পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जभाiख e 8.క్రిష్క్రి ( ৯ মার্চ ১৮৩৯ । ২৭ ফাল্গুন ১২৪৫ ) ...জেলা নদীয়ার শাস্তিপুর নিবাসি শ্ৰীযুত বাবু রামচাদ চট্টোপাধ্যায় ও ত্রযুত গোপীমোহন চট্টোপাধ্যায় ও শ্ৰীযুত খামাচরণ চট্টোপাধ্যায় ও শ্ৰীযুত বাবু উমাচরণ চট্টোপাধ্যায় মহাশয় মহাশয়দিগের আদেশ মতে গ্রামের জমিদার অতিমান্য ও ধাৰ্ম্মিক শ্ৰীযুত বাৰু উমেশচন্দ্র রায় মহাশয় অশ্ব আরোহণ ও শ্ৰীযুত বাবু পূৰ্ণচন্দ্র রায় বয়ক্রম ৭ সাত বৎসর ও তস্ত মামাত ভ্রাতা শ্ৰীযুত বাৰু গিরীশচন্দ্র চক্রবর্তী হস্তারোহণে জমিদারির পূর্ণসরঞ্জামের সহিত আপন বাটীর ৬/কীৰ্ত্তিকবিসর্জনাস্তে আইসন কালীন বিনাদোষে উপরিলিখিত চট্টোপাধ্যায়দিগের আদেশে তস্তজন সমূহ দাঙ্গা করিয়া উক্ত বালকেরদিগের অলঙ্কার হীরা মুক্ত স্বর্ণাদি নিৰ্ম্মিতাভরণ ও সমভিব্যাহারি রজত নিৰ্ম্মিত আসাসোট বরশি চামর ছেনাইয় লন ও ইষ্টক লাঠী দ্বার আঘাতি করেন ও অশ্বারোহের চাবুক কাটিবার মানসে তলআরের চোট মারেন ৬ ইচ্ছ। আঘাত উক্ত বাবুর শরীরে না লাগিয়া অশ্বের পশ্চাৎ ভাগে লাগিয়া আঘাতি হয় সে আঘাত জেলা নদীয়ার ডাক্তর শ্ৰীযুত ক্ষে বি ফোলের সাহেব চিকিৎসার দ্বারা আরোগ্য করেন। • • } উক্ত মোকদ্দমা মোকাম কলিকাতায় সদর নেজামতে খসিআপিল হইলে আমরা যাহা উপরে লিখিয়াছি সেই সকল মাতবর হেতু তথাকার হাকিম শ্ৰীযুত ক্ষে রিড সাহেবের হুজুরে সুপ্রকাশ হইয়া ৮ ইচ্ছা রায় বাবু ও তাহার তরফ লোক সকল ধৰ্ম্মাবতারের সূক্ষ্ম বিচারে নির্দোষী হইয়া রেহাই পাইয়াছেন । মহাশয় গো এখন জানা গেলে যে অদ্যাপি ধৰ্ম্ম আছেন এমতে বিস্তারিত লিখিলাম মহাশয় অনুগ্রহ পূর্বক দৰ্প ণৈক পাশ্বে স্থান দিলে অবশুই দেশের উপকার সম্ভাবনা কিমধিক মিতি । শ্রীরাধানাথ গোস্বামী । শ্রীজশোদানন্দ গোস্বামী। স্ত্রীরাধামাধব গোস্বামী । শ্ৰীহরেকৃষ্ণ গোস্বামী । শ্ৰীবৃন্দাবন গোস্বামী । শ্ৰীজয়গোপাল গোস্বামী ...শ্ৰীগুরুদাস ভট্টাচাৰ্য্য । শ্রীরামনৃসিংহ শিরোমণি । শ্রীহরপ্রসাদ তর্কবাগীশ । শ্ৰীকালিদাস বিদ্যাবাগীশ । শ্ৰীশু্যামাচরণ তর্কপঞ্চানন । শ্ৰীমহেশচন্দ্র ভট্টাচাৰ্য্য। শ্রীরামরত্ব বিদ্যালঙ্কার । শ্ৰীকালাচাদ নপাড়ি ভট্টাচাৰ্য্য, শ্ৰীশশিভূষণ নপাড়ি ভট্টাচাৰ্য্য । শ্রীঠাকুরদাস ভট্টাচাৰ্য্য প্রভৃতি গ্রামবর্গেষু । ( ১৫ জুন ১৮৩৯ । ২ আষাঢ় ১২৪৬ ) কুমার কৃষ্ণনাথ রায় –গত সপ্তাহে আমরা প্রকাশ করিয়াছিলাম যে উক্ত মহা মহাহভব যুব ব্যক্তি ভারতবর্ষ ও ইঙ্গলগুদেশের মধ্যে বাষ্পীয় জাহাজ স্থাপন বিষয়ে স্বদেশীয় লোকেরদিগকে প্রবর্ভ করণার্থ মহোষ্ঠোগ করিয়াছিলেন এইক্ষণে অবগত হওয়া গেল যে র্তাহার চতুর্দিগে যে সকল অজ্ঞ ব্রাহ্মণের আছেন তাহারা কহেন যে কুমার লিবরাল হইয়াছেন এবং স্বধৰ্ম্ম বিষয়ে হীনামুরাগ হইয়াছেন অতএব তিনি এইক্ষণে এই আরোপিত দোষ খণ্ডনার্থ প্রায়শ্চিত্ত স্বরূপ কলিকাতায় আগমন পূর্বক শ্ৰীক্ষেত্রে যাত্রা করিবেন।