পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

、8>8 মgবাদপত্রে মেনকালের কথা এতদেশীয় চিকিৎসালয়ে নিযুক্ত কৰ্ম্মকারকবর্গ। ১ মোসলমান হকিম মাসিক ● * * “ኣ¢ ১ হিন্দু কবিরাজ శ్రీ \2 يج ১ তদধীন কবিরাজ • • • ঐ :سی ২ ঔষধ প্রস্তুতকারক ... శ్రీ > & ১ মুহুরীর శ్రీ & ১ পাচক; ব্রাহ্মণ લૈ & ২ পাচক মোসলমান శ్రీ བ༽ ১ ভিত্তিওয়ালা લૈ 8 ১ মেহতর ရွှံ၊ 8 ৩ দরওয়ান ও হরকরা લૈ SS శ్రీ 8 ( ১ জুলাই ১৮৩৭ ৷ ১৯ আষাঢ় ১২৪৪ ) বৰ্দ্ধমান —অসহ গ্রীষ্মপ্রযুক্ত সংপ্রতি বৰ্দ্ধমানে ওলাউঠ রোগে অনেকের প্রাণত্যয় হইতেছে। প্রতিদিন ৩০৪ জন করিয়া মরিতেছে। যেহেতুক ১৮ তারিখপৰ্য্যন্ত বৃষ্টিমাত্র না হওয়াতে নানা স্থানীয় লোকেরদের দিবাভাগে অত্যন্ত গ্রীষ্মপ্রযুক্ত কৰ্ম্ম করিতে না পারাতে রজনীযোগে পরিশ্রম করিতে হইয়াছিল। সম্ৰান্ত লোক ( ১৯ জুন ১৮৩০ । ৬ আষাঢ় ১২৩৭ ) কালীনাথ ] রায় চৌধুরীর জ্ঞাতি ও সপিণ্ডের মধ্যে প্রায় একশত জনেরো অধিক মান্ত বিশিষ্ট জমীদার ছিলেন ও আছেন তিনশত বৎসর হইল তাহারদের মধ্যে দুই জন জমীদার আপনারদের সোশীল্য ক্রমে মুসলমান বাদশাহকতৃক রাজত্বপদ প্রাপ্ত হন কিন্তু ঐ উপরে উক্ত দুই জন রাজা ইউরোপীয় সাহেবেরদের মুনশিগিরি কি সরকারগিরি কৰ্ম্মের দ্বারা কি উৎকোচ প্রদানেতে ঐ মহাপদপ্রাপ্ত হন নাই। বিশেষতঃ ঐ রায় চৌধুরীর পূর্ব পুরুষ প্রতাপাদিত্যনামক এক জন বঙ্গদেশের পূর্বদিক্‌স্থপ্রদেশে স্বাধীনত্বরূপে রাজত্ব করেন । এবং আকবরশাহ তাহাকে দমনকরণার্থে যে সেনাপতি প্রভৃতিকে প্রেরণ করেন তাহারদিগকে বহুকালপর্য্যস্ত যুদ্ধকরণের দ্বারা নিবারিত করেন।