পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ 88? করিয়া আমারদের ৬/প্রাপ্ত স্বামির জমীদারীতে আপনাকে দখল দেওয়াইবার নিমিত্ত প্রার্থনা করিলেন এবং ঐ শ্ৰীযুক্ত সাহেব সরাসরী মতে ডিক্ৰী করিয়া আপন এলাকার মধ্যে আমারদের যে ভূম্যধিকার ছিল তাহাতে আমারদিগকে বেদখল করিলেন কিন্তু ইহা সরকারী তাবৎ কাগজপত্র ও বোড রেবিনিউ সাহেবেরদের হুকুমের নিতান্ত বিপরীত । শ্ৰীযুত ওকলি সাহেবের এই বিষয়ে সরাসরী ডিক্রীর তারিখ ১৮২১ সালের ৩০ আপ্রেল । এবং তাহার মূল এই ষে মহারাজ তেজশ্চন্দ্র আপনার চারিজন ভৃত্য ও অধীন ব্যক্তিরদের দ্বারা এই সাক্ষ্য দেওয়াইলেন যে আমারদের yপ্রাপ্ত স্বামী কেবল নাম মাত্র অধিকারী ছিলেন জমীদারীতে র্তাহার দখল ছিল না যদ্যপি এই প্রকার ব্যক্তিরদের সাক্ষ্য গ্রাহ হয় না কেন না তাহারা আপনার মুনীবের পক্ষ এবং ঐ মুনীবের অধীনে লক্ষ২ টাকা আছে এবং র্যাহারা তাহার ইষ্ট সাধনার্থ সাহায্য করেন র্তাহারদিগকে ঐ টাকা দিতে স্বচ্ছন্দে পারেন তথাপি ঐ শ্ৰীযুক্ত সাহেব এমত সাক্ষির সাক্ষ্যগ্রহণ করিয়া আমারদের পক্ষে অতি প্রামাণিক যে সকল দলীল দস্তাবেজ উপস্থিত করা গেল অথচ তাহ গবর্ণমেণ্টের প্রধান কৰ্ম্ম কারকেরদের দ্বারা প্রমাণীকুত হইয়াছিল তাহা স্বচ্ছন্দে হেয় জ্ঞান করিলেন । পরে হুগলির সরাসী ডিক্রীর কোর্ট আপলে আপীল করিলে আমারদের দুর্ভাগ্যক্রমে ঐ সাহেব লোকেরা আমারদের প্রমাণ প্রয়োগ দেখিয়া আর কিছু তজবীজ না করিয়া শুকলি সাহেবের নিপত্তিই বজায় রাখিলেন । কিন্তু বৰ্দ্ধমানের জজ পরম বিজ্ঞ অথচ এতদ্দেশীয় ব্যবহার ও ভাষাতে অত্যন্ত নিপুণ এবং তাহার পরিচিত ব্যক্তিমাত্র কর্তৃক নিষ্কলঙ্করূপে স্বীকৃত এমত শ্ৰীযুক্ত হচিনসন সাহেবের এলাকার মধ্যে যে জমীদারী ছিল তদ্বিষয়ে তাহার যখন বিবেচনা করিতে হইল তখন তিনি বোড়ের সাহেবেরদের অনুমতিক্রমে এই ডিক্ৰী করিলেন যে আমরা মৃত ব্যক্তির বিধবা তাহার উত্তরাধিকারিণী হইয়া ঐ রাজার তাবং জমীদারীতে স্বত্ব রাথি এবং আমারদের স্বামির মরণ সময়ে তিনি ঐ জমীদারীর প্রকৃতাধিকারী ও দখলীকার ছিলেন ইহা বিলক্ষণরূপে প্রমাণ হইয়াছে । কিন্তু কোট আপলের সাহেবের হুগলির জজ সাহেবের অপিত মোকদ্দমাতে যে ডিক্ৰী করিয়াছিলেন তদনুসারে ঐ শ্ৰীযুত হচিনসন সাহেবের ডিক্ৰীও অন্যথা করিলেন এতদ্রুপে এই মোকদ্দমার প্রায় কিছুমাত্র বিবেচনা না করণেতে যে জমীদারীতে গবৰ্ণমেণ্টকে বার্ষিক বিংশতি লক্ষ টাকা রাজস্ব দেওয়া যায় এমত জমীদারী হইতে আমরা বেদখল হইলাম বিশেষতঃ আমারদের নিজ জমীদারী গঙ্গমনোহরপুর আমরা নিজে ক্রয় করিয়াছিলাম এবং আমারদের নামে সরকারী বহীতে রেজিষ্টরীও হইয়াছিল এবং ষে প্রকারে জমীদারী জমীদারের পক্ষে দৃঢ় হইতে পারে সেই প্রকারে আমারদের পক্ষে দৃঢ়তর হইলে পরও তাহ ঐ সরাসরী ডিক্ৰীক্ৰমে আমারদের হাতছাড়া হইল । জাবেতামতে এই বিষয়ে আমারদের বিরুদ্ধে কোন মোকদ্দমা না হইয়াও সুদ্ধ ওকলি সাহেবের আজ্ঞাক্ৰমে মহারাজ তেজশ্চন্দ্র সরকারী t\