পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

89 о মংবাদ গুগত্রে সেনকালের কথা তাহার বক্তৃত৷ নানা রূপ করিলেন । ঐ চিকিৎসালয় স্থাপন করাতে তাবৎ মহাশয়েরদিগের অভিপ্রায় ও বক্তৃতার সারভাগ নীচে লিখিত হইল । সকল জাতীয় ধৰ্ম্মশাস্ত্র ও মতানুসারে মকুষ্যের প্রাণ রক্ষার্থে ধন দান ও সাহায্য করা যে গুরুতর পুণ্য ও লৌকিক এক মহা প্রতিষ্ঠার কারণ ইহাতে কেহ অস্বীকৃত নহেন প্রায় সকলে অবগত আছেন বিশেষতঃ ডাক্তর সাহেবদিগের দ্বারা জানা যাইতেছে যে অনেক দীন দুঃখি লোক কম্পজর ইত্যাদি নানা রোগে পীড়িত হইয়া চিকিৎসা ও যত্নাভাবে নষ্ট হইতেছে। যদ্যপি কিয়ংকালাবধি এই মহানগরে দুই চিকিৎসালয় এক চাদনি চকে দ্বিতীয় গরানহাটা স্থানে স্থাপিত আছে কিন্তু গরানহাটার চিকিৎসালয় চাদনিচকের আরোগ্যালয়হইতে ক্ষুদ্র আর গরানহাটা ও চাদনি চক প্রায় ডেড় ক্রোশের অধিক ব্যবধান ইতি মধ্যে ও ইহার চতুসীমাবচ্ছিন্ন ভূরি২ লোকের বসতির স্থান ঐ মধ্যবৰ্ত্তি স্থানের স্থায়ি ব্যক্তিসকল পীড়িত হইলে উক্ত চিকিৎসালয় দ্বয় বহু দূরস্থ বিধায় ও স্বর্ঘ্যের উত্তাপ ইত্যাদি ব্যাঘাষ্ঠ নিমিত্তে উক্ত দুই স্থানের কোন স্থানে যাইতে অশক্ত হয়। স্বতরাং তাহারদিগের নিরাময়ার্থে কোন যত্ন ও চিকিৎসা হইতে পারে না অতএব অত্যন্ত উচিত জানা যাইতেছে যে ঐ দুই স্থানের মধ্যে মেছুয়া বাজারের নিকটবর্তি কোন বিশেষ স্থানে তৃতীয় এক চিকিৎসালয় স্থাপন করা হয় এবং ঐ চিকিৎসালয়েতে এরূপ প্রণালি করা যায় যে রুগ্ন ব্যক্তিরা যে কেহ অভিলাষ করে ও অশক্তপর হয় অক্লেশে অনায়াসে ঐ স্থানে থাকিয়া আপন২ পীড়ার চিকিৎসা ও শুশ্রুষা করায় এবং ঐ স্থানে পীড়িত ব্যক্তিদিগের থাকিবার জন্তে পৃথক ২ স্থান নির্ণয় ও চিহ্নিত থাকিবেক । যে কোন বর্ণের সহিত অন্য বর্ণের সংস্পর্শ না হয় । যাহাতে জাতীয় ও ধৰ্ম্ম বিষয়ে কোন ব্যাঘাতের আশঙ্কা না থাকে পরস্তু এ অভিলাষ সিদ্ধ হওয়া এদেশস্থ ধনি শিষ্ট বিশিষ্ট ব্যক্তিদিগের সাহায্য ও দয়াভিন্ন কোন মতে সম্ভবপর নহে ও এদেশস্থ প্রধান মহাশয়দিগের স্বদেশীয় লোকের উপকার নিমিত্তে উক্ত কৰ্ম্মে নানা রূপ সাহায্য করা অত্যন্ত শ্রেয় এবং এমত সন্দেহ নাই যে বিশিষ্ট ব্যক্তি মাত্রই এবিষয়ে বিশেষত মনোযোগ না করিবেন। কিন্তু যখন জানা যাইবেক যে তাবৎ মহাশয়েরদিগের কর্তৃক কিপর্য্যস্ত ধনের আমুকুল্য হইবেক তখন এবিষয়ের অধ্যক্ষ মহাশয়েরা ধনদাতাদিগের সহিত সভা করিয়া সকলের পরামর্শ মতে ঐ চিকিৎসালয় স্থাপন করিবার যেমত উচিত কৰ্ত্তব্য হুইবেক করিবেন। - কমিটির অধ্যক্ষ মহাশয়ের অভিপ্রায় করেন যে কোন মহাশয় এবিষয়ে অধিক ধন ৷ প্রদান করিবেন তাহার সৌরভ ও গৌরবার্থে এবং তাহার নাম চিরস্মরণীয় থাকিবার জন্যে ঐ চিকিৎসালয়ের মধ্যে কোন বিশেষ স্থান নির্ণয় করিয়া ঐ ধনদাতার নামে চিহ্নিত করিয়া দেন । এদেশস্থ মহামহিম মহাশয়দিগের মনোযোগপূর্বক প্রবিধান করা কর্তব্য যে ঐহিক পারমার্থিকের পুণ্য ও মুখ্যাতি ও স্বপ্রতিষ্ঠার নিমিত্তে ধন দান করার এই এক উত্তম পথ বটে। - -