পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जभोज्र \లిసి আন্দোলন হয় তখন মুদ্রাঙ্কিত পত্রাদির দ্বারা মহোপকার হইতে পারে কিন্তু যখন লোকেরা ইহ দেখে যে সরকারী কাৰ্য্যে লিপ্ত না থাকিলেও তাহারদের আচার ব্যবহার বিষয়ে সম্বাদপত্রে তিরস্কার করা যায় তখন তাহারদের বেদন জন্মে যেহেতুক পরহিতৈষিত কৰ্ম্ম করা যাহারদের অভিপ্রায় থাকে এমত ব্যক্তিরা যখন দেখেন যে র্তাহারদের অতিবড় শক্ৰ আছে ঐ শত্রু গোপনে থাকিয়া তাহারদের অনিষ্ট করিতেছে অথচ তাহারদের শক্ৰ তাচরণের কারণ র্তাহারা জানিতে পারেন না এবং তাহারদের রাগ শাস্তিকরণের কোন উপায় দেখেন না তথন সুতরাং তাহার থেদিত হন কিন্তু যে যন্ত্রে অর্থাৎ ছাপার দ্বারা তাহারদের অনিষ্ট হয় তাহার প্রতি র্তাহারা সুতরাং হেয় জ্ঞান করিতে পারেন । র্তাহার। অবশ্য বোধ করিবেন যে এই সকল কটুকটব্য কেবল শক্রতা ও অকারণ ঈর্ষাপ্রযুক্ত এবং তাহারদের কৰ্ম্ম ও আচার ব্যবহার অত্যুত্তম হইলেও গ্লানি নিবারিত হইতে পারে না । এইরূপে ছাপা কৰ্ম্মের যে প্রকৃত পরাক্রম তাহ বিলুপ্ত হয় এবং পরিশেষে এমত ঘটনা ঘটে যে যে দুষণ যথার্থরূপে হইলে লোকের মান্ত হইত এবং যদ্বারা লোকের ভয় জন্মিত তাহ অকারণ হওয়াতে একেবারে হেয় হয় এবং অযথার্থ দূষণও তাহার সঙ্গে মিশ্রিত হওয়াতে তাহা একেবারে অকৰ্ম্মণ্য হয় । আপনারা লিখিয়াছেন যে রাজ্যের উপস্থিত বিল্প দৃষ্টে যদ্যপি কখন মুদ্রণকরণের স্বচ্ছন্দতার অনুমতি কিঞ্চিৎকালের নিমিত্তও নিবৃত্তকরণের আবশ্যক হয় তবে কেবল আবশ্যকমতে ব্যবস্থাপক কৌন্সেল তাহ রহিত করিবেন এবং যাহাতে প্রত্যেক ব্যক্তি স্বরুত মুদ্রাঙ্কিত বিষয়ের দায়ী থাকে কেবল তদ্রুপ চিরস্থায়ী কোন প্রতিবন্ধকতা করিবেন। আপনারদের এই অভিপ্রায়ে আমার সম্পূর্ণরূপ মতের ঐক্য আছে এবং আমার ভরসা আছে যে লোকের উপরে মুদ্রণযন্ত্রের দ্বারা কোন অনিষ্ট না ঘটে এনিমিত্ত যে সকল ব্যবস্থা কৰ্ত্তব্য তাহা সম্ভাবানুসারেই করা যায় । আপনারদের এই ইচ্ছা জ্ঞাপন করিয়াছেন যে এই কল্পিত আইন সিদ্ধহওনপৰ্য্যন্ত আমি গবর্নর জেনরলীপদে থাকি আমারও একপ্রকার তদ্রুপ বাঞ্ছা আছে তাহার দুই কারণ প্রথম এই যে যে ব্যবস্থার দ্বারা ভারতবর্ষের ও মনুষ্যবর্গের মঙ্গলসম্ভাবনা তাহা সিদ্ধকরণের অংশী হইতে সুতরাং আমার ইচ্ছা আছেই। এবং ভারতবর্ষে অনেককালাবধি থাকিয়া এই আইন যে আমি নিৰ্ভয়ে জারী করিতে পারি ইহার ঝুকি আমার উপরেই থাকে নূতন গবর্নর জেনরলের উপর না থাকে এমত আমার ইচ্ছা। পক্ষান্তরে আরো এক বিবেচনা আছে তাহাতে যে মহানুভব সাহেব গবর্নর জেনরলীপদ গ্রহণ করিয়া আসিতেছেন তাহার উপরে এই আইন সম্পন্নকরণের ভার দেওয়া আমারও মানস । ইঙ্গলগুদেশীয় মহানীতিজ্ঞ রাজকৰ্ম্মকারকেরা সকলই মুদ্রাযন্ত্রবিষয়ে যে নিয়ত সপক্ষ এমত আমার বিশ্বাস আছে এবং যিনি আসিতেছেন তিনি স্বচক্ষেই দেখিয়াছেন যে মুদ্রাষন্ত্রের বিষয়ে যে দেশে প্রতিবন্ধকতা আছে সেই দেশ অতিজঘন্যের মধ্যে গণ্য এবং যে দেশে মুদ্রাকরণবিষয়ে কোন বাধা নাই সেই দেশ অত্যুৎকৃষ্ট ইহা জানিয়া তিনি এই বিষয়ে অধিক