পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ԳՆ- মgৱাদপত্রে মেৰালের কথা মোকদ্দমাব্যতিরেকে তাহারদিগকে তদেশবহিভূত করিতে যে ক্ষমতা আছে তাহ রহিত করিতে ইত্যাদি বিষয়ে মূদ্যপি কোম্পানি বাহাদুর স্বীকৃত হন তবে তাহারা যে পুনৰ্ব্বার চার্টর পান ইহাতে আমি বিপক্ষতাচরণ না করিয়া বরং সপক্ষ হইব । ( ৩ সেপ্টেম্বর ১৮৩১ । ১৯ ভাদ্র ১২৩৮ ) শ্ৰীযুত বাবু রামমোহন রায় —ইঙ্গলগুহইতে শেষাগত সম্বাদের দ্বারা অবগত হওয়া গেল যে শ্ৰীযুত বাবু রামমোহন রায় লিবরপুল নগরহইতে লণ্ডন নগরে গমন করিয়া এক শরাইতে বাস করিতেছেন । তিনি অতিসমাদরপুরঃসর তত্রত্যকতৃক গৃহীত হন এবং রাজধানীর অতিমান্য অনেক শিষ্টবিশিষ্ট মহাশয়েরা তাহার সহিত সাক্ষাৎ করিয়াছেন। ( ১৭ সেপ্টেম্বর ১৮৩১ । ২ আশ্বিন ১২৩৮) * শ্ৰীযুত বাবু রামমোহন রায় –বাৰু রামমোহন রায় যে সময়ে লিবরপুলনগরে অবস্থিত তৎসময়ে তন্নগরস্থ তীবন্মান্ত লোক র্তাহার সঙ্গে সাক্ষাদর্থ আগত হন। পরে ঐ নগর ও তৎসন্নিহিত যে সকল সুদৃশ্ব বিষয় ছিল তাহা তিনি দর্শন করিলেন কিন্তু মাঞ্চিষ্টর নগরের লৌহঘটিত রাস্ত দৃষ্টি করিয়া তাঙ্গর বিশেষ চমৎকার হয় । তিনি পরীক্ষার দ্বারা ঐ অদ্ভূত ব্যাপারের প্রকারসকলের বিষয় বিবেচনা করিতে ক্ষম হন এতদৰ্থ তৎকৰ্ম্মাধ্যক্ষেরা রাস্তার উপরি র্তাহাকে সঙ্গে করিয়া লইয়া যাইতে প্রস্তাব করিলেন অতএব তাহারা পূৰ্ব্বাহ্নে সাত ঘণ্টার সময়ে যাত্রা করিয়া বাম্পের গাড়িতে এক ঘণ্টা বিংশতি মিনিটে পনর ক্রোশ গমন করিয়া মাঞ্চিষ্টরনগরে পন্থছিলেন । যাত্রাকালীন গাড়ি কোন২ সময়ে ঘণ্টায় পনর ক্রোশের হিসাবে চলিল তাহাতে রামমোহন রায় যে পৰ্য্যন্ত চমৎকৃত হইলেন তাহা তিনি কহিতে অসমর্থ। পরে মাঞ্চিষ্টরনগরে পল্লছিলে তিনি নানা শিল্পের কারখানা দেখিতে গেলেন। যখন তাহার পদব্রজে গমন করিতে হইল তখন নগরস্থ প্রত্যেক নিষ্কৰ্ম্ম ব্যক্তিরা আবাল বৃদ্ধ বনিতা এবং কৰ্ম্মি অনেক ব্যক্তিও স্ব২ কৰ্ম্ম ত্যাগ করিয়া দর্শনার্থ তাহাকে আসিয়া ঘেরিল । পরিশেষে তিনি তথাহইতে সরাইতে ফিরিয়া আসিয়া লিবরপুলে প্রস্থান করিলেন এবং ঐ নগরে তিনি আরো নয় দিন অবস্থিতি করেন । * - অনন্তর রামমোহন রায় লণ্ডন নগরে গমন করিলেন কিন্তু পথিমধ্যে যে২ স্থানে গাড়ি দুই মিনিট স্থগিত থাকে সেইস্থানেই চতুর্দিগে ইঙ্গলগুদেশ দর্শনার্থ আগত বিদেশি ব্যক্তিকে দিদৃক্ষু মহাজনত উপস্থিত হইল। তিনি যেমন দেশ দিয়া শকটারোহণে চলিতে লাগিলেন তেমনি কোনস্থানে পৰ্ব্বত কোনস্থানে উপত্যকাভূমি ও উৎকৃষ্ট কৃষ্ট ক্ষেত্র ও খাল ও নদী ও সাকো ও জমীদারেরদের বসতবাটী ইত্যাদি মহাধনি ব্যক্তিরদের চিহ্ন দেখিয়া মহাহৃষ্টচিত্ত হইলেন । মধ্যে২ তিনি ব্রাহ্মণপরায়ণ ভারতবর্ষপেক্ষা ইঙ্গলগুদেশের এতাবদেীৎকর্ষের চিহ্নসকল তৎসহচর যুব রাজচন্দ্রকে [ রাজারামকে ] দৰ্শাইতে লাগিলেন। পরে রামমোহন রায়