পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8હેન क्रमशब्वाप्न ध्रड रञ्जाब्वाररूमज्ञव ब्वs२iीं শ্ৰীনারায়ণ সিংহ রাজাই ঐ মহাবংশের এক তিলক ছিলেন । তাহার প্রপিতামহ yগঙ্গাগোবিন্দ সিংহের ভূরি২ কীৰ্ত্তি অদ্যাপি দেদীপ্যমান আছে ঐ গঙ্গাগোবিন্দ সিংহের পিতা গৌরাঙ্গ সিংহ কানুনগোয়ী পদ প্রাপ্ত হইয়া কিঞ্চিৎ বৰ্দ্ধিত হন তৎপরে গঙ্গাগোবিন্দ সিংহ অতিভারি২ রাজকীয় পদ প্রাপ্ত হইয়৷ নানা কীৰ্ত্তি সংস্থাপন এবং স্বীয় বংশু্যের ধারাবাহিক যে সকল ধৰ্ম্মকৰ্ম্মাদি ছিল তাহ আরো বৰ্দ্ধিত করিলেন । পরে তাহার পুত্র প্রাণকৃষ্ণ সিংহও তদহুগামী হইলেন। তৎপুত্ৰ শ্ৰীকৃষ্ণ সিংহ হতভাগ্য শ্ৰীনারায়ণ সিংহের পিতা যৌবনাবস্থাতেই বিষয় পরিত্যাগ করিয়া শ্রীবৃন্দাবনধামে প্রাণত্যাগ করিলেন এমত বিষয় ভোগাল্পরঞ্জন যৌবনসময়ে যে তিনি ঈদৃশ কঠোর তপস্যার ব্যাপার সম্পাদন করেন এতদ্রুপ অপর দর্শন দুর্লভ । সম্পাদক মহাশয় এতদ্রুপে এতন্মহাবংশু পাচ পুরুষ সৌজন্য বদান্তাদিগুণেতে অতিপ্রসিদ্ধ * শ্ৰীনারায়ণ সিংহ যৌবনাবস্থাতেই ইহলোক ত্যাগ করিলেন অতএব কোন কীৰ্ত্তি স্থাপন করিতে অবকাশ প্রাপ্ত হইলেন না । প্রাপ্তব্যবহার হইয়া কেবল দশ বৎসর ছিলেন কিন্তু এই ধন্যবাদ করিতে হয় যে যৌবনাবস্থায় ঈদৃশ অতুলৈশ্বৰ্য্য প্রভু হইয়াও কোন অনিষ্টকাৰ্য্য করেন নাই কেবল পরিমিত ব্যয়পুরঃসর স্বাচার ব্যবহার করিয়াছেন ।...কস্যচিৎ তত্ত্বাবধারকস্ত। ১০ জুন ১৮৩৬ । ( ২৪ সেপ্টেম্বর ১৮৩৬ । ১০ আশ্বিন ১২৪৩ ) ...মৃত রাজা শিবচন্দ্র রায়ের বিধবা স্ত্রী শ্ৰীমতী জয়মণি দাসী বধুরাণী ও শ্ৰীমতী শিবস্থদরি বধূরাণী. । ( ২৯ ফেব্রুয়ারি ১৮৪০ । ১৮ ফাল্গুন ১২৪৬ ) রাজা বৈদ্যনাথ রায়ের পুত্র –রাজা কালীকৃষ্ণ রায় ও রাজা রাজকৃষ্ণ রায়ের নামে রামদয়াল সিংহকে হত্য করণ বিষয়ে যে নালিস হয় তাহ গ্রাণ্ড জুরিকতৃক গ্রাহ হইয়াছে। ফলতঃ কলিকাতার মধ্যে এত মান্য ব্যক্তিরা যে ঘোরতর অপরাধের নিমিত্ত এককালে আদালতে অৰ্পিত হন এমত পূৰ্ব্বে প্রায় কখন দৃষ্ট হয় নাই । দেখুন রাজা রাজনারায়ণ রায় সম্প্রতি ভাস্কর সম্পাদককে প্রহার ও গ্রেপ্তার করণাপরাধে এইক্ষণে আপনিই কএদ হইয়াছেন। টেপুর রাজবংশু ক্ষুদ্র এক জন দোকানদারের অনিষ্ট করণ বিষয়ে কএদ হইয়াছেন এবং রাজা বৈদ্যনাথের দুই পুত্র এক জন সামান্য ব্যক্তিকে খুন করণাপরাধে কএদ থাকিলেন। ( ৭ মার্চ ১৮৪০ । ২৫ ফাল্গুন ১২৪৬ ) { রাজা বৈদ্যনাথ রায়ের দুই পুভ্রের মুক্ত হওন —আমরা পরমহলাদ পূর্বক প্রকাশ করিতেছি যে রাজা কালীকৃষ্ণ রায় ও রাজকৃষ্ণ রায়ের আপন বাটীতে একজন দরিদ্র ব্যক্তিকে