পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ల్సిళీశ్రీ মংবাদপত্রে মোকালের কথা যে তদ্বারা এই অভিপ্রায় সিদ্ধির সুযোগ হইতে পারে । জমিদারেরদিগকে বিশেষ জ্ঞাপন করিতে হইবে যে এতদ্রুপ তত্ত্ব লওন দেশের পরম মঙ্গল ও হিতজনক হইবে । এবং তাহার এক মুখ্যাভিপ্রায় এই দেশের মধ্যে রোগের নূ্যনত হয় জমিদারেরদিগকে গবর্ণমেণ্টের এই অভিপ্রায় বিশেষ না জানাইলে কি জানি তাহার এইরূপ তত্ত্ব লওনের বরং ব্যাঘাতকও হইতে পারেন । * * ৪ । এতদ্দেশের তত্ত্ববিষয়ক বিদ্যা এইক্ষণে প্রায় দুর্লভ সুতরাং তদ্বিষয়ক অসুসন্ধান ক্রমে২ পাওয়া যাইতে পারে। কিন্তু শ্ৰীলশ্ৰীযুত এমত বোধ করেন যে গবর্ণমেণ্টের কাগজপত্র অন্বেষণ করিলে এবং বিষয়াভিজ্ঞ ব্যক্তিরদের স্থানে জিজ্ঞাসাবাদ করিলে এবং গ্রাম্য হিসাব ও বাজার হারের রেজিষ্টর ও চৌকিদারের টাক্সের হিসাবপ্রভৃতি তজবীজ করিলে তদ্বারা এমত উপায় পাওয়া যাইবে যে নীচে লিখিতব্য হারের অনুসন্ধান বিলক্ষণরূপে জ্ঞাত হওয়া যাইতে পারিবে । मैं ১ । লোকসংখ্যা । ২ । লোকের আহারের অপ্রতুল বা স্বপ্রতুলের কারণ ও ফল । ৩ । দরিদ্র লোকেরদের আহওয়াল অর্থাৎ উপজীবিকা প্রভৃতি । ৪ । মজুরেরদের বেতন । - ৫ । অপরাধের নিমিত্ত কারণ । ৬। লোকসংখ্যানুসারে মৃত্যুসংখ্যা । ৭ । সামান্ততঃ বিবাহেতে কত সন্তানোৎপত্তি। জিলার পরিমাণ ও ভূমির উৰ্ব্বরাচুর্বরাত্ব । লোকের আচার ব্যবহার । হিন্দু ও মোসলমান প্রভৃতির জাতীয় সংখ্যা । ৮ । এই সকল বিষয়ে আপনি ও আপনার অধীন কৰ্ম্মকারকের মনোযোগ না করিলে কিছু স্থিরহওনের সম্ভাবনা নাই । কিন্তু আপনি অবশ্য অবগত হইতে পারিবেন যে আপনার অধীন যে সকল প্রজালোক আছে উক্তপ্রকার দেশীয় নানা তত্ত্ববিষয়ক বিবেচনার দ্বারা তাহারদের নিতান্ত মঙ্গল হইবে । অতএব শ্ৰীলশ্ৰীযুত নিঃসন্দেহই এমত বিবেচনা করিতেছেন যে এতদ্রুপ হিতজনক গুরুতরবিষয়ক তত্ত্ব লওনে আপনি সাধ্যানুসারে উদ্যোগী হইবেন । ফোর্ট উলিয়ম ২৫ আপ্রিল ১৮৩৭ ৷ স্বাক্ষরীকৃত রস ডি মাঙ্গলস বাঙ্গণল গবৰ্ণমেণ্টের সেক্রেটরী । - সভা-সমিতি ( ১৮ সেপ্টেম্বর ১৮৩০ । ৩ আশ্বিন ১২৩৭ ) বহুবিধ সভা স্থাপনবিষয়ক —.-ধৰ্ম্মসভা স্থাপন বঙ্গবাগ বিচার সভা বঙ্গহিত সভা জ্ঞানসন্দীপননামী সভা ইত্যাদি কএক সমাজ স্থাপন হইয়াছে ইহা কালে প্রবল হইতে পারে ইহাতে দেশের মঙ্গল হইবেক তৎস্থাপকেরা এই অভিপ্রায়ে স্থাপন করিয়াছেন...।