পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ન્મ সংবাদ পত্রে মেকালেৰ কথা । মহাশয়ের গৃহকথাঘটিত পত্র প্রাপ্ত হইয়াছিলাম কিন্তু তাহ নিত্যই প্রকাশ করিতে স্বীকৃত হই নাই সংপ্ৰতিকার পত্র লেখককে আমরা স্বজ্ঞাত হইয়৷ তদ্রুপ নিয়মও এইস্থলে আমারদিগের কৰ্ত্তব্য হয়। অতএব ঐ পত্রে রামমোহন রায়ের গৃহকথাঘটিতাংশ ত্যাগ করিয়া যদি কেবল তাহার সাধারণ কৰ্ম্মঘটতাংশ প্রকাশ করিতে অল্পমতি দেন তবে প্রস্তুত আছি । ( ১৪ জানুয়ারি ১৮৩২ । ২ মাঘ ১২৩৮ ) ১৮৩১ সালের বর্ষফল — জুলাই, ৬ । কোম্পানি বাহাদুরের কোর্ট অফ ডৈরেক্তস সাহেবের বাবু রামমোহন রায়কে সন্ত্রমার্থে এক দিন ভোজন করান । সেপ্তেম্বর, ৭ । বোর্ড কন্ত্রোলের সভাপতি শ্ৰীযুত রাইট আনরবিল চার্লস গ্রান্ট সাহেব শ্ৰীযুত বাবু রামমোহন রায়কে দরবারের সময়ে বাদশাহের সঙ্গে সাক্ষাৎ করান এবং শ্ৰীষ্ট্ৰত তাহাকে অতিসমাদরপূর্বক গ্রহণ করেন । ( ১৫ অক্টোবর ১৮৩১ । ৩০ আশ্বিন ১২৩৮) শ্ৰীযুত দর্পণপ্রকাশক মহাশয় সমীপেষু —গত ১৭ সেপ্তেম্বর ২ আশ্বিনের সমাচার দর্পণে ( ক্রপ্রশ্নকার বিশ্বাসপ্ত ) ইতিস্বাক্ষরিত এক পত্র প্রকাশ হইয়াছে তাহার তাৎপৰ্য্য শ্ৰীযুত রামমোহন রায় বিলাত যাওয়াতে অস্মদেশীয়দিগের পক্ষে মঙ্গল হইবেক কি অনিষ্ট দর্শিবেক এই প্রশ্ন করিয়া তাবৎ সম্বাদ প্রকাশকাদি অনেকের স্থানে উত্তর প্রার্থনা করিয়াছেন ইহাতে আপন২ বিবেচনাকুসারে উত্তর প্রদান করা উচিত অতএব কিঞ্চিল্লিগি । রামমোহন রায় বিলাত যাওয়াতে আমারদের দেশের উপকারমাত্র নাই যেহেতু তিনি এতদ্দেশের সর্বসাধারণের উপকারক নহেন বিশেষতঃ হিন্দুবর্গের বিশেষানিষ্টকারী ইহা এদেশে রাষ্ট্র আছে । কিন্তু তাহার মতাবলম্বি দশ পাচ জনের এবং তাহার পুত্রাদির আছে কি না তাহা আমরা বলিতে পারি না, অপর তাহাহইতে এদেশের সাধারণ উপকার হইবে ইহা কদািচ নহে। কেননা তিনি এদেশীয় লোকের মহান ইষ্ট যে ধৰ্ম্ম কৰ্ম্ম তাহা নষ্ট করিবার অনেক চেষ্টা করিবায় তাবতেই উত্ত্যক্ত বিরক্ত হইয়াছেন । তৎপ্রমাণ রামমোহন রায়ের বিদ্যা প্রকাশের পূৰ্ব্বে এতন্নগরে লোক সকলে মুখে বাস করিতেছিলেন অর্থাৎ দৈবকৰ্ম্ম ও পিতৃকৰ্ম্মাদিকরণে আচণ্ডাল প্রভৃতির বিশেষ যত্ন ছিল এবং তিনিও স্বয়ং স্বদেশীয়েরদের আচার ব্যবহারাদি বত্মে চলিতেন । হিন্দুর আচার ব্যবহারে থাকিয় কোন২ ইঙ্গলণ্ডীয় মহাশয়ের অধীনতায় বিশেষতঃ এক শিবিল সরবেণ্ট ডিথি সাহেবের অনুগ্ৰহেতে অনেক কালাবধি কোম্পানির কার্যকৰ্ম্ম করিয়া কতক গুলিন ধনসঞ্চয় করিয়াছিলেন তৎপরে নগরে আসিয়া কএক জন ভাগ্যবদ্ব্যক্তির নিকটে যাতায়াতকরত এবং বাকৌশলাদির দ্বারা আত্মীয়তা প্রকাশ করিলে তাহারদের মধ্যে কেহ২ বাধ্য হইয়াছিলেন এই সাহসে কিছু কাল পরেই আত্মীয়