পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ 8(tహి খুন করণ বিষয়ে গত মঙ্গলবারে মুপ্রিমকোর্টে যে বিচার হইয়াছিল তাহাতে জুরির দ্বারা তাহারা নির্দোষী হইলেন । ( ২৪ ডিসেম্বর ১৮৩৬ । ১১ পৌষ ১২৪৩ ) বাবু রামকমল সেন।—শ্ৰীযুত বাবু রামকমল সেন পশ্চিম প্রদেশে যাত্রার্থ উদ্যোগী হওয়াতে শ্ৰীযুত হেরম্বনাথ ঠাকুর তাহার অনুপস্থানপৰ্য্যন্ত আসিয়াটিক সোসৈটির কালেকটরী কাৰ্য্য নিৰ্ব্বাহাৰ্থ তৎপদে নিযুক্ত হইলেন । ( 8 भांÉ st>७१ । २२ झांझुन s२8७ ) ডেপুটি কালেকটরী পদ –কিয়ংকাল হইল আমরা প্রকাশ করিয়াছিলাম যে গবর্ণমেণ্ট সংপ্ৰতি বোর্ড রেবিনিউর সাহেবেরদিগকে এই ক্ষমতা দিয়াছেন যে র্তাহারা নূতন ডেপুটি কালেকটরী পদে স্বেচ্ছামত ব্যক্তি নিযুক্ত করিতে পারেন এবং ঐ পদাভিলাষিরদের মধ্যে যোগ্যতার বিষয় যদি সমান হয় তবে যে ব্যক্তি ইঙ্গরেজী অধিক বুঝেন তাহাকেই তৎপদ দিবেন। এইক্ষণে শ্রুত হওয়া গেল যে বোর্ডের শ্ৰীযুত সাহেবেরা শ্ৰীযুত বাবু রসিক কৃষ্ণ মল্লিককে ডেপুটি কালেকটরী পদ অৰ্পণ করিয়াছেন এই নিয়োগেতে বোর্ডের সাহেবেরদের অত্যন্ত প্রশংসা হয়। উক্ত বাৰু কলিকাতাস্থ বহুতর ব্যক্তিরদের মধ্যে অতিবিজ্ঞ স্বশিক্ষিত ইঙ্গরেজী ভাষাতে অতিনিপুণ এবং আমরা নিতান্ত জানি যে র্তাহার দ্বারা ডেপুটি কালেকটরী পদের অবশ্যই সন্ত্রম হইবে । ( ১৫ জুলাই ১৮৩৭ ১ শ্রাবণ ১২৪৪ ) রূপলাল মল্লিক —১ তারিখে অতিপ্রসিদ্ধ ধনি বাবু রূপলাল মল্পিক ইহলোক পরিত্যাগ করিয়াছেন কথিত আছে তিনি অনূ্যন কোটি মুদ্র রাখিয়া গিয়াছেন। র্তাহার চারি পুত্ৰ প্রত্যেকে ১৫ লক্ষ টাকা করিয়া পাইবেন এবং স্ত্রী কন্যা গুরু পুরোহিত প্রভৃতিকে অবশিষ্ট টাকা বিতরণ হইবে এবং গঙ্গাতীরে ধৰ্ম্মার্থ ৫০০ টাকা দান করিয়াছেন। কথিত হইয়াছে শ্রাদ্ধর্থও লক্ষ টাকা ব্যয়ের অনুমতি আছে। - ( ১৯ আগষ্ট ১৮৩৭ । ৪ ভাদ্র ১২৪৪ ) প্রেরিত পত্র –বৈকুণ্ঠ গমন —আমরা অপারপরিতাপপয়োধিপয়ঃপ্রবাহে পতিত হইয়া প্রকাশ করিতেছি যে এতন্নগরনিবাসি যশোরাশি বৈকুণ্ঠবাসি কীৰ্ত্তিশশি পবিত্র চরিত্র ভগবভক্তাগ্রগণ্য ভুবনমান্য পুণ্যশীল স্বশীল বিবিধবিদ্যাবিশারদ দান্ত শাস্ত নরবর ৮ বাৰু নীলমণি হালদার মহাশয় গত ২৪ শ্রাবণ সোমবাসরে স্বজন সজ্জনাদি পুত্র পৌত্র সমীপে শ্ৰীশ্ৰীy পতিতপাবনী ত্ৰৈলোক্যতারিণী তপনতনয়তাপিনী ত্ৰিদশতরঙ্গিণী তীরে নীৰে সজ্ঞানে