পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

#मे8ब्वाप्न >iरडत रञ्पब्वारख्मज्ञत ब्तःajा রুদ্রনারায়ণের তরফ মোক্তার ব্রজমোহন বস্থ এককেতা আর্জি মৃতরাজার নামাঙ্কিত মেদিনীপুরের কালেকটরিতে এই মজমুনে দাখিল করিয়াছে যে মৃতরাজা বৰ্ত্তমানে জ্যেষ্ঠ সন্তানকে রাজটীকা দিয়া নাবালগ দুই সন্তানের খোরপোষ ধাৰ্য্য করিয়া নিদর্শন পত্র লিখিয়া দিয়াছেন এ সকলি অমূলক আদৌ মৃত রাজা এমত আরজী কথন করেন নাই এবং নিদর্শন পত্র লিখিয়৷ দেন নাই ঐ আরজীর দস্তখত তদারক হইলেই কৃত্রিম প্রকাশ পাইবেক ।...শ্ৰীহরিহর দাস । ( ১৪ মার্চ ১৮৪০ । ২ চৈত্র ১২৪৬ ) মেদিনীপুর জিলাতে বিষখাওয়ান –জলামুট রাজার অপমৃত্যু বিষয়ে নীচে লিখিতব্য পত্র গত শুক্রবার ইঙ্গলিসমেন সম্বাদপত্রে প্রকাশ হইয়াছে। ইচ্ছা হয় যে মেদিনীপুর জিলাস্থ আমারদের কোন পত্রপ্রেরক ঐ অতিগুঢ় ব্যাপারের বিষয় অনুসন্ধান পূর্বক পত্র দ্বারা আমারদিগকে জ্ঞাপন করেন। ইঙ্গলিসমেনের পত্রের লেখক উক্ত রাজার বিষ খাওয়ান বিধয় অতি প্রসিদ্ধের ন্যায় লিখিয়াছেন অতএব ঐ বিষয়ে আরো কিঞ্চিৎ বিশেষ অবগত হইতে লোকের ব্যগ্রত হইতেছে । ইঙ্গলিসমেন পত্র সম্পাদক । বোধ করি এই মেদিনীপুর জিলাতে আপনার পত্র প্রেরক অনেক নাই থাকিলে এই জিলার অৰ্দ্ধেকের জমীদার জলামুটার রাজাকে সম্প্রতি বিষ খাওয়াইয়া হত্যা করণ ব্যাপার আপনি আবশ্ব সম্বাদপত্রে প্রকাশ করিতেন । উক্ত জমীদার হিজলিস্থ নিমক এজেণ্টের বাসস্থানের নিকট কাণ্টাই স্থানে দেহত্যাগ করিলেন এক্ষণে এমত জনরব আছে যে ডাক্তর সাহেব ইহার অনেক দিবস পূৰ্ব্বে র্তাহার শরীর হইতে বিষ নির্গত করাইয়াছিলেন কিন্তু ঐ স্থান অনেক দূর প্রায় ৩৫ ক্রোশ অস্তরিত হওনা প্রযুক্ত এখানকার মাজিস্ত্রেট সাহেব তথায় গমন করিতে পারেন নাই তাহাতে প্রতিকারের অনেক বিলম্ব হইতেছে এবং মেলা ঘুস চলিতেছে। শুনা গেল যে পোলীসের স্বপরিন্টেণ্ডেণ্ট সাহেব এই অতি ভারি ব্যাপার তজবাজ করণার্থ প্রথমত এই স্থানে আগমন করিবেন এবং সাহেব যেমন চালাক অবশ্ব ঐ ব্যাপারের তাবক্তত্ব বুঝিয়া লইবেন। ( ১৫ ফেব্রুয়ারি ১৮৪০ । ৪ ফাল্গুন ১২৪৬ ) , ব্রাহ্মণ ভোজন —অনেক কালের পর স্থপ্রিম কোর্ট মাষ্টর সাহেবের প্রতি আজ্ঞা করিয়াছেন যে তিনি অনুসন্ধান পূর্বক নিশ্চয় করেন যে ৪০ সহস্র ব্রাহ্মণ ভোজন করাওণেতে কত টাকা ব্যয় হয় । • . উক্ত বিষয়ের বিবরণ এই যে ২০২৫ বৎসর গত হইল রাস বিহারি শৰ্মা বোধ হয় গবর্ণমেণ্টের কার্য্য করণেতে অতি ধনাঢ্য হইয়া মুমুঘু সময়ে অনেক সম্পত্তি রাখিয়া