পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

838 মনংবাদ পত্রে সেকালের কথা y রামজয় বন্দ্যোপাধ্যায় ঐ গ্রামনিবাসি জবনেরদিগের বলাৎকারে উত্ত্যক্ত হইয়া ৮ বাৰু নিমাইচরণ মল্পিক মহাশয়ের শ্রাদ্ধের পর কলুটোলায় পাকা ইষ্টকনিৰ্ম্মিত বাসস্থান প্রস্তুত করিয়া বসতি করেন । তদবধি চন্দ্রিককার কলিকাতা নিবাসী । ... ( ১০ সেপ্টেম্বর ১৮৩৪ ৷ ২৬ ভাদ্র ১২৪১ ) চন্দ্রিকাসম্পাদক মহাশয় সংপ্রতি শ্ৰীক্ষেত্রহইতে প্রত্যাগত হওয়াতে স্বীয় পত্রে তদ্বিষয়ক নানা উক্তি প্রকাশ করিয়াছেন । ( ১১ ফেব্রুয়ারি ১৮৩২ । ৩০ মাঘ ১২৩৮ ) কাজীওলকোজ্জাতের মৃত্যু —কলিকাতার সদর দেওয়ানী আদালতে কাজীওলকোজাত অর্থাৎ প্রধান মহম্মদীয় দায় ও সাহস ব্যবস্থাপকের পদে বৰ্দ্ধমান জিলার চৌঘরিয়া গ্রামনিবাসি কাজী সএদ হামেদওল্লা সাহেব নিযুক্ত ছিলেন সংপ্ৰতি আমরা অত্যষ্ঠ দুঃখসহ প্রকাশ করিতেছি যে সংপ্ৰতি কাজী হামেদল্লা সাহেব আপন দেশে গিয়া পরলোকগমন করিয়াছেন অনেক দিবসহইতে ইনি পীড়িত ছিলেন এবং সংপ্রতি বায়ু সেবনাৰ্থ দেশে গমন করিয়াছিলেন ইহঁার বয়ঃক্রম অধিক হইয়াছিল এবং রাজকৰ্ম্ম নিম্পন্ন করিবার জন্য অধিক ক্লেশও স্বীকার করিতে পারিতেন না অথচ কৰ্ম্মসমাধাবিষয়ে কোন ক্রটি হইত না ইনি সদর দেওয়ানীতে অনেককালাবধি মুফতী ছিলেন এবং মৌলবী বাশেদের মৃত্যুর পর কাজীওলকোজগতের পদ প্রাপ্ত হন । ( ১৯ মে ১৮৩২ । ৭ জ্যৈষ্ঠ ১২৩৯ ) ...লার্ড ক্লাইব সাহেবের দেওয়ান মহারাজ নবকৃষ্ণ তেঁহ নবাব সেরাজদ্দৌলার সহিত যুদ্ধে উদ্যোগী স্থবাজাতের বন্দোবস্তের কৰ্ত্ত র্তাহার দ্বারা কোম্পানি বাহাদুরের সরকারের যে উপকার হইয়াছিল এবং তাহাতে তেঁহ ষেপ্রকার প্রতিপন্ন হইয়া সরফরাজ হইয়াছিলেন সে স্বখ্যাতি সৰ্ব্ব দেশ বিখ্যাত কৌন্সেলে , তাহার লিপি আছে। গবর্নর বেন্সীডর [Wansittart] সাহেবের দেওয়ান রামচরণ রায় । গবর্নর বেরন্স [Vereist] সাহেবের দেওয়ান গোকুলচন্দ্র ঘোষাল গবর্নর হেষ্টিং সাহেবের দেওয়ান কান্ত বাবু রায়রায় রাজা গুরুদাস পরে মহারাজ রাজবল্লভ । এবং খালিসার দেওয়ান গঙ্গাগোবিন্দ সিংহ ইহঁারা সকলে বিশ্বস্তরূপে সরকারের কৰ্ম্ম স্বশৃংখলে করিয়া মুখ্যাত্যাপন্ন হইয়াছেন কোনপ্রকারে কাহার অপযশ হয় নাই –সহ-চং । * • , ( ১৬ সেপ্টেম্বর ১৮৩৭ ৷ ১ আশ্বিন ১২৪৪ শ্ৰীযুত দর্পণসম্পাদক মহাশয় সমীপেষু —.কলিকাতা রাজধানীর দক্ষিণ খিদিরপুরনামক গ্রাম যথায় ৮ দেওয়ান গোকুলচন্দ্র ঘোষাল মহাশয়ের বাসস্থান র্যাহার পুণ্য কীৰ্ত্তি খ্যাতি