পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ 8$(' ( ১৯ জুন ১৮৩০ । ৬ আষাঢ় ১২৩৭ ) এইক্ষণে ১৮৩০ সাল সুপ্রিম কোর্ট স্থাপিত হইয়াছে ৫৬ বৎসর হইল ইহার মধ্যে এই নগরের কত লোক কাঙ্গাল হুইয়াছে তাহ বলিতে পারি না যেহেতুক যাহারদিগের মোকদমা স্বপ্রিম কোর্টে গিয়াছে সে সংসার প্রায় ছারখার রাজা আমারদিগের মঙ্গলার্থে কোর্ট স্থাপন করিয়াছেন এবং অতিবিজ্ঞ ধাৰ্ম্মিক বিচারক বিচারকর্তা তাহাতে নিযুক্ত করিয়া থাকেন হতভাগারদিগের ভাগ্যে স্থঙ্ক বিচার হইলেও অমঙ্গল ঘটে যেহেতুক খরচার দায় প্রায় ধনের শেষ হয় এবং সুপ্রিম কোর্টে মোকদ্দমায় প্রবৃত্ত হইলে বাদী বিবাদী অন্য কোন কৰ্ম্ম করিতে পারে না সুতরাং ধনোপার্জনে নিবৃত্ত থাকিয়া ধনক্ষয়ে প্রবৃত্ত হয় যদি বল ধনী সকল আপন ধন মৃত্যুকালে যথাশাস্ত্র বিবেচনামতে উত্তরাধিকারিরদিগের দেয় না এই কারণে বিবাদ হয় সুতরাং স্কপ্রিম কোর্টে স্বন্ধ বিচারপ্রাপ্ত হইতে যায় ইহা সত্য কথা কিন্তু আমি জিজ্ঞাসা করি এই নগর মধ্যে ধনী ও বিবেচক গ্রগণ্য বাৰু নিমাইচরণ মল্লিক খ্যাত ছিলেন এবং স্কপ্রিমকোর্টের রীতি বিলক্ষণ জানিতেন অপর পণ্ডিতসমূহের সহিত সৰ্ব্বদা সহবাস ছিল তাহার বিবেচনার ক্রট স্বীকার করিতে পারা যায় না তিনি মৃত্যুর পূৰ্ব্বে যে উইল বা ইচ্ছাপত্র অর্থাৎ আপন সম্পত্তি র্যাহাকে যাহা দেয় তাহা কএক পত্র করিয়া যান তদ্বিশেষঃ ! বাৰু নিমাইচরণ মল্লিক আপন মৃত্যুর কিঞ্চিৎকাল পূৰ্ব্বে শ্ৰীযুত বাবু রামগোপাল মল্লিক ও শ্ৰীযুত বাবু রামরত্ব মল্লিকের নামে এক উইল করেন যে র্তাহার মৃত্যুর পরে তাহার সম্পত্তি হইতে র্তাহার পুত্র দুই জন এবং শ্ৰীযুত বাবু রামতনু মল্লিক বাবু রামকানাই মল্লিক শ্ৰীযুত বাবু রামমোহন মল্পিক বাৰু হিরালাল মল্লিক শ্ৰীযুত বাবু সরূপচন্দ্র মল্লিক ও শ্ৰীযুত বাবু মতিলাল মল্লিক এই আট জনে প্রত্যেকে তিন লক্ষ টাকা করিয়া পাইবেন অবশিষ্ট কোম্পানির কাগজ নগদ তালুক ও বাটী ও ভূম্যাদি ও এলবাস পোশাক ও সোণারূপার গহনা ও বাসন ও জওয়াহেরপ্রভৃতি সম্পত্তির কৰ্ম্মকৰ্ত্ত ঐ দুই জন এবং ঐ দুই জনে পিতার দেন দিবেন পাওনা আদায় করিয়া লইবেন ও পিতামাতার শ্রাদ্ধ সপিণ্ডীকরণ করিবেন আর সর্বদা পুণ্য কৰ্ম্ম করিবেন যখন যে যে পুণ্যকৰ্ম্ম কিম্বা অন্য কৰ্ম্ম করিবেন তখন তাহারদিগের অন্য ছয় সহোদরকে জিজ্ঞাসা করিবেন তাহাতে র্তাহারা সম্মত হন তবে আট সহোদর মিলিয়া সে কৰ্ম্ম সম্পন্ন করিবেন সম্মত ন হন তবে তাহারা দুই জনে যাহা ভাল বুঝেন তাহা করিবেন তাহাতে কেহ কোন আপত্তি করেন সে অগ্রাহ এবং আর এক কোডেন্সেল করেন তাহাতে ঐ দুই জনকে অনেক পুণ্যকৰ্ম্ম করিতে আজ্ঞা দেন এবং আর দুই কোভেসেল করেন তাহাতে দশ হাজার টাকা করিয়া ঐ দুই জনের নিকট রাখিয়া তাহার দুই কন্যাকে প্রতিবৎসর আট শত টাকা করিয়া উপস্বত্ব দিতে আজ্ঞা করে ১২১৪ সালের কাৰ্ত্তিক মাসে বাৰু নিমাইচরণ মল্লিকের যে দিবস ৮ প্রাপ্তি হয় তাহার তৃতীয় দিবসে ঐ ছয় সহোদর ঐ দুই সহোদরের নামে হুপ্রিম কোর্টে বিল ফাইল করিলে ধারামত এনসোএর ও উভয় পক্ষের সাক্ষ্য সাৰুদ হইয়া ডিক্ৰী হয় যে নিমাইচরণ মল্লিক যে উইলপ্রভৃতি