পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जब्धtछ 38& আরোগ্যকরণার্থ আহত ছিলেন কিন্তু তিনি বাবুর রোগের বিষয় যাহা অনুভব করিয়াছেন তাহা আমরা এপর্য্যন্ত জ্ঞাত নহি কেবল শুনা গিয়াছে যে ঐ বাবুর নিকটে চিকিৎসার্থ ঐ ডাক্তর সাহেবের আগমন নিবারিত হইয়াছে এবং বাবু শ্বশুরবাটহইতে নীত হইয়া এইক্ষণে পিত্রালয়ে আছেন এবং তিনি তথায় দৃঢ়রূপে বদ্ধ হওয়াতে র্তাহার মিত্রগণগোচর নহেন। ঐ যুববাবু যে রোগগ্ৰস্ত হইয়াছেন ঐ রোগের লক্ষণপ্রযুক্ত এবং স্বমুখে কথিত কোন বাক্যপ্রযুক্ত কেহ২ সন্দেহ করেন ষে তাহার প্রতি কোন অনুপযুক্ত ব্যাপার হইয়াছে। অামারদের বোধ হয় যে এমত সন্দেহে প্রমাণের বাহুল্য না থাকিলে তাহ অপ্রকাশ্য থাকাই উচিত। কিন্তু যদি তাবদ্বিষয়েই নিতান্ত সন্দেহ জন্মে যে ঐ বাবুর প্রতি অন্যায় দৌরাত্ম্যাচরণ থাকে তবে তদ্বিষয় আদালতে তজবীজহওনের যোগ্য। শ্রুত হওয়া গিয়াছে যে র্তাহার পিতামহের মৃত্যুসময়ে তিনি অশীতিসহস্র মুদ্র প্রাপ্ত হইয়াছিলেন কিন্তু তাহার কাগজপত্র ইত্যাদি র্তাহার পিতার হস্তেই আছে —ফিলানাথ পিষ্ট। ( ২১ জুলাই ১৮৩৮ । ৭ শ্রাবণ ১২৪৫ ) নুতন চিনাবাজারের প্রজাগণ প্রতি আগে –তোমারদিগকে পূৰ্ব্বক্ষণে সাবধান করা যাইতেছে যে তোমরা প্রত্যেক ব্যক্তি যে দোকান ঘর অথবা গুদাম ভাড়া লইয়াছে তাহার ক্রেয়ার টাকা মদনমোহন কল্প রিয়াকে দিব না যেহেতুক তেহ যে কৰ্ম্মে নিযুক্ত ছিলেন তাহা হইতে ঐ বাজারের অধিকারিণী শ্ৰীমতি মহারাণী বসন্ত কুমারী জবাব দিয়াছেন কিন্তু মোং হেষ্টিংস ষ্ট্রীটে মিং কার ঠাকুর এগু কোম্পানির দপুর থানায় নীচের লিখিত নামক ব্যক্তিকে ঐ ভাড়ার টাকা দিবা ইতি । উইলেম প্রিন্সেপ , শ্ৰদক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় । ডবলিউ এন হেজর । মোক্তার জানব । শ্ৰীমতী মহারাণী বসন্ত কুমারী। কলিকাতা ১২ জুলাই ১৮৩৮ সাল । ( ১৭ নবেম্বর ১৮৩২ । ৩ অগ্রহায়ণ ১২৩৯ ) ৮ মদনমোহন সেন –বৰ্ত্তমান মাসের ৪ তারিখে বাৰু মদনমোহন সেন লোকান্তরগত হওয়াতে বেঙ্ক বাঙ্গালের দেওয়ানী পদপূন্ত হইয়াছে যেহেতুক ঐ মান্য সেন মহাশয় কতক কাল অবধি তৎপদে নিযুক্ত ছিলেন।. ( ১ ডিসেম্বর ১৮৩২ । ১৭ অগ্রহায়ণ ১২৩৯ ) বাঙ্গাল ব্যাঙ্কের দেওয়ানী —আমরা বিশেষাবগত হইয়া প্রকাশ করিতেছি বাঙ্গাল ব্যাঙ্কের দেওয়ানী কৰ্ম্মে এতন্নগরের জোড়াবাগান নিবাসি বাবু মদনমোহন সেন নিযুক্ত ছিলেন বহুকালপর্য্যন্ত ঐ কৰ্ম্ম সুন্দরব্রুপে সম্পন্ন করিয়াছেন সংপ্রতি গত ৪ নবেম্বরে তাহার পরলোকপ্রাপ্তি হইলে নগরস্থ ধনাঢ্য মান্ত হিন্দু ১৭ জন ঐ