পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৮২ সংবাদ পত্রে মোকালের কথft সস্তান যে কএক জন তন্মতাবলম্বী হইয়াছে স্থতরাং তাহারদের ধর্মের সংসারে অধৰ্ম্ম স্পৰ্শহওয়াতে ধৰ্ম্ম ধন মানহীন হইতেছে ইহা কেহ২ এইক্ষণে বুঝিয়াছেন কেহ বা একেবারে সৰ্ব্বনাশ না হইলে বুঝিতে পরিবেন না এ কথা ( স্থপরিষ্টেসিয়ান ) বলিয়া যদি কেহ মান্ত না করেন তাহাতে হানিবিরহ । অপর রামমোহন রায় কলোনিজেসিয়ানের পক্ষ ইহাও এদেশ সেদেশ বিখ্যাত আছে তাহার বাঞ্ছা কোন প্রকারে এ প্রদেশ কলনাইজ হয় তন্নিমিত্ত তন্মতাবলম্বি শ্ৰীকালীনাথ রায়প্রভৃতি সতীদ্বেষি কএক জনকে প্রবৃত্তি লওয়াইয়া কলনিজেসিয়ানের পক্ষ আরজীতে স্বাক্ষর করাইয়াছিলেন কিন্তু হিন্দুমাত্রের অভিলাষ নহে যে এদেশে ইঙ্গরেজ লোক আসিয়া চাসবাস করে এবং তালুকদার হয়। তাহাতে যে দোষ তাহা কলনিজেসিয়ানের বিপক্ষ আরজীতে বিশেষরূপে বর্ণনা করিয়া বিলাত পাঠান গিয়াছে। অতএব তিনি কোন প্রকারেই এতদ্দেশীয় সাধারণের উপকারক নন । কস্যচিৎ নগরবাসি দর্পণ পাঠকস্ত । # রামমোহন রায়ের বিষয়ে আমরা যে পত্র দর্পণোপরি প্রকাশ করিলাম তদ্বিষয়ক অামারদিগের কিঞ্চিৎ স্পষ্ট লেখা উচিত। ঐ পত্র ডাকের স্বারা অামারদের নিকটে পহুছে তাহার খামের উপরি ভবানীচরণ এই নাম লিখিত ছিল কেবল এই কারণে এমত নহে কিন্তু ঐ পত্রের অক্ষরচ্ছন্দ এবং উত্তম বিন্যাসদ্বারা বোধ হইয়াছিল যে তাহা শ্ৰীযুত চন্দ্রিকাসম্পাদক বিজ্ঞ মহাশয়কতৃক রচিত হইয়াছে কিন্তু শেষে ঐ পত্র তিমিরনাশক পত্রে অৰ্পিত হইয়াছে দৃষ্টহওয়াতে তদ্বিষয়ে আমরা কিছু অনুভব করিতে পারিলাম না । ( ২২ অক্টোবর ১৮৩১ ! ৭ কাৰ্ত্তিক ১২৩৮ ) ...ইঙ্গরেজী বিদ্যা ভালরূপে শিক্ষা করিলেই দৈবকৰ্ম্ম পিতৃকৰ্ম্ম ত্যাগ করিতে হয় এমত নহে । যদি বল শ্ৰীযুত রামমোহন রায়ের সহিত যাহারদিগের বিশেষ আত্মীয়তা আছে র্তাহারা তদুপদেশে উক্ত কৰ্ম্মে ক্ষান্ত হইয়াছেন । ইহাও সত্য নহে কেননা শ্ৰীযুত কালীনাথ মুন্সী তাহার পরমাত্মীয় এবং তাহার স্থাপিত ব্রহ্মসভায় ইহার সর্বদ গমনাগমন আছে তথায় যেপ্রকার জ্ঞানোপদেশ হয় তাহা কি তিনি শ্রবণ করেন না ফলতঃ তাহাতে বিচক্ষণ মনোযোগ আছে । অথচ তাহার বাটতে শ্ৰীশ্ৰীপ্ৰ দুর্গোৎসবাদি তাবৎ কৰ্ম্ম হইয়া থাকে এবং শ্ৰীযুত বাৰু রাজকৃষ্ণ সিংহ ও শ্ৰীযুত বাবু নবকৃষ্ণ সিংহ ও জীযুত বাবু শ্ৰীকৃষ্ণ সিংহদিগের সহিত কি রায়জীর আত্মীয়তা নাই । অপরঞ্চ শ্ৰীযুত বাবু দ্বারিকানাথ ঠাকুরের সহিত রামমোহন রায়ের বিশেষ আত্মীয়তা আছে কিন্তু রায়জী তাহার নিত্যকৰ্ম্ম বা কাম্যকৰ্ম্ম কিছুই রহিত করাইতে পারিয়াছেন, তাহা কখনই পারিবেন না ঐ বাবুর বাটতে দুর্গোৎসব ও ৮খামাপূজা ও ৮জগদ্ধাত্রী পূজা ইত্যাদি তাবৎ কৰ্ম্ম হইয়া থাকে। অতএব এমত কোন হিন্দু আছে যে দৈব ও পিতৃ কৰ্ম্ম ত্যাগ করিয়া আপনাকে হিন্দু বলাইতে চাহে। কিন্তু বাবুদিগের বাটতে এই