পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষা 决> ব্রিটিস গবর্ণমেণ্ট যে উত্তম২ বিদ্যাধ্যয়নার্থ বালকেরদিগকে এমত মহাপ্রবোধ দেন এবং পরে তাহারদিগকে অনাহারী করিয়া পরিত্যাগ করেন এবং যে আশা কখনই সফল করিবেন ন। সেই আশা ভরসা দিয়া তুলিয়া আছাড় মারাতে কি তাহারদের গৌরবের হানি নাই । এমত কৰ্ম্মকরণপেক্ষ বরং যেপৰ্য্যন্ত পারস্য ভাষার প্রাদুর্ভাব থাকা কি যাওয়ার বিষয় গবর্ণমেণ্ট কিছু স্থির না করেন সেপৰ্য্যস্ত কলেজের দ্বার একেবারে রুদ্ধ করিলেই সোজাসুজি হয় বরং ছাত্রেরদিগকে ইহা কহ উচিত যে আমরা যে সকল বিদ্যা অতিশ্রেষ্ঠ জ্ঞান করি সেই বিদ্যার প্রচুর পারিতোষিক ফল প্রদান করা যেপৰ্য্যস্ত স্থির না হইবে সেইপৰ্য্যন্ত তদ্বিদ্যাভ্যাসার্থ তোমারদিগকে প্ররোচনা করা যথার্থ বোধ হয় না । কেহ এমত না বুঝেন যে কেবল লাভের নিমিত্তই বিদ্যাভ্যাস করিতে হয় এমত আমারদের অভিপ্রায় তথাপি আমরা স্বজ্ঞাত আছি যে অধিকাংশ ছাত্রেরা পনহীন এবং পরিজনের ভরণ পোষণাদির নির্ভর কেবল তাহারদের উপরেই আছে অতএব ঐ বালকেরদের বিদ্যার দ্বারা জীবনোপায়ের ভরসাভেই পিত্রাদি বান্ধবেরা কলেজে বিদ্যাভ্যাসার্থ অৰ্পণ করিতেছেন । যদি জিজ্ঞাসা কল্প তবে কর্তব্যই কি ! কি পারস্য ভাষার পশুিবৰ্ত্তে ইঙ্গরেজী সংস্থাপনের দ্বারা বর্তমান তাবৎ রীতি উত্থাপন করা এবং সরকারী তাবৎ কার্যা একেবারে গোলমালের মধ্যে নিক্ষেপ করাই কি উচিত এমত কদাচ অামারদের অভিপ্রায় নহে আমরা এইমাত্র প্রার্থনা করি যে ভারতবর্ষীয় কৰ্ত্তারা সৰ্ব্বত্র এমত ঘোষণা করেন যে এতদেশীয় প্রচুর ব্যক্তি যখন ইঙ্গরেজী ভাষায় সরকারী কাৰ্য্য নির্বাহ ক্ষম হইবেন তখন পারস্থা ভাষা রহিত করিতে আমরা স্থির করিয়াছি এভদ্রুপ বিজ্ঞাপন করাতে গবৰ্ণমেণ্ট এমত কোন প্রতিজ্ঞাতে বদ্ধ থাকিবেন না যে উত্তরকালে ঐ প্রতিজ্ঞা প্রতিপালন করিতে কোন অনিষ্ট ঘটে যেহেতুক পারস্তের পরিবর্তে ইঙ্গরেজী সংস্থাপনকরণের যে সময় উপযুক্ত তাহা গবর্ণমেণ্টের বিবেচনার অধীনষ্ট থাকিবে । কিন্তু গবর্ণমেণ্টের এই অভিপ্রায় আশু ব্যক্ত হইলে এই উপকার দশিবে যে এতদেশীয় লোকেরা অতিসাহসপূর্বকই স্ব২ বালকেরদিগকে ইঙ্গরেজী পাঠশালায় প্রেরণ করিতে পারিবেন এবং আরো কহিতে পারি যে গবর্ণমেণ্টের যদ্যপি সরকারী দপ্তরে ইঙ্গরেজী ভাষার দ্বারা কাৰ্য্য নিৰ্ব্বাহ করিতে মানস না থাকে তবে যথাসাধ্য এতদেশীয় লোকেরদিগকে ইঙ্গরেজী ভাষা শিক্ষার্থ যে প্রবোধ দিতেছেন সে অস্থচিত । ফলত গবৰ্ণমেণ্ট যদি উক্তমত প্রতিজ্ঞা করেন এবং উত্তরকালে যে নানা জিলা কলিকাতারাজধানীর অধীনে থাকিবে যদি কেবল সেই ২ জিলার মধ্যে এমত ঘোষণা করেন তবে দেশের মধ্যে শত২ ইঙ্গরেজী বিদ্যামন্দির তৎক্ষণাৎ দেদীপ্যমান হইবে । আমারদের কেবল আর এক প্রস্তাবোপযুক্ত স্থান আছে সে এই ষেপৰ্য্যস্ত গবৰ্ণমেণ্ট এমত বিজ্ঞাপন না করিবেন সেপৰ্য্যন্ত ইঙ্গরেজী পাঠশালা স্থাপনার্থ যত উদ্যোগ করুন না কেন সকলই বিফল হইবে। পার্লিমেণ্ট যে টাকা বিদ্যাধ্যয়নার্থ নিযুক্ত করিয়াছেন তদধিক পাচ গুণ ব্যয় করিলেও মিথ্যা হইবে । কলিকাতার বাহিরে যে২ স্থানে ইঙ্গরেজী শিক্ষয়ণার্থ গবর্ণমেণ্ট উদ্যোগ করিয়াছেন সে সকল স্থলেই একপ্রকারে বৈফল্য দেখা যাইতেছে।