পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SBBD TBBY BBDDBBDD YLL ساج8 মাত্র । অপরঞ্চ ধৰ্ম্মপরায়ণ যাহাতে ধৰ্ম্ম রক্ষা পায় তদুপায়ে চির চিস্তিত ছিলেন গত ইং ১৮২৯ সালে শ্ৰীযুত লাড উলিয়ম বেন্টাঙ্ক সাহেবকর্তৃক সতী নিবারণের আইন হইলে ঐ ধৰ্ম্ম পুনঃ সংস্থাপন নিমিত্ত এবং চলিত ব্যবহৃত ধৰ্ম্ম চিরস্থায়ি জন্য যে ধৰ্ম্মসভা স্থাপন হয় তদুদ্যোগে অগ্রগণ্য অর্থাৎ সভার রীতিবত্ম ধারা নিয়মাদি ঐ মহাপুরুষকর্তৃক রচিত হইয়াছিল তাহ সমাজে পাঠ হইবামাত্র তাবদধ্যক্ষের গ্রাহ হইয়া প্রচলিত হয় ইহাতে এতদেশীয় ধাৰ্ম্মিক মাত্রের নিকট ধন্যবাদ প্রাপ্ত হন এবং মরণপৰ্য্যন্ত ঐ নিয়ম বিলক্ষণরূপে রক্ষণ করিয়াছেন নিয়ম বহির্ভূত অতি নিকট কুটুম্বও তাহার নিকট ত্যাজ্য হইয়াছে । তাহার গুণ বর্ণন করিতে আমারদের লেখনী শক্ত নহেন স্কুল২ কিঞ্চিৎ লিখিলাম বিজ্ঞ বিচক্ষণ প্রাচীন কোন কোন পাঠক যদ্যপি গুণবর্ণনপূর্বক আমারদিগের নিকট পাঠান তবে তাহ আমরা সমাদরপূর্বক চন্দ্রিকায় উজ্জ্বল করিব । যাহা হউক এতাদৃশ ব্যক্তি এইক্ষণে আর দৃষ্টিগোচর নহে একথা সকলেই স্বীকার করিবেন ক্লেন ন যে কাল উপস্থিত ইহাতে কেহ কাহারে অধীন হয় না এবং লজ্জা ভয় শূন্য অনেক লোক হইয়াছে এমত সময়ে সেই সকল লোকের নিকটেও তাহার বিশেষ মান্যতা ছিল তৎপ্রমাণ কাহারো কোন সৎকৰ্ম্ম রাজা বাহাদুরের কর্ণগোচর হইয়াছে কৰ্ম্মকৰ্ত্ত জানিতে পারিলে মহাসুখী হইতেন এবং কাহারো কুকৰ্ম্ম অন্যত্র রাষ্ট্র হইলে কিছু মাত্র লজ্জিত হইত না কিন্তু রাজা গোপীমোহন বাহাদুরের কর্ণগোচর হইয়াছে শুনিলে কুকৰ্ম্মকারী লজ্জিত ও ভীত হইত অতএব এমত ব্যক্তির মৃত্যুতে কিপ্রকার খেদাপন্ন হওয়া গিয়াছে তাহা কি লিথিয়া জানাইব —চন্দ্রিকা । 3. ( ২ ফেব্রুয়ারি ১৮৩৯ ৷ ২১ মাঘ ১২৪৫ ) রাজা গোপীমোহন দেবের মোকদ্দম। —যে অতি গুরুতর মোকদ্দমা সৰ্ব্বত্র রাজা গোপীমোহন দেবের মোকদ্দমা বলিয়া প্রসিদ্ধ অথচ ষে মোকদ্দমা ১৪ বৎসর অবধি চলিতেছে এবং যাহাতে ১৫ লক্ষ টাকা লিপ্ত আছে সেই মোকদমা আগামি সপ্তাহে স্বপ্রিমকোর্টে বিচার হইবে এবং বোধ হয় তাহার তজবীজ করিতে পাচ ছয় দিবস লাগিবে মোকদ্দমার মূল কথা এই যে পয়বস্তি ভূমিতে অধিকারী কোন ব্যক্তি হয় এবং এই বিষয়ে সাধারণ জমীদারেরদের অত্যন্ত ক্ষতিবৃদ্ধি লিপ্ত বিশেষতঃ ১৮২১ সালে লাটরির কমিটি গঙ্গাতীরস্থ রাস্তা প্রস্তুত করণার্থ আপনারদের সংগৃহীত টাকার কিয়দংশ র্যয় করিতে নিশ্চয় করিলেন এবং ১৮১৪ সালের আইন অনুসারে কার্ষ্য স্থির করিলেন ঐ আইনক্রমে জুষ্টীস অফ দি পীস সাহেবেরদের প্রতি কিয়ৎ২ সীমার মধ্যে রাস্তা প্রস্তুত করিতে হুকুম আছে কিন্তু ঐ রাস্ত যদি কোন ব্যক্তির ভূমির উপরে পড়ে তবে তাহার মূল্য ভূম্যধিকারিকে দিতে হুকুম আছে এবং যদ্যপি তাহাতে উভয়ের সম্মতি হয় তবে আপোসে বন্দোবস্তে দ্বারা ঐভূমির মূল্য নির্ণয় করিতে হুকুম হইল কিন্তু তাহাতে যদি সম্মতি না হয় তবে তাহার মূল্য জুরির বিবেচনার স্বারা স্থির করিতে হুকুম