পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৬২ zDBDKBY SBBBBDD DB LL বিবেচনা করিবেন স্বয়ং আইন দৃষ্টি না করিয়া যিনি ঐ মহামহিমাস্পদ বিচার কর্তাকে ব্যবস্থানভিজ্ঞ বলেন তিনি কিরূপ নিন্দনীয় হয়েন । পত্র প্রেরক প্রথমার্দ্ধে যাহা লিখিয়াছেন তাহার উত্তর এই পৰ্য্যন্ত লিখিয়া লেখনীকে বিশ্রাম দিলাম শেষার্দ্ধের উত্তর এইক্ষণে লিখিব না কেননা তিনি স্বীয় নাম ধাম গোপন করিয়া যাহা ইচ্ছা তাহাই লিখিয়াছেন । যদি আমাকে কোন বিষয়ে দোষি করিতে পারেন তবে নাম ব্যক্ত করিয়া লিখিবেন তাহার পরে যেরূপ লেখা দেখিব আমিও তদনুরূপ ব্যবহার করিব। নতুবা তিনি লুক্কায়িত ভাবে থাকিয়া এক২ তুঙ্কা বলিবেন আমি রাজকীয় ব্যবস্থানুসারে তাহাকে ধরিতে পারিব না তবে নিরর্থক বিবাদে কেবল আমার সময় নাশ ও মহাশয়কে বিরক্ত করা হইবে অতএব তাহা করিব না । কিন্তু অবশেষ পত্র প্রেরক মহাশয়কে একটি সমাচার দিতেছি তিনি যে দারোগীকে ভাবিয়া দোষ উদ্ধার করিতে উষ্ঠত হইয়াছিলেন সে গরীব কএকদিন হইল পদচ্যুত হইয়াছে অতএব এই সময়ে যদি পারেন তবে অগ্রে তাহার উপকারের পন্থা দেখুন। শ্ৰীগৌরীশঙ্কর তর্কবাগীশ । [ বৰ্দ্ধমান, ১০ ডিসেম্বর ১৮৩৭ ] (৬ জানুয়ারি ১৮৩৮ ৷ ‘ ২৪ পৌষ ১২৪৪ ) শ্ৰীযুত দর্পণ সম্পাদক মহাশয়েষ্ণু —আপনি গত শনিবারে আমার যে পত্ৰ বৰ্দ্ধমানের দারোগার বিষয়ে শ্ৰীগৌরীশঙ্কর তর্কবাগীশের পত্রের উত্তর যাহা প্রকাশ করিয়াছেন, তাহার ভাষান্তর করিতে কিঞ্চিৎ ভ্রম হইয়াছে অর্থাৎ যে স্থানে লিখিতেছেন যে গৌরীশঙ্কর কি ইহা অপহৃব করিতে পারিবেন যে তাহার কোন এক মোকদ্দমাতে সাক্ষ্য দেওন কালে তিনি অপ্রতিভ হন নাই সে স্থানে মুনিবের না হইয়া মুনিব হইবেক অর্থাৎ গৌরীশঙ্কর কি ইহা জ্ঞাত নহেন যে র্তাহার মুনিব কোন স্থানে সাক্ষ্য দেওনকালে অপ্রতিভ হন নাই দ্বিতীয় যে স্থানে উকীলের পরওয়ানা ভাষাস্তর করিয়াছেন সে স্থানে পরওয়ানা না হইয়া অস্ত্র স্বরূপ উকীল লইয়া বৰ্দ্ধমানে গিয়াছেন কি না ইহা হইবেক ইহা নিবেদন মিতি । কস্যচিৎ যথার্থবাদিনঃ । ( ২১ সেপ্টেম্বর ১৮৩৯ । ৬ আশ্বিন ১২৪৬ ) রাণী বসন্তকুমারী –বৰ্ত্তমান মাসের ১৬ তারিখে শ্ৰীযুত হেজর সাহেব শ্ৰীমতী রাণী বসন্তকুমারীর পক্ষে উকীল স্বরূপ সদর দেওয়ানী আদালতে উপস্থিত হইয়া বৰ্দ্ধমানের সিবিল ও সেসন জজের কএক হুকুম অন্যথা করণার্থ এক দরখাস্ত করিলেন বিশেষতঃ উক্ত রাণী শ্ৰীমতী রাণী কমলকুমারী ও প্রাণ বাবুর সঙ্গে এক মোকদ্দমা করিতেছেন । ঐ মোকদ্দমাতে অনেক সম্পত্তির দাওয়া আছে। গত জানুআরি মাসে তিনি প্রথমতঃ বৰ্দ্ধমানের মাজিস্ত্রেট সাহেবের সম্মুখে তৎপরে জজ সাহেবের নিকটে দরখাস্ত করিয়া কহিলেন যে আমি প্রাণ