পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ 89? তালিকানুসারে স্বদ্ধ বহুমূল্য মণিমুক্ত হীরক ও স্বর্ণ ও রৌপ্য প্রভৃতি আভরণাদিতে বহুসংখ্যক বোধ হইতেছে এবং অনুমান হয় ঐ সকল দ্রব্য রাজবাটীর ভাণ্ডারে উক্ত সাহেবের সাবধানতায় থাকিবেক —জ্ঞানাম্বেষণ । ( ৪ ফেব্রুয়ারি ১৮৩৭ ৷ ২৩ মাঘ ১২৪৩ ) শুভজন্ম –সোমবাসরে ৩০ জানুআরি তারিখে কলিকাতার শোভাবাজারস্থ রাজবাটীতে শ্ৰীমন্মহারাজ কালীকৃষ্ণ বাহাদুরের দ্বিতীয়া রাণী এক নবকুমারী প্রসূত হইয়াছেন এতদুপলক্ষে যথা হিন্দু রাজধৰ্ম্মক্রমে তৈল মাষকলায় এবং মংস্য দানাদি মাঙ্গল্য কৰ্ম্ম সমাধা হইল। আমরা অবগত হইলাম যে এই নৃপকন্যা মহারাজার প্রথমা অপত্য । ( ১ অক্টোবর ১৮৩৬ । ১৭ আশ্বিন ১২৪৩ ) রিসিবর আফিস —৮ মহারাজ রাজকৃষ্ণ বাহাদুরের ইষ্টেটের তাবৎ স্থাবরবিষয় ইজারা । সকলকে জ্ঞাত করা যাইতেছে যে ১৮৩৬ সালের ১৬ সেপ্তেম্বর তারিখের সুপ্রিম কোর্টের হুকুমপ্রমাণ শ্ৰীযুত এলিয়াট মাকনাটন সাহেব উপরিউক্ত মহারাজের তাবৎ ইষ্টেটের রিসিবর মোকরর হইয়া জমিদারীপ্রভৃতি ইজারা দিবার ক্ষমতা পাইয়াছেন। অতএব সকলকে জ্ঞাত করা যাইতেছে যে ৭ অক্তোবর শুক্রবার বেলা দুই প্রহরের সময় স্থপ্রিম কোর্টের রিসিবর আফিসে নীচের লিখিত জমিদারিদিগর চারি খণ্ড করিয়া ইজারা দেওয়া যাইবেক । ইজারার মিয়াদ ঐ সময়ে নিরূপিত হইবেক অতএব যাহারা ইজারা লওনেচ্ছুক হন ঐ সময়ে রিসিবর আফিসে উপস্থিত হইবেন । প্রথম খণ্ড । জিলা ত্রিপুরার পরগনা গঙ্গামণ্ডল ওগয়রহ । দ্বিতীয় খণ্ড । জিলা চব্বিশপরগনার পরগনা মুড়গাছ পরগনা হেতেগড় মায় পান। রঘুনাথপুরের লাখেরাজ জমি এবং মহত্রাণ রাস্ত ইং বেহালা লাং কুলপি মৌজে পেনেটি আগড়পাড়া এবং ভবানীপুর মৌজে নাটাগোড় ও বাগান আগড়পাড়ার হাট ও জলকর ওগয়রহ । - তৃতীয় খণ্ড । জিলা চব্বিশপরগনার কিসমত বারবাকপুরের মায় গুদিমহল ও জিলা হুগলির বাজে স্ত্রীরামপুর কিসমত বাণসই স্বর্ণপাড়া মাহেন্দ্রপুর কিসমত বেণিপুর ওগয়রহ । - চতুর্থ খণ্ড। বরাহনগর ও দক্ষিণেশ্বর বাগান ও রাইয়র্তী মহল তালুক স্থতালুটি ও বেশোহাটা হাটস্থতালুটি চালর্সবাজার ওগয়রহ বাজার স্বতালুটি সাহেবান বাগিচা সিতি জয়পুর সাতগাছি দক্ষিণরাড়ি বাগবাজার খামবাজার জায়গা মায় জলকর বাগবাজার কুলিমহল ফিচেলওয়াল জায়গা ও চাদনির জায়গা ও ইটালি সিন্দুরেপটি যোড়াসাকে বৈঠকখানা মহল মনোহর মুখোপাধ্যায় মহল মাতা গোস্বামী কালীশঙ্কর নেউগি ওগয়রহ ও রাধাবাজার