পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮ BB BBBB BBBBBD BBLLL বিবেচনা করণার্থ হিন্দুকলেজের বর্তমান ও পূৰ্ব্বকালীন ছাত্রেরদের পটোলডাঙ্গায় একত্র সমাগম হয় । তাহারদের পরস্পরের অনবধানতাপ্রযুক্ত উক্ত কলেজের কেবল প্রথম ও দ্বিতীয় বর্গ ছাত্রেরা সমাগত হইয়াছিলেন । ঐ সভাতে এই নিশ্চয় হইল যে ত্রযুত ডাক্তর উইলসন সাহেবকে এক আবেদন পত্র এবং এক রৌপ্যময় গাডু প্রদান করাযায় এবং যে ছাত্রগণ সম্মত র্তাহারদের স্থানে চাদার দ্বারা টাকা সংগৃহীত হইয়। ঐ গাড় নিৰ্ম্মাণ করাযায় ঐ বৈঠকে যে ছাত্রের উপস্থিত ছিলেন র্তাহারা তৎক্ষণাৎ ৫০০ টাক চাদায় স্বাক্ষর করিলেন এবং এই স্থির হইল ঐ চাদার যে টাকা সহঁী হইবে তাহ বৰ্ত্তমান মাসের ১৫ তারিখের মধ্যেই অৰ্পণ করিতে হইবে । তদনন্তর নিম্নে লিগিত মহাশয়েরা তৎকার্য্য সম্পাদনার্থ এক কমিটি নিযুক্ত হইলেন । শ্ৰীযুত বাবু রসিককৃষ্ণ মল্লিক। শ্ৰীযুত তারাচাদ চক্রবর্তী। শ্ৰীযুত অমলচন্দ্র গাঙ্গুলি । শ্ৰীযুত লক্ষ্মণচন্দ্র দেব। শ্ৰীযুত শিবচন্দ্র ঠাকুর। শ্ৰীযুত রসিকলাল সেন । শ্রযুত গঙ্গাচরণ সেন। শ্ৰীযুত মাধবচন্দ্র মল্লিক। শ্ৰীযুত শ্ৰীক্লষ্ণ সিংহ। শ্ৰীযুত উমাচরণ বস্ত্রজ । শ্ৰীযুত নীলমণি মতিলাল । শ্ৰীযুত হরিমোহন সেন ঐ টাকার সংগ্রাহক ও কোষাধ্যক্ষ হইলেন । শ্ৰীযুত বাবু কাশীপ্রসাদ ঘোষ ঐ সভার সেক্রেটরী হইলেন ঐ সভাতে বাবু মাধবচন্দ্র মল্পিক সভাপতি ছিলেন । <r. ( ৯ জানুয়ারি ১৮৩৩ । ২৭ পৌষ ১২৩৯ ) শ্ৰীযুত ডাক্তর উইলসন সাহেব । হিন্দুকলেজের বৈঠক —গত মঙ্গলবারে শ্ৰীযুত বাৰু কমলচন্দ্র গাঙ্গুলির বিজ্ঞাপনক্রমে শ্ৰীযুত ডাক্তর উইলসন সাহেবের নিকটে কুতজ্ঞতা স্বীকারের চিহ্ন প্রদানার্থ র্যাহারা স্বাক্ষর করিয়াছিলেন র্তাহারা ও হিন্দুকলেজের অন্যান্য ছাত্রেরা পটলডাঙ্গার বিদ্যালয়ে এগার ঘন্টার পূৰ্ব্বে আগত হইলেন তাহার কিঞ্চিদনশুর শ্ৰীযুত ডাক্তর উইলসন সাহেব শ্ৰীযুত প্রিন্সেপ শ্ৰীযুত রাস শ্ৰীযুত সুং শ্ৰীযুত হের ও অন্যান্য সাহেবেরদের সমভি fাহারে সংস্কৃত বিদ্যামন্দিরের প্রকোষ্ঠে প্রবেশপূৰ্ব্বক ঐ বিদ্যালয়ের পণ্ডিত ও ছাত্রেরদের আবেদনপত্র ও কৃতজ্ঞতা স্বীকারসূচক চিহ্ন গ্রহণ করিয়া দুই প্রহরের কিঞ্চিং পরে ইঙ্গরেজী পাঠশালার ছাত্রেরদিগকে সম্বাদ দিলেন যে তোমারদিগকে গ্রহণ করিতে আমি এইক্ষণে প্রস্তুত তাহাতে ঐ সকল ছাত্রের তাহার নিকটে আপনারদের কতজ্ঞতা স্বীকারের চিহ্ন প্রদানকরণার্থ যে শ্ৰীযুত বাবু রসিককৃষ্ণ মল্লিককে প্রধান স্থির করিয়াছিলেন র্তাহার সঙ্গে অল্পমান তিন শত ছাত্র গমন করিলেন । কলেজের ছাত্রেরদের আবেদনপত্র পাঠকরণার্থ বাবু রসিককৃষ্ণ মল্লিক শ্ৰীযুত ডাক্তর উইলপন সাহেবের হিতৈষিত ও স্ববিবেচনা ও অক্লান্ত উদ্যোগের দ্বারা বিশেষতঃ লেকচর নিযুক্তকরণের দ্বারা কলেজের কিপৰ্য্যন্ত উপকার হইয়াছে তাহ ব্যক্ত করিলেন এবং ডাক্তর উইলসন সাহেব হিন্দুরদের