পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8as মংবাদ শত্রে মোকালের কথা নিষ্কর ভোগি ব্রাহ্মণের প্রত্যুষে প্রতুষ্যে গাত্ৰোখানপূর্বক একান্তচিত্তে ভূপতির মঙ্গলেচ্ছা করিয়া থাকেন তবে আতপভোগি ব্রাহ্মণের যুদ্ধ বিষয়ে তীর ধন্থক তলওয়ার বন্দুক ইত্যাদি ধরিয়া রাজার সহায়তা করিতে সংপূর্ণরূপে অক্ষম স্বতরাং ইহাতে র্তাহারা অসভ্য হইলেও হইতে পারেন । পরস্তু ইন্দ্রিয়াদি স্থখের বিষয়ে যাহা লেখেন তাহ সৰ্ব্বসাধারণের পক্ষেই নূ্যনাধিক জানিবেন অনেক সাহেব লোকেরাও তাহাতে আচ্ছন্ন আছেন। যদি ইন্দ্রিয়েরা বশজন্য র্তাহারদের স্থাবরাদি বলপূর্বক হরণ করা শ্রেয় হয় তবে এদেশের মধ্যে ধনি ও মহাজন এবং অপরাপর জমিদার মাত্রেই ইন্দ্রিয়স্থখে আসক্ত অতএব তাহারদিগের বিভব সমুদয় বলদ্বারা হরণ করিলে ভূপতির দেন। পরিষ্কার হইয়া রাজভাণ্ডার পরিপূর্ণ থাকিতে পারিবেক এইক্ষণে রামলোচন বাৰু, তাহারদিগের সেই পরামর্শ দেউন ইহাতে ভূপালের প্রাণাপেক্ষাও প্রিয় হইতে পারিবেন এবং এতদ্ভিন্ন নৃপতির ঋণ পরিশোধের অন্য কোন উপায় দেখি না । r ( ৩১ ডিসেম্বর ১৮৩৬ । ১৮ পৌষ ১২৪৩ ) শ্ৰীযুত বঙ্গভাষাপ্রকাশিকাসম্পাদক মহাশয়সমীপেযু। প্রশ্ন । রাজকর্তৃক নিষ্কর ভূমির করগ্রহণ করা উচিত কি না । বৰ্ত্তমান রাজ্যেশ্বরকর্তৃক যে সন ১৮১৯ সালের দ্বিতীয় তথা সন ১৮২৮ সালের তৃতীয় আইনানুসারে নিষ্কর ভূমির করগ্রহণার্থে মহান উদ্যোগ হইতেছে এ অকিঞ্চনের বিবেচনায় অন্যায় অবিচার বোধ হয় না যেহেতু তাবৎ রাজ্য যুক্তিসিদ্ধ চিরকালের নিয়ম এই যে দেশের উৎপন্ন দেশ রক্ষার্থ ব্যয় হইয়া থাকে অতএব আদেী জানা কৰ্ত্তব্য যে অম্মদাদির রাজ্যের উপস্বত্ব রাজ্য রক্ষার্থ ব্যয়ে সঙ্কলন হয় কি না যদ্যপি আমি রাজ্যের আয় ব্যয়ের সংখ্যা নিশ্চিতরূপে কহিতে অশক্ত কিন্তু সকলেই সুন্দর অবগত আছেন যে দেশরক্ষণ জন্য অনেক তঙ্ক ঋণ হইয়াছে এবং দেশের উপস্বত্বহইতে ব্যয় অধিক হইতেছে এস্থলে অবশু প্রণিধান কৰ্ত্তব্য যখন অন্য২রূপে মাস্থলাদি গ্রহণের প্রথা বর্জনীয় হইয়াছে নিষ্কর ভূমির করগ্রহণ ভিন্ন অন্য কি সছুপায়পূর্বক বিহিত ব্যয়ের সঙ্কলন হইয়া অন্মদাদির দেশ ঋণহইতে মুক্ত হইতে পারে এবং ইষ্টইণ্ডিয়া কোম্পানি দেশ রক্ষার্থে পূর্বে অনেক তঙ্ক নিজহইতে ব্যয় করিয়াছেন । ঐ টাকা তাহারদের যথার্থ প্রাপ্য তাহ কিরূপে পরিশোধ হইবেক যদি বাচ্য হয় ইঙ্গলওঁীয়ের রাজকৰ্ম্মকারী হইয়া অধিক টাকা বেতন লইতেছেন এমতে ব্যয়ের বাহুল্য হইতেছে একথা প্রমাণ বটে কিন্তু ইহার উত্তর আমাকে অত্যন্ত ক্ষোভিত হইয়া বলিতে হইল যে যদি অশ্বদাদির দেশের মনুষ্য অসভ্য এবং রাজকর্মে রাজশাসনে তথা যুদ্ধ বিগ্রহে অনভিজ্ঞ না হইতেন ও পরস্পর দ্বেষমৎসরতারহিত হইয়া নিরপেক্ষ হইতেন ও আমারদিগের কর্তৃক উক্ত ব্যাপারাদি যথোচিত স্কুচারুমতে নির্বাহ হইত স্বতরাং ইঙ্গলওঁীয়দিগকে অধিক দিয়া ব্যয় বাহুল্যকরণের প্রয়োজনাভাব ছিল । -