পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8Xbo মংবাদ পত্রে মেকালের কথা ( ৪ জুন ১৮৩১ । ২৩ জ্যৈষ্ঠ ১২৩৮ ) বাবু রাঘবরাম গোস্বামির মৃত্যু —গত শনিবার ২৮ মে শ্রীরামপুর নগরের শ্ৰীযুত বাৰু রঘুরাম গোস্বামির জ্যেষ্ঠ ভ্রাতা বাবু রাঘবরাম গোস্বামির ৮ প্রাপ্তি হইয়াছে। ( ১৮ এপ্রিল ১৮৩৫ । ৬ বৈশাখ ১২৪২ ) ...বাৰু রঘুরাম গোস্বামী শহর শ্রীরামপুরে জন্মিয়াছেন এবং বাল্যকালাবধিই ঐ শহরে সপরিবার বাস করিতেছেন। ইনি পূর্বে পামর কোম্পানির দেওয়ান ছিলেন . . ( ১৯ নবেম্বর ১৮৩১ । ৫ অগ্রহায়ণ ১২৩৮ ) গত মঙ্গল বাসরীয় তিমিরনাশক পত্রে তৎপত্র সম্পাদক মহাশয় লেখেন যে পাথুরিয়াঘাট নিবাসি ৮ বৈদ্যনাথ মুখোপাধ্যায় মহাশয়ের পুত্ৰ শ্ৰীযুত রাজনারায়ণ মুখোপ সংবাদ সুধাকরনামক এক অধৰ্ম্মপত্রের অংশিদার হইয়াছেন যেহেতু তিনি শ্ৰীশ্ৰী জগদ্ধাত্রী পূজার ব্যবস্থাপত্র উক্ত পত্রে প্রকাশ করিয়াছেন তদ্বিষয়ে অম্মদাদির বক্তব্য যাহা তাহ প্রকাশ করিতেছি পাঠক মহাশয়েরা বিবেচনা করুণ যে এইক্ষণে কালের কিরূপ বিপরীত গতি হইয়াছে। তিমিরনাশক পত্র দৃষ্টে কিছু আমরা বিশ্বাস করি নাই যে রাজনারায়ণ মুখে বিধৰ্ম্মপত্রের এক জন প্রধান অংশী এ বিষয়ে আমরা বিশেষ অনুসন্ধানদ্বারা জ্ঞাত হইলাম যে তিনি উক্ত পত্রের সাহায্যকারী এতৎপ্রযুক্ত অত্যন্ত আশ্চৰ্য্যহইতে হইল যেহেতু মুখোপাধ্যায় মহাশয় অতিধাৰ্ম্মিক ও বড় বৈষ্ণব এবং মংস্যইত্যাদি আহার করেন না ও স্বহস্তে পাক করিয়া ভোজন করেন এবং মদককৃত ও ভৃত্যআনীত মিষ্টান্নসকল গ্রহণ করেন না এবং সতত হরিনামের মালা ধারণ করিয়া ইষ্টদেবতার নাম স্মরণ করেন এবং ঐ মহাশয় তুলসীমাহাত্ম্যবিষয়ক এক গ্রন্থ নানাপুরাণের প্রমাণ সংগ্রহদ্বারা রচনা করিয়াছেন এবং অতিশয় ধৰ্ম্মতৎপর ও ধৰ্ম্মকৰ্ম্মের মৰ্ম্মী হইয়া যে কুপথাবলম্বি সম্পাদকের সহকারী হইবেন ইহা স্বপ্নের অগোচর কিন্তু এইক্ষণে চমৎকার বোধ হইল ষে পরমেশ্বর কাহার কখন কিরূপ গতি মতি প্রদান করেন কেননা যিনি অধৰ্ম্মের নাম শ্রবণে খড়গ হস্ত হইয়া উঠেন তিনি এককালে কালের গুণে অধৰ্ম্মে অঙ্গ সমর্পণ করিয়াছেন হায় কাল মাহাত্ম্য দেখ দেখি ঐ সুধাকরপত্রে আদ্যাবধি অদ্যপর্য্যন্ত কেবল ধৰ্ম্মের দ্বেষ কুলীনের নিন্দা ও হিন্দুর অশ্রাব্য যে সব বিষয় তাহাই কেবল উদিত হইতেছে ইহা দেশ বিদেশীয় মহাশয়েরদের বিলক্ষণরূপে স্বগোচর আছে । ইহা দেখে শুনে ও লোক নিন্দ শ্রবণে শ্রবণেও যে মুখুচ্ছে বাৰু প্রেম বাবুর প্রেমসাগরে গড়াগড়ি যাইতেছেন। • • • • • • • সং প্রং । * ( २० জুলাই ১৮৩৯ । ৫ শ্রাবণ ১২৪৬ ) অতি বিলপনীয় ঘটনা –হিন্দু কলেজের সেক্রেটরী অথচ এক বাণিজ্য কুঠার মহাজন অতি সম্রাস্ত শ্ৰীযুত বাবু লক্ষ্মীনারায়ণ মুখোপাধ্যায়ের ষোড়শবর্ষ বয়স্ক ভগবান