পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ऍनभाiख 8في نها বাবুর দ্বারা কারাবদ্ধ ব্যক্তির ন্যায় আছি অতএব প্রার্থনা করি যে আমার উকীল ও মোক্তারের সহিত স্বচ্ছন্দে কথোপকথন করিতে পারি। গত মার্চ মাসে শ্ৰীযুত ওয়াইট সাহেবের আজ্ঞাক্ৰমে আমাকে রাজবাট হইতে গোলাবাটতে থাকিতে অনুমতি হইল কিন্তু প্রাণবাৰু ঐ বাটীর চতুৰ্দিগ পদাতিকের দ্বারা বেষ্টন করিয়াছেন তাহাতে আমি সেই স্থানেও কএদির ন্যায় থাকিয়া ঐ বাবুকতৃক অত্যন্ত অপমানিত হইতেছি এবং যে স্থানে আমি বদ্ধপ্রায় আছি ঐ স্থান এমত কদৰ্য্য যে বৰ্দ্ধমানস্থ চিকিৎসক সাহেব আপনিই কহিয়াছেন যে গবর্ণমেণ্ট কএদিরদিগকে যদি এমত স্থানে রাখিতেন তবে অবশু তাহারদের গ্লানি হইত এবং অনেক দিবস পৰ্য্যন্ত এমত স্থানে বাস করিলে কোন ব্যক্তিই প্রায় বাচিতে পারে না । ( ২৮ সেপ্টেম্বর ১৮৩৯ । ১৩ আশ্বিন ১২৪৬ ) মহারাণী বসন্তকুমারী।—সদর দেওয়ানী আদালতের জজ শ্ৰীযুত টকর সাহেব পরিশেষে উক্ত রাণীর মোকদম নিম্পত্তি করিয়াছেন । বিশেষতঃ গত শনিবার শ্ৰীযুত বেলি সাহেব রাণী কমল কুমারীর পক্ষে উপস্থিত হইয়া কহিলেন যে বৰ্দ্ধমানের মাজিস্ত্রেট সাহেব রাণী বসন্তকুমারীকে চৌকি দেওনার্থ কোন পেয়াদ বসান নাই কিন্তু তাহার রক্ষার্থে রাণী কমল কুমারীকে আপনার লোক দ্বারা চৌকি দেওনার্থ অনুমতি করিয়াছিলেন । আরো কহিলেন যে পরলোকপ্রাপ্ত র্তাহারদের স্বামী রাজা তেজশ্চন্দ্র বাহাদুরের দান পত্রে এইরূপ লিখিত ছিল যে যুব রাণী বড় রাণীর অধীনে থাকিবেন । শ্ৰীযুত টকর সাহেব কহিলেন আমি নিশ্চয় বোধ করি যে গত মার্চ মাসের ২৩ তারিখ ও আগষ্ট মাসের ২৯ তারিখের মাজিস্ত্রেট সাহেবের যে হুকুম তাহা অবৈধ ও অনিয়মিত হওয়া প্রযুক্ত অন্যথা করিতে হইবে যেহেতুক উভয় রাণীর তুল্য ক্ষমতা অথচ ঐ আজ্ঞার দ্বারা রাণী বসন্তকুমারীকে বড় রাণীর অধীনে রাখা গিয়াছিল। আরো কহিলেন যে উভয় রাণীর অস্ত্রধারি ব্যক্তিরদিগকে একত্র আসিতে অনুমতি দেওয়াতে মাজিস্ত্রেট সাহেব অকুচিত কাৰ্য্য করিয়াছিলেন কারণ তাহাতে দাঙ্গা হইতে পারিত । অপর এইক্ষণে হুকুম করা যাইতেছে যে ঐ রাণী স্বেচ্ছা মতে সৰ্ব্বত্র গমনাগমন করিতে পারেন । শ্ৰীযুত টকর সাহেব আরো হুকুম করিলেন যে তথাকার সিবিল ও সেসন জজ সাহেব আপনার হুকুমের আপিল হইবে জানিয়া সেই হুকুম জারী করাতে অনুচিত করিয়াছেন অতএব তাহার সেই হুকুম স্থগিত করণের আজ্ঞা দেওয়া যাইতেছে । - ( ৫ অক্টোবর ১৮৩৯ । ২০ আশ্বিন ১২৪৬ ) রাণী বসন্তকুমারী —গত শনিবারের দর্পণে আমরা লিখিয়াছিলাম যে রাণী বসন্তকুমারীর মোকদ্দমায় বৰ্দ্ধমানের শ্ৰীযুত মাজিস্ত্রেট সাহেব যে দুই আজ্ঞা দিয়াছেন তাহ সদরদেওয়ানী আদালতের শ্ৰীযুত জজ সাহেব বেআইনী ও অন্যায় নিশ্চয় করিয়াছেন। এইক্ষণে আমরা