পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88» BBBDDDCBJ BBBBBBD De LL অতিপ্রশংসা করিলেন । তৎপরে আরো গীত বাদ্য হইয়া যে অধঃকোষ্ঠে বিবিধ ভোজ্য দ্রব্যাসাদন করা গিয়াছিল তাহার কিঞ্চিৎ২ সকলই ভোজন পান করিলেন অনস্তর মহানাচ আরম্ভ হইল । গবর্ণমেণ্ট হৌসহইতে সমাগত মহাশয়েরদের অতিরিক্ত সুপ্রিম কোর্টের তিন জন শ্ৰীযুত জজ ও শ্ৰীযুত মাকালি সাহেব ও জনেক দুই জন সেনাপতি সাহেব এবং কলিকাতাবাসি প্রায় তাবৎ বিশিষ্ট মহাশয়েরা তত্র সমাগত হইয়াছিলেন । ঐ সদাশয় নিমন্ত্রক বাৰু নিমন্ত্রিতেরদের সন্তোষার্থ যাহা২ প্রস্তুত করিয়াছিলেন তাহাতে সকলই পরমাহলাদ জ্ঞাপন করিলেন । ( ৭ জানুয়ারি ১৮৩৭ । ২৫ পৌষ ১২৪৩ ) গত মঙ্গলবার সায়ংসময়ে শ্ৰীলশ্ৰীযুক্ত লার্ড অকলও সাহেবের রাত্রীয় তৃতীয় সমাজে ইউরোপীয় ও এতদ্দেশীয় বহুসংখ্যক লোকের সমাগম হইয়াছিল তাহাতে সুদর্শনার্থ ক্ষ্মে সকল বস্তু বিস্তারিত থাকে তন্মধ্যে অতিস্থদুশু দুই রৌপ্যময় গাড় ছিল তাহার এক গাডু শ্ৰীলশ্ৰযুক্তের ব্যয়ে পিটর কোম্পানিকতৃক প্রস্তুত হয় দ্বিতীয়টা শ্ৰীযুত বাবু দ্বারকানাথ ঠাকুরের ব্যয়ে হামিণ্টন কোংকতৃক নিৰ্ম্মিত হয় । শেষোক্ত গাডুর ওজন হাজার ভরির নুনি নহে উভয়েরই কারুকরী অতিবিস্ময়নীয় তাহাতে এতদেশীয় কারিকরেরদের অত্যন্ত প্রশংসা হয়। ঐ উভয় মহা তৈজসই আগামি ঘোড় দৌড়ে পুরস্কারার্থ প্রদত্ত হইবে । এই বৈঠকের অপর এক প্রকোষ্ঠে অত্য স্তুত মাইক্রসকোপ অর্থাং যাহার দ্বারা অতিক্ষুদ্র পদার্থ অতিবৃহৎ দৃষ্ট হয় এমত একপ্রকার দূরবিন বিশেষ দশিত হইল ।. ( ১৭ ফেব্রুয়ারি ১৮৩৮ । ৭ ফাল্গুন ১২৪৪ ) শ্ৰীযুত বাবু দ্বারকানাথ ঠাকুর পশ্চিম দেশে ভ্রমণার্থ অন্ত উক্ত শ্ৰীযুক্ত বাবু যাত্রা করিলেন । অনেক মাস নিমিত্ত বাবু এই রাজধানী পরিত্যাগ করিলেন আমরা এক চিত্তে প্রার্থনা করি যে তাহার শারীরিক পীড়া ছিল তাহা এই ভ্রমণদ্বারা বিনাশ পাইবে শ্ৰীযুক্ত বাবুর এই স্থানে না থাকাতে কলিকাতার অনিষ্ট হইবে যদ্যপি তিনি আমারদিগের উত্তম না হউন তথাচ আমারদিগের সর্বগুণান্বিত বিখ্যাতের মধ্যে তিনি অত্যুত্তম নিজগুণ ও ধন দ্বারা ব্যবসায়িদিগের অতি প্রশংসনীয় সংপ্রতি বরেসায়ের মন্দী ভাব এসময়ে যে বাৰু প্রশংসনীয় তাহ লোকদিগের উপকারার্থই জানিবে এবং সরলতাপূর্বক দানহেতু অনেকের প্রাণ বিনাশ হইতে রক্ষা করিবেন আর তাহার সংজ্ঞান দ্বারা অনেককে কাৰ্য্যোপযুক্ত করিয়াছেন বিদেশীয়দিগকে নিমন্ত্ৰণ করিয়া অকপট্যে অতিথি সেবনাৰ্থ এক অত্যুত্তম অট্টালিকা নিৰ্ম্মাণ করিয়াছেন এবং তাহার অট্টালিকোপরি এক দিন গমন ও স্থিতি না করিয়াছেন এমত কোন বিদেশী কহিবেন সত্য ধৰ্ম্মে রত ও নিৰ্ম্মলাস্তঃকরণ এইহেতু অনেক