পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ ... • * \రిషa ( ৬ আগষ্ট ১৮৩১ । ২২ শ্রাবণ ১২৩৮ ) বৈদ্য সমাজ —আমরা অবগত হইলাম যে শ্ৰীযুত খুদিরাম বিশারদ যিনি পূৰ্ব্বে ংস্কৃত কলেজের বৈদ্যপণ্ডিত ছিলেন তিনি যত্নবান হইয়া ৫ শ্রাবণ বুধবারে উক্ত সভা সম্পাদকত্ব ভার গ্রহণপূর্বক ষোড়াসাকোনিবাসি শ্ৰীযুত বাবু ভৈরবচন্দ্র বস্থজের দরুণ বাটতে তৎসভা সংস্থাপিত করিয়াছেন । তথায় বহুবিধ কবি কবিরাজ মহাশয়েরা সমাগত হইয়া সভা শোভাকরণ দ্বারা আয়ুৰ্ব্বেদ পাঠ করিবেন। এ অতি কুশলের বিষয় যেহেতু এক্ষণে অনেক বৈদ্য যথার্থ রূপ ঔষধ ও কোন দ্রব্যের কি গুণ তাহা জ্ঞাত নহেন. । [ চন্দ্রিকা ১৭ শ্রাবণ ] ( ১৩ আগষ্ট ১৮৩১ । ২৯ শ্রাবণ ১২৩৮) বৈদ্য সমাজবিষয় –গত ১৭ শ্রাবণের চন্দ্রিকায় বৈদ্য সমাজ স্থাপন সমাচার প্রচার হইয়াছে ঐ স্বসম্বাদ প্রভাকর পত্ৰহইতে অত্রপত্রে অতুবাদ করা গিয়াছে মাত্র এক্ষণে তদ্বিষয়ে যাহা অবগত হইয়াছি তাহ অদ্য প্রকাশ করিলাম । গত ১৬ শ্রাবণ রবিবার উক্ত সমাজের এক বৈঠক হয় তাহাতে অনেকানেক চিকিৎসক বৈদ্যদিগের সমাগম হইয়াছিল সম্পাদক বিশারদকতৃক সমাজের অভিপ্রায় ব্যক্ত হইল । সমাজের চিরস্থায়িত্বনিমিত্ত এবং অভিপ্রায়মত কৰ্ম্ম সৰ্ব্বদা সুসম্পন্নজন্ত নিয়মপত্রের পাণ্ডুলেখ্য পাঠ হইবায় তদ্বিষয়ে যাহার যে বক্তব্য ছিল ব্যক্ত করিলেন । শুনিয়াছি শ্ৰীযুত বাবু রামকমল সেন অনেক বক্তৃতা করিয়াছেন যদ্যপিও তিনি চিকিৎসক বৈদ্য নহেন কিন্তু তাহার নানাবিষয়ে বিজ্ঞতা আছে এজন্য সমাজ স্থাপনের রীতিনীতি কৰ্ত্তব্যাকৰ্ত্তব্যবিষয়ে অনেক পরামর্শ প্রদানে সক্ষম। সমাজের অভিপ্রায় এই শুনিয়াছি যে এপ্রদেশে এক্ষণে অনেক জাতীয়েরা চিকিৎসা করিতেছেন তাহাতে তাহারদিগের অধিকার নাই যাহা হউক র্যাহার যে স্বেচ্ছা তদনুসারে কৰ্ম্ম করুন কিন্তু বৈদ্য চিকিৎসকদের উচিত যে স্থানে রোগিকে অন্য জাতীয় চিকিৎসক ঔষধ দিবেন তথায় ইহারা হস্তাপণ করিবেন না । এবং ঐ সমাজদ্বারা নানাবিধ ঔষধ প্রস্তুত হইবে ইহা বৈদ্যভিন্ন কোন জাতীয়কে বিক্রয় করিবেন না অপর কোন চিকিৎসক যদি কোন স্থানে কঠিন রোগের উপশাস্ত্যর্থ তদ্বিবরণ লিখিয়া সমাজে জ্ঞাত করান তবে সমাজাধ্যক্ষ পণ্ডিত চিকিৎসকেরা যথাশাস্ত্র ঔষধাদির ব্যবস্থা লিখিয়া দিবেন যাহাতে সঞ্জাতির মানহানি না হয় । এবং যথাশাস্ত্র ঔষধাদিদ্বারা লোকসকল রোগহইতে মুক্ত হইতে পারেন ইত্যাদি বিষয়ের বিশেষ চেষ্ট হইবে । সমাজের নিয়মাদির বিশেষ আমরা যাহা জ্ঞাত হইতে পারিব তাহাও পাঠকবর্গকে অবগত করাইতে বিলম্ব করিব না । - এই সমাজবিষয়ে আমারদিগের কিঞ্চিং লেখ! আবশ্যক এজন্য লিখি পাঠকবর্গ বিশেষ মনোযোগ করিবেন । চিকিৎসাবিষয়ের বিভ্রাটে ধন ধৰ্ম্ম জাতি প্রাণ নষ্ট হইতে পারে অর্থাৎ