পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪২৬ মংবাদপত্রে সেনকালের কথা ( ২৭ জুন ১৮৩২ । ১৫ আষাঢ় ১২৩৯ ) - - - - - - বাবু রাধাকান্ত দেবের সঙ্গে যদ্যপিও আমারদিগের তাদৃশ আলাপাদি নাই তথাপি আমরা ইহা জানি ষে যখন র্যাহার সঙ্গে তাহার আলাপাদি হইয়া থাকে সে অতিশিষ্টতারূপ । তাহার ধৰ্ম্মবিষয়ক আচার ব্যবহারেতে চন্দ্রিকাম্প্রকাশক মহাশয় যাহা কহিবেন স্বতরাং তাহাই আমারদের বিশ্বাস্ত। উক্ত বাৰু স্বয়ং বিবিধ বিদ্যাতে বিদ্বান এবং সাধারণ বিদ্যাধ্যাপনের প্রধান পোষক ও প্রয়োজক ইহা কে না অবগত আছেন । তিনি প্রথমাবধি হিন্দু কালেজ ও স্কুল বুক সোসৈটি ও হিন্দু পাঠশালার কৰ্ম্মে অন্যাপেক্ষ অত্যন্ত মনোযোগী আছেন এবং চন্দ্রিকাম্প্রকাশক মহাশয়াপেক্ষ অগ্রসর হইয়া তিনি স্বদেশীয় বালিকারদের বিদ্যাধ্যয়নের বিষয়েও পোষকতাচরণ করিয়াছেন। স্মরণ হয় যে ১৮২২ সালের আরম্ভকালে ত্ৰিশ জন বালিকার বিদ্যার পরীক্ষা লইতে র্তাহার বাটীতে দেখা গিয়াছে। কলিকাতার মধ্যে প্রথম যে হিন্দু কন্যারা বিদ্যাশিক্ষার্থ বিদ্যালয়ে আনীত হয় সে ঐ বালিকার । এবং শ্ৰীমতী বিধি উইলসনের পাঠশালাতে যে অনেকবার বালিকাগণের পরীক্ষা হয় সে স্থানেও ঐ বাবুকে আমরা দেখিয়াছি বোধ হয় এবং তিনি বালিকারদের যাহাতে বিদ্যা শিক্ষাতে উত্তেজনা হয় এমত অনেক প্রস্তাব্যোপদেশ তাহারদিগকে দিয়াছেন এবং বিদ্যালাভে কীদৃশ উপকার এমতও তাহারদিগকে অনেক উপদেশকত করিতে র্তাহাকে দেখা গিয়াছে । আমরা ইহাহইতেও অধিক বাবুকে প্রশংসা করিতে পারি তাহার কিয়ং জমীদারী দিয়া আমারদের গমনাগমন থাকাতে তাহার কতক প্রজারদের সঙ্গেও পরিচয় আছে অতএব আমরা সানন্দে লিখিতেছি জমীদারস্বরূপেও তিনি অতি সদ্ধিবেচক ও প্রশংসাপাত্র এমত আমরা তি হইয়াছি। * * * * * * ( ১৪ অক্টোবর ১৮৩৭ । ২৯ আশ্বিন ১২৪৪ ) [ কোন পত্রপ্রেরকহইতে । ] দরবার —গত ৪ অক্তোবর তারিখে বেলা ৪ ঘণ্টার সময় গবর্ণমেণ্ট হোসে শ্ৰীলশ্ৰীযুত লাড অকলও গবর্নর জেনরল বাহাদুরের দ্বারা এক দরবার হয়। যৎকালীন শ্ৰীশ্ৰীযুত গবর্ণমেণ্টের এবং স্বীয় সেক্রেটরী অর্থাৎ শ্ৰীযুত মাকনাটন সাহেব ও শ্ৰীযুত কালবিন সাহেব এবং অমাত্যবর্গ সমভিব্যাহারে এক বিশেষাগারে আগমন করিলেন তৎসমকালে শ্ৰীযুত নওয়াব তহবার জঙ্গ বাহাদুর ও শ্ৰীযুত নওয়াব হোসাম জঙ্গ বাহাদুর ও শ্ৰীযুত মহারাজ রাধাকান্ত বাহাদুর ও শ্ৰীযুক্ত মহারাজ কালীকৃষ্ণ বাহাদুর ও শ্ৰীযুত রাজা নৃসিংহচন্দ্র রায় বাহাদুর স্বং পদানুসারে যথাক্রমে মৰ্য্যাদাপুরসরে শ্ৰীশ্ৰীযুতের সমীপোস্থিত হইয়া সাদরে গৃহীতানস্তর আতর ও পান প্রাপণে বিদায় হইলেন । - অপর রাজোপাধিনিমিত্ত রাজা রাধাকান্ত বাহাদুর খেলায়ৎস্বারা সম্বৰ্দ্ধিত হইলেন । - -