পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

मुख 8షిమా হুইল । অপর নূতন টাকশাল অবধি নিমতলার ঘাটপধ্যস্ত প্রায় অৰ্দ্ধ ক্রোশ ব্যাপিয়া স্থতামুটি তালুকের মধ্য দিয়া রাস্ত পড়িয়াছে ঐ তালুক রাজা গোপীমোহন দেবের পৈতৃক এবং তাহার মৃত্যুর পরে তদীয় পুত্র রাজা রাধাকান্ত দেব তাহার অধিকারী। ঐ রাস্ত নিৰ্ম্মাণের বিষয়ে রাজা গোপীমোহন দেব তৎসময়ে কোন আপত্তি করেন নাই কিন্তু স্থতাহুটির জমীদার বা তালুকদার বলিয়া উক্ত আইন অনুসারে আপনার ভূমিতে রাস্ত হওন প্রযুক্ত তাহার মুল্যের দাওয়া করিলেন এবং লাটরির কমিটি ও গবর্ণমেণ্ট ঐ ভূম্যধিকারির দাওয়া দেওনে অস্বীকৃত হওনেতে তিনি একুটিতে এক বিল ফাইল করিলেন ইহাতে বৰ্ত্তমান মোকদ্দমা আরম্ভ হইল। অনন্তর রাজা গোপীমোহন দেবের মৃত্যুর পরে রাজা রাধাকান্ত দেব গবর্ণমেণ্টে দরখাস্ত দিয়া প্রার্থনা করিলেন যে এই বিষয় সালিসের দ্বারা বা প্রকারাস্তরে নিম্পত্তি হয় । কিন্তু গবর্ণমেণ্ট তাহাতে কোন প্রকারে হস্তক্ষেপ করিতে অনিচ্ছুক হইয়া সুপ্রিমকোর্টের জজ সাহেবেরদের বিচার দ্বারা নিম্পত্তি হইতে অনুমতি করিলেন । ইহাতে ফরিয়াদী রাজা রাধাকান্ত দেব সুপ্রিমকোর্টে পুনর্বার মোকদম উপস্থিত করিলেন। তাহাতে গবৰ্ণমেণ্ট ও লাটরি কমিটির প্রধান উত্তর এই যে পয়বস্তি ভূমিতে তালুকদারের স্বত্ব নাই কিন্তু তাহাতে মেীরুসী পাট্রাদারেরই স্বত্ব এবং কমিটির সাহেবের ঐ পাট্রাদারেরদের স্থানে রাস্ত নিৰ্ম্মাণ করণের অনুমতি পাইয়াছেন এবং তাহারা ঐ অনুমতিই তালুকদারের দাওয়ার বিষয়ে উত্তর স্বরূপ লেখেন। র্তাহারদের দ্বিতীয় উত্তর এই যে ঐ রাস্তা যে ভূমির উপর হইয়াছে সেই ভূমি জোয়ারের জল যে পৰ্য্যন্ত উঠে তাহার নীচস্থ এবং রাস্তা নিৰ্মাণ সময়ে ঐ ভূমি জোয়ারের জলের নীচে ছিল অতএব তাহার কহিলেন জোয়ারের জলের নীচস্থ ভূমি সকল গবৰ্ণমেণ্টের অধিকার অতএব রাস্তার ঐ অংশ ভূমিতে কোন ব্যক্তিকে মূল্য দিতে হইবে না । তাহারদের প্রথম উত্তরে পয়বস্তি ভূমিতে তালুকদার ও পাট্রাদারের মধ্যে কোন ব্যক্তির স্বত্ব ইহা নির্ণয় হইবে। এবং দ্বিতীয় উত্তরে জোয়ারের জলের রেখার নীচস্থ ভূমিতে গবৰ্ণমেণ্টের এমত অধিকার আছে যে তাহার উপরে রাস্তা করিলে তালুকদারকে মূল্য দিতে হইবে না এই মোকদ্দমার এইক্ষণকার অবস্থায় আমারদের কোন পক্ষেই কিছু কহা উচিত নহে। কেহ২ বোধ করেন যে বাজেয়াপ্ত ভূমির বিষয়ও এই মোকদ্দমাতে লিপ্ত আছে কিন্তু দৃষ্ট হইবে এই অনুভব অমূলক । [ হরকরা ] ( ২৪ জুলাই ১৮৩৩ । ১০ শ্রাবণ ১২৪০ ) সংপ্ৰতিকার রাজোপাধি প্রদান –...শ্ৰীযুত রাজা কালীকৃষ্ণ বাহাদুর ও শ্ৰীযুত রাজা গোপীমোহন দেব সংপ্ৰতি যে উপাধি প্রাপ্ত হইয়াছেন কলিকাতা সম্বাদপত্রে তদ্বিষয়ক আন্দোলন দেখিয়া অামারদের গেদ জন্মিল ...শ্ৰীযুক্ত মহারাজ কালীকৃষ্ণ বাহাদুর সংপ্ৰতি যে অতিগুণ প্রকাশক গ্রন্থ প্রকাশ করিয়াছেন এবং ভারতবর্ষে ব্রিটিস গবর্ণমেণ্ট সংস্থাপিত হওনের পরেই ষিনি প্রথম রাজোপাধি প্রাপ্ত হন তাহার সস্তান তিনি অতএব এবম্বিধ সন্ত্রমসূচক উপাধি