও সদগুণের আধার ছিলেন যত লোক তাহাকে জ্ঞাত হইয়াছিলেন সকলই স্নেহ ও প্রশংসা ও সমাদর করিতেন । কিন্তু সাধারণ লোক তাহার বিশেষ পরিচয় না জানিয়া কেবল এইরূপে জানিল যে তিনি এই আইনের স্বষ্টি করিয়াছেন অতএব ঐ আইনের বিষয়ে যত ঘৃণা সে সকলই তাহার উপরে পড়িল । কলিকাতা ও আগ্র রাজধানীর অধীন দেশে আমারদের এই জিজ্ঞাসা কৰ্ত্তব্য হইল যে ঐ আইন রাখি কি রদ করি ঐ আইন সকলের এমত ঘৃণাৰ্ছ যে তাহা জারী করা অসাধ্য। ফলতঃ ঐ আইন অব্যবহার্য্যই ছিল । বোম্বাইর অন্তঃপাতি প্রদেশেও ঐ রূপ আইন ছিল কিন্তু ভারতবর্ষের অন্যান্ত স্থানে তদ্রুপ ছিল না অতএব আমারদের এই জিজ্ঞাসার বিষয় যে ঐ আইন যে২ প্রদেশে চলন নাই সেই সকল প্রদেশে চলন করা যাইবে কি না । এবং এইক্ষণে যে স্থানে ছাপাকরণের বিষয়ে সম্পূর্ণ অনুমতি আছে সেই স্থানে