পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

£8ఖీ BBBDKJY SDDBBB BB aaL কৰ্ম্মাকাঙ্ক্ষী হইয়া ব্যাঙ্ক কমিটিতে দরখাস্ত দিয়াছিলেন তন্মধ্যে ১০ জনের দরখাস্ত গ্রহণোপযুক্ত তাহা হইতে কৰ্ম্মোপযুক্ত পাত্র ৮ জন জানিয়া কমিটিতে ৮ দরখাস্ত প্রদত্ত হয় ঐ আটজনের মধ্যে শ্ৰীযুত বাবু রামকমল সেন এক । ঐ সকল দরখাস্ত কমিটিতে বিবেচনা হইয়াছিল ঐ বিবেচকদিগের মধ্যে অধিকাংশের মত হইল যে বাৰু রামকমল সেন এতং কৰ্ম্মোপযুক্ত পাত্র তাহার অন্যত্রীয় কৰ্ম্মের মুখ্যাতিপত্রাদি দৃষ্টে বিলক্ষণ বোধ হইয়াছে। অতএব মৃত মদনমোহন সেন যে নিয়মে অর্থাৎ দুই শত টাকা মাসিক বেতন আর শতকরা পাচ টাকার হিসাবে ফিস পাইতেন ইনিও তাহাই পাইবেন এবং এক লক্ষ টাকা ডিপাজিট রাখিবেন আর লক্ষ টাকার জামীন দাখিল করিবেন । অপর সেন বাবু কমিটির অকুমতানুসারে সেক্রেটরী সাহেবকতৃক কৰ্ম্মে নিযুক্তিবোধক লিপি প্রাপ্ত হইয়া যথা কৰ্ত্তব্য করণানন্তর গত ১৪ নবেম্বর তৎকৰ্ম্মে প্রবৃত্ত হইয়াছেন । র্তাহার পূর্বের কৰ্ম্ম অর্থাৎ টাকশালের দেওযানী রেজাইন দেওয়াতে শ্ৰীযুত বাৰু হরিমোহন সেনী তৎপদাভিষিক্ত হইয়াছেন —চন্দ্রিকা । ( ২৫ মে ১৮৩৩ । ১৩ জ্যৈষ্ঠ ১২৪০ ) বাবু রামরত্ব মুখোপাধ্যায়ের পরলোকগমন সম্বাদ —আমরা মহাখেদপূর্বক প্রকাশ করিতেছি জনাইনিবাসী বাবু রামরত্ব মুখোপাধ্যায় মহাশয় বসন্তরোগোপলক্ষে গত ৩১ বৈশাখ রবিবার পরলোক গমন করিয়াছেন । এই অশুভ সংবাদ প্রকাশ করিতে যখন লেখনীধারণ করিলাম তৎকালে র্তাহার রূপ গুণ দয়া ধৰ্ম্মাদি স্মরণ হইবাতে নয়ননীরে পত্র আদ্র হইতে লাগিল । আমরা নিশ্চয় বোধ করি এ দুঃসহ সংবাদ শ্রবণে সকলেই কাতর হইবেন যেহেতুক মুখোপাধ্যায় বাবু সৰ্ব্বাংশেই শ্রেষ্ঠ আদৌ মহাবংশোদ্ভব কুলীন দ্বিতীয় মহাধনী স্বপুরুষ বয়ঃক্রম ৩৮ বৎসরমাত্র হইয়াছিল ৷ শীলতা ও লোকলৌকিকতায় কিপর্য্যস্ত লোককে সস্তুষ্ট করিতেন তাহা যাহার সহিত একবার আলাপ হইয়াছে তিনিই জানেন দৈবকৰ্ম্মে এবং পিতৃকৰ্ম্মে বিলক্ষণ শ্রদ্ধা ও সচ্ছীলতা প্রকাশ ছিল তাহাতে মহাযশস্বী ছিলেন এবং বিষয় কৰ্ম্মোপযুক্ত বিদ্যায় উপযুক্ত পাত্র হইয়া বহুদিবসাবধি স্বকীয় এবং রাজকীয় বিবিধ ব্যাপার সম্পন্ন করণক বহুধনোপার্জন করিয়াছেন । যদ্যপিও পৈতৃক ধনে ধনী ছিলেন তথাচ স্বয়ং উপার্জনে আলস্তমাত্র ছিল না ইত্যাদি নানাগুণে গুণনিধির পরলোক গমন দুঃসহ সংবাদ । কি সহ হয় । —চন্দ্রিক । - a - ( ৪ জানুয়ারি ১৮৩৪ ৷ ২২ পৌষ ১২৪০ ) কলিকাতার নূতন বাজার । [ পত্রপ্রেরকের স্থানে প্রাপ্ত ] গত শুক্রবারে শ্ৰীযুত জিন্‌কিন্স লো এও কোম্পানির সাধারণ নীলামঘরে গত জোজেফ বেরাট সাহেবের সম্পত্তি ( যাহা তেরেটিবাজারের দক্ষিণে ছিল ) ঐ মৃত সাহেবের প্রষ্টিরদের অনুমতিক্রমে বিক্রয়