পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8άο সংবাদ পত্রে সেকালের কথা ( ২৬ জানুয়ারি ১৮৩৯ । ১৪ মাঘ ১২৪৫ ) বাবু, দ্বারকানাথ ঠাকুর —ম্রাস্তিপ্রযুক্ত আমারদের গত সপ্তাহের দর্পণে বাবু দ্বারকানাথ ঠাকুরের বিপদ বিষয় প্রকাশ করিতে ক্রটি হইয়াছিল এইক্ষণে আমরা অতি খেদপূর্বক প্রকাশ করিতেছি যে গত ১৯ জানুআরি শনিবারে উক্তবাবুর ত্রয়োদশ বর্ষ বয়স্ক অতিগুণান্বিত এক পুত্রের লোকান্তর হইল এবং তাহার দুই দিবস পরেই তাহার ভাৰ্য্যার পরলোক হইল । ( ১৫ জুন ১৮৩৯ । ২ আষাঢ় ১২৪৬ ) নাট্য শাল। —সম্প্রতি যে ভূমিতে [ চৌরঙ্গীস্থ ] নাট্য শালা ছিল তাহা বিক্রয় হইয়াছে শ্ৰীযুত বাবু দ্বারকানাথ তাহ ১৫০ ০০ টাকায় ক্রয় করিয়াছেন এবং কথিত আছে যে তিনি ঐ ভূমিতে বৃহৎ দুই বাট নিৰ্ম্মাণার্থ স্থির করিয়াছেন । নাট্যশালার সেক্রেটরি শ্ৰীযুত চেষ্ট্রর সাহেবের ও র্তাহার পরিবারের সর্বস্ব ঐ নাট্যশালার অগ্নিতে দগ্ধ হইয়াছে এই নিমিত্ত ੋੜ উপকারার্থ কলিকাতায় এক চাদ হইয়াছে এবং ঐ চাদাতে কলিকাতাস্থ মহাশয়েরা অতি বদান্ততাপূর্বক স্বাক্ষর করিয়াছেন। ( ২৯ ফেব্রুয়ারি ১৮৪০ । ১৮ ফাল্গুন ১২৪৬ ) বাবু দ্বারকানাথ ঠাকুর —গত বুধ বারে শ্ৰীযুত বাবু দ্বারকানাথ ঠাকুর বেলগাছিয়ার স্বীয়োস্তান বাটীতে এতদ্দেশস্থ অনেক ইউরোপীয় সাহেবেরদিগকে মহা ভোজন করাইলেন তৎসময়ে তিন চারি শত ভোক্ত একত্র হইয়াছিলেন এবং শ্ৰীযুত বাবুর শিষ্টাচারে ও বিশিষ্ট শ্রদ্ধাতে সমাগত সকলেরই সন্তোষ জন্মিল । ঐ রাত্রি ১১ ঘণ্টা সময়ে অতি মনোরঞ্জক আতস বাজির আলোক সমবধান হইয়াছিল । এবং গত রবিবারে শ্ৰীযুক্ত বাবু ঐ উদ্যানে স্বদেশীয় স্বজন গণকে লইয়া মহা ভোজ আমোদ প্রমোদাদি করিলেন এবং তদুপলক্ষে বায়ীর নাচ হইয়াছিল তাহাতে কলিকাতার মধ্যে প্রাপ্য সৰ্ব্বাপেক্ষ যে প্রধান নৰ্ত্তকী ও প্রধান বাদ্যকর তাহারদের নৃত্যগীত বাদ্যাদির স্বারা আমোদ জন্মাইলেন এতদ্ভিন্ন উৎকৃষ্ট আতস বাজির রোসনাইও হইয়াছিল। ( s१ ८भ st>७8 ।। 4 8छTर्छ २२8 > ) প্রাসাদারম্ভ –বৰ্ত্তমান সনের ১ মে অর্থাৎ ২০ বৈশাখ বৃহস্পতিবার বেলা নয় ঘণ্টার সময়ে অঁাকুলাধিপতি শ্ৰীমন্মহারাজ রাজনারায়ণ রায় বাহাদুরের রাজধানীতে আনন্দধামনামক এক বৃহদটালিকা আরম্ভ হওয়নকালে প্রথম যথাশাস্ত্র পঞ্চরত্ব গ্রস্থিত হইল এই আনন্দজনক শুভকৰ্ম্মোপলক্ষে শ্ৰীযুক্ত মহারাজের আজ্ঞানুসারে পূৰ্ব্বোক্ত রাজধানী হইতে পুনঃ২ বহুসংখ্যক তোপধ্বনি হইয়াছিল কথিত আছে যে উক্ত অট্টালিকা প্রায় এতন্মহানগর কলিকাতার টেনহালের ন্যায় নিৰ্ম্মাণ হইবেক যদ্যপি প্রাগুক্ত বৃহদ্ব্যাপার স্বসম্পন্নহইতে